নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ভিন্ন সময় বিভিন্ন যায়গায় বেড়াতে গিয়ে বেশ কিছু সূর্যাস্তের ছবি আমি তুলেছি আদিতে, এখনো তুলছি সুযোগ পেলেই। সেই সমস্ত সূর্যাস্তের ছবি গুলি বিভিন্ন সময় ফেইসবুকে শেয়ার করেছি। সেখান থেকে ৫টি বিদায়বেলার ছবি রইলো।
ছবি তোলার স্থান : লাবনী পয়েন্ট, কক্সবাজার, বাংলাদেশ।
ছবি তোলার তারিখ : ২৮/০৯/২০২০ ইং
সন্ধ্যা–গোধূলি লগনে কে
রাঙিয়া উঠিলে কারে দেখে।।
হাতের আলতা পড়ে গেল পায়ে
অস্ত–দিগন্ত বনান্ত রাঙায়ে
----- কাজী নজরুল ইসলাম -----
ছবি তোলার স্থান : লাবনী পয়েন্ট, কক্সবাজার, বাংলাদেশ।
ছবি তোলার তারিখ : ২৮/০৯/২০২০ ইং
বিকেলের সূর্য
ছবি তোলার স্থান : আশ্রম, নাগরি, কালীগঞ্জ।
ছবি তোলার তারিখ : ২১/০২/২০১৬ ইং
"সন্ধ্যা বেলার এই
সময়টা ভালো না।
এই সময় মানুষ বড় একাকী
বোধ করে। তাদের বুক হুহু করে।
অকারণেই তাদের চোখ ভিজে ওঠে।
সন্ধ্যা বেলার এই অদ্ভুত
সময়টাতে প্রিয়জনদের কাছে যেতে
নেই। তবু সব মানুষই প্রিয়জনদের
কাছে যাবার জন্য এই সময়টাই
বেছে নেয়। কেন কে জানে!"
----- হুমায়ূন আহমেদ -----
ছবি তোলার স্থান : লাবনী পয়েন্ট, কক্সবাজার, বাংলাদেশ।
ছবি তোলার তারিখ : ২৮/০৯/২০২০ ইং
শহুরে সূর্যাস্ত
ছবি তোলার স্থান : হাতিরঝিল, ঢাকা, বাংলাদেশ।
ছবি তোলার তারিখ : ২৫/০৩/২০২১ ইং
=================================================================
সিরিজের পুরনো পর্বগুলি দেখতে -
বিদায় বেলায় - ০১, বিদায় বেলায় - ০২, বিদায় বেলায় - ০৩, বিদায় বেলায় - ০৪, বিদায় বেলায় - ০৫
বিদায় বেলায় - ০৬, বিদায় বেলায় - ০৭, বিদায় বেলায় - ০৮, বিদায় বেলায় - ০৯, বিদায় বেলায় - ১০
বিদায় বেলায় - ১১, বিদায় বেলায় - ১২, বিদায় বেলায় - ১৩, বিদায় বেলায় - ১৪, বিদায় বেলায় - ১৫
বিদায় বেলায় - ১৬, বিদায় বেলায় - ১৭, বিদায় বেলায় - ১৮, বিদায় বেলায় - ১৯, বিদায় বেলায় - ২০
বিদায় বেলায় - ২১, বিদায় বেলায় - ২২, বিদায় বেলায় - ২৩, বিদায় বেলায় - ২৪, বিদায় বেলায় - ২৫
=================================================================
০২ রা ফেব্রুয়ারি, ২০২৩ সকাল ১১:০৫
মরুভূমির জলদস্যু বলেছেন:
- ধন্যবাদ আপনাকে মতামতের জন্য।
২| ০২ রা ফেব্রুয়ারি, ২০২৩ সকাল ১১:৫৪
মহাজাগতিক চিন্তা বলেছেন:
মরুভূমির জলদস্যু
অদ্ভুত মরুভূমির জলদস্যু নিক
ছবি-চিত্রে ফিচারের দারুণ সুন্দর
উপস্থাপক। অপরে সদয় অন্তর
পশু-পাখি মানুষের সকলের প্রতি।
তেরটি বছর ধরে হাজার অধিক
পোষ্ট দিয়ে পাঠকের হয়ে সহচর
দিয়ে জ্ঞান বিনোদন নিত্য নিরন্তর
করলেন প্রতিজনে কত অবগতি।
নিক নামে ডরে মন সাধু জন তিনি
মরুতে জলের দস্যু পিক করে হাসে
অবোধ বালিকা এক। আমি তাঁরে চিনি
মানবারণ্যে থাকেন তিনি বনবাসে।
আধুনিক মননের মানবিক কাজে
তাঁর ইচ্ছা সুর হয়ে মনোরম বাজে।
০২ রা ফেব্রুয়ারি, ২০২৩ বিকাল ৪:২৬
মরুভূমির জলদস্যু বলেছেন:
- অশেষ ধন্যবাদ আপনাকে এই চমৎকার কবিতাটির জন্য। কবিতার শেষাংশের বালিকা কে?
৩| ০২ রা ফেব্রুয়ারি, ২০২৩ দুপুর ১:৩১
সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর।
০২ রা ফেব্রুয়ারি, ২০২৩ বিকাল ৪:২৭
মরুভূমির জলদস্যু বলেছেন:
- শুকরিয়া
৪| ০২ রা ফেব্রুয়ারি, ২০২৩ দুপুর ২:১১
রাজীব নুর বলেছেন: ছবি এত কম দেন কেন?
০২ রা ফেব্রুয়ারি, ২০২৩ বিকাল ৪:২৮
মরুভূমির জলদস্যু বলেছেন:
- এটা আমার দোষ বলতে পারেন। চালাকিও বলতে পারেন। ছবি বেশি বেশি দিলে পোস্ট কমে যাবে।
৫| ০২ রা ফেব্রুয়ারি, ২০২৩ বিকাল ৩:০২
শূন্য সারমর্ম বলেছেন:
জন্মের সময় আপনাকে এই বলে পাঠানো হয়েছে যে, উনি ছবি তোলার চেস্টা করবে।মানুষ পছন্দ করবে।
০২ রা ফেব্রুয়ারি, ২০২৩ বিকাল ৪:২৯
মরুভূমির জলদস্যু বলেছেন:
- তাই নাকি!! আমার জানা ছিলো না।
৬| ০২ রা ফেব্রুয়ারি, ২০২৩ বিকাল ৩:১৯
নাহল তরকারি বলেছেন: সুন্দর।
০২ রা ফেব্রুয়ারি, ২০২৩ বিকাল ৪:২৯
মরুভূমির জলদস্যু বলেছেন:
- শুকরিয়া
৭| ০২ রা ফেব্রুয়ারি, ২০২৩ সন্ধ্যা ৬:৩৭
জুল ভার্ন বলেছেন: চমৎকার ফটোগ্রাফি!
০২ রা ফেব্রুয়ারি, ২০২৩ সন্ধ্যা ৬:৪৯
মরুভূমির জলদস্যু বলেছেন:
- ধন্যবাদ আপনাকে।
৮| ০২ রা ফেব্রুয়ারি, ২০২৩ রাত ৮:০৩
কামাল১৮ বলেছেন: যারাই ছবিতোলে সবাই সূর্যউঠা এবং ডোবার ছবি তারা তোলবেই।এই দুটি দৃশ্য সবার ভাল লাগে।আমার বকা গঠন ঠিক হয় না।কি শব্দ ব্যবহার করবো খুঁজে পাই না।
০২ রা ফেব্রুয়ারি, ২০২৩ রাত ৮:৪০
মরুভূমির জলদস্যু বলেছেন:
- সূর্য উঠা এবং ডোবার সময় সূর্যের ছবি তোলা সহজ এবং কম খরচের কাজ। অন্য সময় সূর্যের ছবি তোলাটা কঠিন এবং কিছুটা খরুচে বিষয়। যেমন ধরেন সূর্যগ্রহণের সময় অথবা সূর্যের হোলো দেখা গেলে তার ছবি। এই দুই টাইপের ছবিই আমি তুলেছি। তাদের কয়েকটি বেশ চমৎকার হয়েছে।
- গুগল করলেই পেয়ে যাবেন, বাংলা গালি অভিধান।
৯| ০২ রা ফেব্রুয়ারি, ২০২৩ রাত ১১:১৯
নেওয়াজ আলি বলেছেন: ২০২০ সালের অনেক দিন আগের ছবি তাহলে ।
০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২৩ রাত ৯:৫৫
মরুভূমির জলদস্যু বলেছেন:
- ৩য় ছবিটি ২০১৬ সালে তোলা। অনেক বছরের পুরানা ছবি।
১০| ০৩ রা ফেব্রুয়ারি, ২০২৩ বিকাল ৫:৩৯
রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন:
- এটা আমার দোষ বলতে পারেন। চালাকিও বলতে পারেন। ছবি বেশি বেশি দিলে পোস্ট কমে যাবে।
ছবি বেশি বেশি দিলে পোস্ট কমে যাবে।
এই কথাটার মানে কি?
মানে প্রথম পাতার কথা বলছেন? উপরে কয়েক লাইন লিখে দিলেই এই সমস্যা হবে না।
০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২৩ রাত ৯:৫৭
মরুভূমির জলদস্যু বলেছেন:
- আপনি ভুল বুঝেছেন। যদি ৫টি ছবি না দিয়ে ১০টি করে দিতাম তাহলে এই সিরিজে পোস্ট হতো ২৬টি না হয়ে ১৩টি।
©somewhere in net ltd.
১| ০২ রা ফেব্রুয়ারি, ২০২৩ সকাল ১০:৫৪
অপু তানভীর বলেছেন: বিকেলের সূর্য ছবিটা ভাল এসেছে ।