নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মরুভূমির জলদস্যু

মরুভূমির জলদস্যু

মরুভূমির জলদস্যুর বাগানে নিমন্ত্রণ আপনাকে।

মরুভূমির জলদস্যু › বিস্তারিত পোস্টঃ

চিরায়ত বাংলার চিত্র - ১৯

০১ লা এপ্রিল, ২০২৩ রাত ১২:০১

বাংলার মুখ আমি দেখিয়াছি, তাই আমি পৃথিবীর রূপ খুঁজিতে যাই না আর.....
বাংলার আসল রূপ দেখতে হলে যেতে হবে গ্রামের কোলে। সেখানেই ছড়িয়ে ছিটিয়ে আছে প্রকৃত চিরায়ত বাংলার চিত্র।

== ১ ==

ছবি তোলার স্থান : মিঠামইন, কিশোরগঞ্জ, বাংলাদেশ।
ছবি তোলার তারিখ : ১১ই সেপ্টেম্বর ২০২০ খ্রিষ্টাব্দ।



== ২ ==
আশ্রমের মাঠে ফুটবল ম্যচ

ছবি তোলার স্থান : আশ্রম, নাগরি, গাজীপুর, বাংলাদেশ।
ছবি তোলার তারিখ : ৬ই আগষ্ট ২০২২ খ্রিষ্টাব্দ।



== ৩ ==
মৌচাক

ছবি তোলার স্থান : মুনসিগঞ্জ, বাংলাদেশ।
ছবি তোলার তারিখ : ১৯শে মে ২০১৭ খ্রিষ্টাব্দ।



== ৪ ==
মৌচাক

ছবি তোলার স্থান : মুনসিগঞ্জ, বাংলাদেশ।
ছবি তোলার তারিখ : ১৯শে মে ২০১৭ খ্রিষ্টাব্দ।



== ৫ ==
কাকতাড়ুয়া!! নাকি নজরতারুয়া!!

ছবি তোলার স্থান : নারায়ণগঞ্জ, বাংলাদেশ।
ছবি তোলার তারিখ : ১৭ই জানুয়ারি ২০১৬ খ্রিষ্টাব্দ।



=================================================================
সিরিজের পুরনো পর্বগুলি দেখতে -
চিরায়ত বাংলার চিত্র - ০১, চিরায়ত বাংলার চিত্র - ০২, চিরায়ত বাংলার চিত্র - ০৩, চিরায়ত বাংলার চিত্র - ০৪
চিরায়ত বাংলার চিত্র - ০৫, চিরায়ত বাংলার চিত্র - ০৬, চিরায়ত বাংলার চিত্র - ০৭, চিরায়ত বাংলার চিত্র - ০৮
চিরায়ত বাংলার চিত্র - ০৯, চিরায়ত বাংলার চিত্র - ১০, চিরায়ত বাংলার চিত্র - ১১, চিরায়ত বাংলার চিত্র - ১২
চিরায়ত বাংলার চিত্র - ১৩, চিরায়ত বাংলার চিত্র - ১৪, চিরায়ত বাংলার চিত্র - ১৫, চিরায়ত বাংলার চিত্র - ১৬
চিরায়ত বাংলার চিত্র - ১৭,চিরায়ত বাংলার চিত্র - ১৮
=================================================================

মন্তব্য ২৮ টি রেটিং +৮/-০

মন্তব্য (২৮) মন্তব্য লিখুন

১| ০১ লা এপ্রিল, ২০২৩ রাত ১২:০৮

জ্যাক স্মিথ বলেছেন: আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি।

০১ লা এপ্রিল, ২০২৩ রাত ১২:০৯

মরুভূমির জলদস্যু বলেছেন:
- আমিও ভালোবাসি।

২| ০১ লা এপ্রিল, ২০২৩ রাত ১২:২৭

কামাল১৮ বলেছেন: লেখাপড়া করিবো,,মরিব দুঃখে।মৎস মারিবো,থাকিব শুখে।
ছবিগুলো সুন্দর।আশ্রমের মাঠে কি করছেন?

০১ লা এপ্রিল, ২০২৩ রাত ১২:৫৪

মরুভূমির জলদস্যু বলেছেন:
- মাছ মারা শেষ।
- মাঠটি আশ্রমের মালিকানায় নয়, তাই সেখানে কিছু করা যাচ্ছে না।

৩| ০১ লা এপ্রিল, ২০২৩ রাত ১২:৫৩

সোনাগাজী বলেছেন:


আগামীতে বলখেলা কখন হবে?

০১ লা এপ্রিল, ২০২৩ রাত ১:০০

মরুভূমির জলদস্যু বলেছেন:
- আপনি যেদিন আশ্রমে যাবেন।

৪| ০১ লা এপ্রিল, ২০২৩ রাত ১:১০

আহমেদ জী এস বলেছেন: মরুভূমির জলদস্যু,



ঠিক বলেছেন, বাংলার রূপ দেখতে হলে শহর নয় যেতে হবে গ্রামের প্রকৃতির কোলে।
ফুটবল খেলার ছবিটি জীবন্ত মনে হয়েছে। দ্বিতীয় মৌচাকটিও।

০১ লা এপ্রিল, ২০২৩ রাত ১:৩৩

মরুভূমির জলদস্যু বলেছেন:
- খেলাটি গোলশূন্য ভাবে শেষ হওয়ায় দুই পক্ষকেই জরিমানা করার প্রস্তাব করেছিলাম আমি। তবে অভিযোগ আছে রেফারি ব্যাপক পক্ষপাতদুষ্ট ছিলো।

৫| ০১ লা এপ্রিল, ২০২৩ রাত ১:২০

স্মৃতিভুক বলেছেন: ভালো লেগেছে ছবিগুলি, জলদস্যু। বিশেষ করে প্রথম ছবিটা খুবই নস্টালজিক।

ধন্যবাদ আপনাকে, ছবিগুলি আমাদের সাথে শেয়ার করার জন্য।

০১ লা এপ্রিল, ২০২৩ রাত ১:৩৩

মরুভূমির জলদস্যু বলেছেন:
- ধন্যবাদ আপনাকে মন্তব্যের জন্য।

৬| ০১ লা এপ্রিল, ২০২৩ রাত ১:২১

স্মৃতিভুক বলেছেন: আহা, প্রশ্নের কি মান! “আগামীতে বলখেলা কখন হবে?” আমি মুগ্ধ, এরকম বুদ্ধিদীপ্ত প্রশ্ন পড়ে।

এরকম প্রশ্ন করা শুধুমাত্র তার পক্ষেই সম্ভব, যিনি একাধারে বিজ্ঞানী, কবি, দার্শনিক, মুক্তিযোদ্ধা, ওয়াল স্ট্রিটের পৃথিবী-খ্যাত ফাইনান্সিয়াল এনালিস্ট, লেখক, রাজনৈতিক বিশ্লেষক ইত্যাদি……ইত্যাদি….. আই মিন সর্বগুণে গুনান্নিত, সর্বশিক্ষায় শিক্ষিত মাগার ফুল টাইম বেকার।

সহজেই অনুমেয় - জ্ঞানের ভার বইতে অক্ষম মস্তিষ্ক প্রায়শঃই এমন ‘কান্ডজ্ঞানহীন’ অপরার্থে ‘আবর্জনা-সদৃশ’ মন্তব্য করে বসেন।

০১ লা এপ্রিল, ২০২৩ রাত ১:৩৪

মরুভূমির জলদস্যু বলেছেন:
- দেখা যাক গুরুজ্বীর পিছনে লেগে আপনি কয়দিন থাকতে পারেন। ;)

৭| ০১ লা এপ্রিল, ২০২৩ দুপুর ১:৩৪

প্রামানিক বলেছেন: চমৎকার ছবিগুলো

০১ লা এপ্রিল, ২০২৩ দুপুর ১:৪২

মরুভূমির জলদস্যু বলেছেন:
- ধন্যবাদ প্রামানিক ভাই। ওয়েলকাম ব্যাক।

৮| ০১ লা এপ্রিল, ২০২৩ দুপুর ২:১২

রাজীব নুর বলেছেন: ছবি গুলো ভালো হয়নি। প্রতিটা ছবিতে সমস্যা আছে।

০১ লা এপ্রিল, ২০২৩ দুপুর ২:২১

মরুভূমির জলদস্যু বলেছেন:
- মূল্যবাদ মতামতের জন্য আপনাকে অশেষ ধন্যবাদ। আমি আগেও বলেছি আমি ফটোগ্রাফার নই। তাই আমার তোলা ছবিতে সমস্যা থাকবেই।

৯| ০১ লা এপ্রিল, ২০২৩ দুপুর ২:১৫

সাড়ে চুয়াত্তর বলেছেন: প্রথম চারটা ছবি খুব ভালো লেগেছে।

আমরা যখন ফুটবল খেলতাম তখন ইচ্ছে করে বল পাশের পেয়ারা বাগানে পাঠিয়ে দিতাম। বল আনার ছলে পেয়ারা খেতাম।

০১ লা এপ্রিল, ২০২৩ দুপুর ২:৩০

মরুভূমির জলদস্যু বলেছেন:
- ধন্যবাদ আপনাকে মন্তব্যের জন্য।
- আমাদের মাঠের পাশে কোনো বাগান ছিলো না! :(

১০| ০১ লা এপ্রিল, ২০২৩ দুপুর ২:৩০

শায়মা বলেছেন: আহা! একি অপরূপ রুপে মা তোমায় হেরিনু পল্লীজননী!! :)


কাঁঠালের চারপাশে মৌচাক!

মৌমাছিদেরকে কষ্ট করে কোথাও আর যাবার দরকার নেই মৌ সংগ্রহের জন্য। :)

০১ লা এপ্রিল, ২০২৩ বিকাল ৪:২১

মরুভূমির জলদস্যু বলেছেন:
- আমরা এই মধুর নাম দিতে পারি কাঁঠালীমৌ!!

১১| ০১ লা এপ্রিল, ২০২৩ বিকাল ৫:০১

নাহল তরকারি বলেছেন: মুন্সীগঞ্জ জেলার গজারিয়া উপজেলার মেঘনা ব্রীজ ও দাউদকান্দি ব্রীজ; গজারিয়া লঞ্চ ঘাট এর ছবি তুলতে পারেন। আবার মনে করেন লঞ্চঘাটের ওপারে চর কিশোরগঞ্জ এর ছবি তুলার জন্য পারফেক্ট। আপনি বললে গুগল ম্যাপের লিংক দিতে পারি।

০১ লা এপ্রিল, ২০২৩ রাত ১০:৫৯

মরুভূমির জলদস্যু বলেছেন:
- আমি ফটোগ্রাফার নই; তাই মেঘনা ব্রীজ, দাউদকান্দি ব্রীজ, গজারিয়া লঞ্চ ঘাটের ছবি তোলার খুব একটা আগ্রহ বোধ করছি না। তবে চর কিশোরগঞ্জ সম্পর্কে আগ্রহ বোধ করছি। চরটি সম্পর্কে আরো কিছু জানান। কিভাবে যেতে হবে সেটিও জানান।

১২| ০১ লা এপ্রিল, ২০২৩ সন্ধ্যা ৭:১৮

পদাতিক চৌধুরি বলেছেন: শুধু ছবি নয় যেন ছবিতা । চমৎকার ছবিতা পোস্টে ভালোলাগা রইলো। শুভেচ্ছা আপনাকে।

০১ লা এপ্রিল, ২০২৩ রাত ১১:৩০

মরুভূমির জলদস্যু বলেছেন:
- ধন্যবাদ আপনাকে সুন্দর মন্তব্যের জন্য।

১৩| ০১ লা এপ্রিল, ২০২৩ রাত ১১:৩৩

ঠাকুরমাহমুদ বলেছেন:



মৌমাছির জন্য সম্ভবত কাঁঠাল গাছ পছন্দের একটি গাছ। আমাদের কাঁঠাল গাছে প্রায়ই চাক বসে। ছবি সুন্দর হয়েছে।

০২ রা এপ্রিল, ২০২৩ রাত ১২:০০

মরুভূমির জলদস্যু বলেছেন:
- জীবনে একবারই আমার বাসার একটি আম গাছে একটি ছোট মৌমছির চাক বসেছিলো। আমি নিজে সেটির মধু খেয়েছিলাম। সেই অভিজ্ঞতার কথা লিখবো একদিন।

১৪| ০২ রা এপ্রিল, ২০২৩ দুপুর ১:৪৯

নাহল তরকারি বলেছেন: চরকিশোরগঞ্জ। চরকিশোরগঞ্জ হচ্ছে নারায়ণগঞ্জ জেলার সোনারগাওঁ উপজেলার একটি বিচ্ছিন্ন গ্রাম। এটা একটি মনোরম, সুন্দর ও ছবি তুলার জন্য এরটি পারফেক্ট স্থান। আপনি যদি সোনারগাওঁ উপজেলা দিয়ে চরকিশোরগঞ্জ যেতে আপনাকে খুব কষ্ট করতে হবে, টাকাও বেশী খরচ হবে।

আপনাকে সেখানে যেতে যদি মুন্সীগঞ্জ সদর দিয়ে যেতে বলবো। গুলিস্থান থেকে মুন্সীগঞ্জ গামী একটি বাস আছে। সেটা দিয়ে মুন্সীগঞ্জ শহরে যাবেন। তারপর একটি রিস্কা ওয়ালাকে বললে নামিয়া দিবে।

এখন আমার বাড়ির ওপর দিয়ে যান তারপরেও দুটি নদী পড়বে।

ঢাকা চট্টগ্রাম মহাসড়ক দিয়ে যেভাবে যাবেন: গুলিস্থান পার্ক (বঙ্গবভন এর সাথে) এ দাউদকান্দি বিআরটিসি এসি বাস ছাড়ে। আবার মতিঝিল নটরডেম কলেজের সামনে থেকে মতলব এক্সপ্রেস বাস ছাড়ে। দুইটি থেকে যেকোন একটি বাসে উঠবেন। ভবেরচর বাস স্ট্যান্ড নামবেন। তারপর সিএনজি দিয়ে রসুলপুর ঘাটে যাবেন। তারপর সিএনজি দিয়ে গজারিয়া ঘাটে যাবেন। গজারিয়া ঘাট পাড় হলেই চরকিশোরগঞ্জ।

০২ রা এপ্রিল, ২০২৩ দুপুর ২:৪৫

মরুভূমির জলদস্যু বলেছেন: ধন্যবাদ আপনাকে।
কখনো সময় সুযোগ হলে হয়তো যাবো ঐদিকে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.