নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ফুলটি দেখতে যেমন সুন্দর তার নামটিও চমৎকার "সুখ মুরালি"।
২০১৮ সালের কথা, বৃক্ষকথা গ্রুপের বেশ কয়েকজন বৃক্ষপ্রেমির সাথে আমি গিয়েছিলাম মিরপুর বোটানিক্যাল গার্ডেনে। হাঁটতে হাঁটতে দেখতে দেখতে একসময় গার্ডেনের পশ্চিম-উত্তর কোনের সরকারী নার্সারিতে পৌছে হঠাত করেই চোখে পরলো একটি গুল্মের ঝোপে অসাধারণ নীলচে-বেগুনী ফুল ফুটে আছে। সেই প্রথম পরিচয় হলো সুখ মুরালি বা কালো বাসকের সাথে।
জ্বী, সঠিক পড়েছেন আপনি, আমি কালো বাসক লিখেছি।
ফুলটি দেখতে মোটেও কালো নয়, তবুও তার বাংলা নাম "কালো বাসক"। সাধারন বাসকের সাথে এর কোনো দিক থেকেই কোনো মিল নেই। না মিল আছে ফুলের আকারে-গড়নে, না মিল আছে ফুলের রঙে। গাছের বা পাতার সাথেও সাধারণ বাসকের সাথে কালো বাসকের তেমন কোনো মিল নেই বললেই চলে। তবুও এটি কালো বাসক। কেউ কেউ নীল বাসক বলতে চায়, তবে সেটি সঠিক নয়। কারণ নীল বাসক বা খাড়া মুরালি (Eranthemum strictum) নামে অন্য আরেকটি ফুল আছে। সেটি দেখতে প্রায় সবদিক থেকেই এই কালো বাসকেরই মতো। বান্দরবানের পাহাড়ে এই নীল বাসক বা খাড়া মুরালি প্রচুর ফুটতে দেখেছি আমি।
ফুলের নাম : সুখ মুরালি
অন্যান্য ও আঞ্চলিক নাম : বাংলা- কালো বাসক; হিন্দি- গুলশাম; তামিল- নীলামূলি; তেলুগু- নীলাম্বরমু ।
Common Name : Blue Sage, Blue Eranthemum, Eranthemum.
Scientific Name : Eranthemum pulchellum
ল্যাটিন শব্দ pulchellum মানে "সুন্দর"। ফুলটিযে সুন্দর তাতে কোনো সন্দেহ নেই।
সুখ মুরালি গাছের শীর্ষে ফুল ফোটে। পাঁচ পাপড়ির ফুলগুলির ফ্লাওয়ার টিউব নলাকার। নলের ভিতর থেকে ৩টি পুংকেশর ফুলের পাপড়ির উপরে বেরিয়ে আসে, যাদের ২টির অগ্রভাগ প্রায় আয়তাকার, অন্যটি দেখতে আলাদা। সব ফুল এক সাথে না ফুটে নিচের দিক থেকে ধীরে ধীরে একে একে ফুল ফোটে। ফুল ফোটে সাধারণত ফেব্রুয়ারি থেকে এপ্রিল মাস পর্যন্ত। তবে বছরের বেশিরভাগ সময় ধরে অল্প বিস্তর ফুল ফোটতে পারে।
কালো বাসক একটি চিরসবুজ বহুবর্ষজীবী শাখাপ্রশাখাযুক্ত গুল্মে জাতীয় সপুষ্পক উদ্ভিদ। এটি ভেষজ ঔষধী উদ্ভিদও বটে। তবে
বাগান আলোকরে রাখা যেকোনো ফুলের চেয়ে এই কালো বাসকের সৌন্দর্য কোনো আংশে কম নয়, বরং কিছুটা বেশীই বলা চলে। কারণ হলো এর নীল রঙের ফুল। আমাদের এই অঞ্চলে এমন চমৎকার নীল রঙের ফুল খুব কম গাছেই দেখতে পাওয়া যায়। তবে সৌখিন বাগানে এই গাছ খুব একটা দেখতে পাওয়া যায় না। কারণ বিজ থেকে এই গাছের চারা করা খুবই কঠিন। কাটিং করে বংশবিস্তার করা বরং সহজ। ফল ক্যাপসুল আকৃতির ক্ষুদ্র ৪টি বীজ হয়। প্রাকৃতিক ভাবে এদের হিমালয়ের কিছু অংশ, ভুটান, বার্মা, ইন্দো-চীন, পশ্চিম চীন, ভারত, নেপাল, বাংলাদেশে পাওয়া যায়। মূলত ভারত ও চীন এদের আদিনিবাস।
কালো বাসক বা সুখ মুরালি গাছের পাতা সরল, ডাঁটাযুক্ত, কিছুটা লোমশ এবং গাঢ় সবুজ। ডিম্বাকৃতি থেকে উপবৃত্তাকার পাতাগুলি ৪ থকে ৮ ইঞ্চি পর্যন্ত গতে পারে। পাতার শিরা স্পষ্টভাবে দেখা যায়। গাছটি ২ থেকে ৫ ফুট পর্যন্ত উচ্চতায় পৌঁছাতে পারে, আর ১ থেকে ৫ ফুট পর্যন্ত বিস্তৃত হতে পার। হালকা ছায়াযুক্ত স্থানে এরা ভালো জন্মে।
ছবি তোলার স্থান : বোটানিক্যাল গার্ডেন, মিরপুর, ঢাকা।
ছবি তোলার তারিখ : ৩রা মার্চ ২০১৮ খ্রিষ্টাব্দ।
০৫ ই এপ্রিল, ২০২৩ রাত ১:৩০
মরুভূমির জলদস্যু বলেছেন:
- কোনো সন্দেহ নাই ফুলের সান্নিধ্যে থাকা অতি সুখেরই বিষয়।
২| ০৫ ই এপ্রিল, ২০২৩ সকাল ৮:৪১
নাহল তরকারি বলেছেন: ফুল গুলা সুন্দর।
০৫ ই এপ্রিল, ২০২৩ দুপুর ১:২৭
মরুভূমির জলদস্যু বলেছেন:
- ধন্যবাদ আপনাকে মন্তব্যের জন্য।
৩| ০৫ ই এপ্রিল, ২০২৩ সকাল ৯:১৯
সাখাওয়াত হোসেন বাবন বলেছেন: খুব সুন্দর । সুবাহান আল্লাহ্
০৫ ই এপ্রিল, ২০২৩ দুপুর ১:২৮
মরুভূমির জলদস্যু বলেছেন:
- ধন্যবাদ আপনাকে মন্তব্যের জন্য।
৪| ০৫ ই এপ্রিল, ২০২৩ সকাল ১০:১০
নয়া পাঠক বলেছেন: মিরপুর বোটানিক্যাল গার্ডেনের প্রায় লাগোয়াই আমি থাকি। কিন্তু গত 8-10 বছরে একবারও ঢু-মারা হয়ে উঠেনি। যাহোক আপনার পোষ্টে দেখে অনেক ভালো লাগল।
০৫ ই এপ্রিল, ২০২৩ দুপুর ১:২৯
মরুভূমির জলদস্যু বলেছেন:
- বোটানিক্যাল গার্ডেনের পরিবেশ বিগত ৫-৭ বছরে অনেক ভালো হয়ে গেছে। দেখে আসতে পারেন।
৫| ০৫ ই এপ্রিল, ২০২৩ সকাল ১১:০৩
কিরকুট বলেছেন: ফুল গুলা বেশ জীবন্ত লাগছে । আপনার কাছে তালিম নেব ভাবছি !!
০৫ ই এপ্রিল, ২০২৩ দুপুর ১:৩০
মরুভূমির জলদস্যু বলেছেন:
- স্বাগতম আপনাকে। তবে আমাদের সামুতে খুবই ভালো মানের ফটোগ্রাফার আছেন, প্রফেশনাল। আমি কোনো ফটোগ্রাফারই নই।
৬| ০৫ ই এপ্রিল, ২০২৩ দুপুর ১২:০৬
মোঃ মাইদুল সরকার বলেছেন:
যেমন সুন্দর নাম, তেমনি দেখতে বেশ।
০৫ ই এপ্রিল, ২০২৩ দুপুর ১:৩১
মরুভূমির জলদস্যু বলেছেন:
- আসলেই ফুলটি দেখতে খুবই সুন্দর।
- ধন্যবাদ আপনাকে মন্তব্যের জন্য।
৭| ০৫ ই এপ্রিল, ২০২৩ দুপুর ১২:১৮
রাজীব নুর বলেছেন: নীল রঙের প্রতি আমার দুর্বলতা আছে।
এই ফুলের নামটাও সুন্দর। দেখতেও সুন্দর।
যাইহোক, দেখেছেন নিশ্চয়ই আমার ওস্তাদের ঊপর প্রতিদিন আক্রমণ হচ্ছে? কত পোস্ট, কত মন্তব্য। কত কুৎসিত ভাষা ব্যবহার করছে লোকজন। ওদের মনোভাব এরকম যেন ওরা তাকে গলা টিপে মেরে ফেলতে পারলে শান্তি পেত। অথচ লোকটা বুদ্ধিমান, রুচিশীল এবং মানবিক। মডারেটর ওই সব লেখা এবং মন্তব্য গুলো মুছে দিচ্ছে না কেন? ওদের ব্যান করছে না কেন?
০৫ ই এপ্রিল, ২০২৩ দুপুর ১:৩৬
মরুভূমির জলদস্যু বলেছেন:
- ধন্যবাদ আপনাকে মন্তব্যের জন্য।
- গুরুজ্বী সম্পর্কে কে কে কি কি পোস্ট করেছেন তা আমি দেখিনি বা পড়িনি। কোনো মন্তব্যও দেখিনি বা পড়িনি। আমি আবর্জনা ঘাটি না। গুরুজ্বী নিজেও এই সমস্ত আবর্জনা ছড়ায়, আমি সেগুলিও দেখিনা বা পড়ি না। আপনি বা ব্লগের যে কেউ এই ধরনের আবর্জনা ছড়ালেও আমার বক্তব্য সেই একই থাকবে। আমি সেগুলি দেখবো না বা পড়বো না।
- আপনার এবং আপনার গুরুজ্বীর জন্য শুভকামনা রইলো।
৮| ০৫ ই এপ্রিল, ২০২৩ দুপুর ১:৫৫
কিরকুট বলেছেন: লেখক বলেছেন:
- ধন্যবাদ আপনাকে মন্তব্যের জন্য।
- গুরুজ্বী সম্পর্কে কে কে কি কি পোস্ট করেছেন তা আমি দেখিনি বা পড়িনি। কোনো মন্তব্যও দেখিনি বা পড়িনি। আমি আবর্জনা ঘাটি না। গুরুজ্বী নিজেও এই সমস্ত আবর্জনা ছড়ায়, আমি সেগুলিও দেখিনা বা পড়ি না। আপনি বা ব্লগের যে কেউ এই ধরনের আবর্জনা ছড়ালেও আমার বক্তব্য সেই একই থাকবে। আমি সেগুলি দেখবো না বা পড়বো না।
- আপনার এবং আপনার গুরুজ্বীর জন্য শুভকামনা রইলো।
একদম সঠিক বলেছেন । ব্লগে আসলে মাথা ব্যাথা করে এখন । রমজানে এমনিতেই মেজেজ খারাপ থাকে । তার উপরে এই ক্যাচাল । কেহো কারুকে নাহি দেব সুতাগ্র মেদিনী অবস্থা এখানে ।
০৫ ই এপ্রিল, ২০২৩ দুপুর ২:২০
মরুভূমির জলদস্যু বলেছেন:
- সজহ জিনিসকে কেউ কেউ ইচ্ছে করে প্যাঁচালো করে ফেলেন। আমি সরল পথের লোক। প্যাঁচালো কোনো কিছুর মধ্যে আমি নেই।
৯| ০৫ ই এপ্রিল, ২০২৩ বিকাল ৪:৩৮
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: কচুরি ফুলের নীলের সাথে এ ফুলের নীল রঙের অনেক মিল।
পোস্টের প্রথম বাক্যটি মনে হয় এরকম হবে, ফুলটি দেখতে যে অনেক সুন্দর, এর নামটিও চমৎকার - 'সুখ মুরালি।
০৫ ই এপ্রিল, ২০২৩ বিকাল ৫:৫৬
মরুভূমির জলদস্যু বলেছেন:
- ধন্যবাদ আপনাকে মন্তব্যের জন্য। সেই সাথে ধন্যবাদ জানাই ভুলটি দেখিয়ে দেয়ার জন্য। ঠিক করে নিয়েছি।
ফুলটি দেখতে যেমন সুন্দর তার নামটিও চমৎকার "সুখ মুরালি"।
১০| ০৫ ই এপ্রিল, ২০২৩ রাত ১০:১৫
মোহাম্মদ গোফরান বলেছেন: অনেকদিন পর ফুলের পোস্ট দিলেন? নাকি আমি দেখিনি?
০৫ ই এপ্রিল, ২০২৩ রাত ১১:৩৯
মরুভূমির জলদস্যু বলেছেন:
- ইদানিং সারাদিন কামলা দিয়ে আর সময় করে উঠতে পারি না। মাঝে মাঝে রাতেও কামলা দিতে হয়। তাই পোস্ট তুলনামুলক কম করা হচ্ছে।
©somewhere in net ltd.
১| ০৫ ই এপ্রিল, ২০২৩ রাত ১:১৭
কামাল১৮ বলেছেন: শূন্য সুখ খুঝতেছিলো।এইতো সুখ পাওয়া গেছে।ফুলের সান্নিধ্যে থাকা একটা সুখের বিষয়।