নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বইয়ের নাম : নির্বাসন
লেখক : হুমায়ূন আহমেদ
লেখার ধরন : উপন্যাস
প্রথম প্রকাশ : ফেব্রুয়ারি ২০০৯
প্রকাশক : অন্বেষা প্রকাশন
পৃষ্ঠা সংখ্যা : ৪৮ টি
সতর্কীকরণ : কাহিনী সংক্ষেপটি স্পয়লার দোষে দুষ্ট
কাহিনী সংক্ষেপ :
আজ জরীর বিয়ে। তার বান্ধুবীরা সবাই এসেছে অনেক আনন্দ হচ্ছে। বাবা মা খুব ব্যস্ত হয়ে সব ঠিকঠাক করছে। বড় চাচাও খুব খুশী। শুধু একজন অসুস্থ, আনিস। আনিস আর জরীর মাঝে চমৎকার একটা সম্পর্ক ছিলো। তাঁরা ঠিক করেছিল বিয়ে করবে। আনিস জরীর চাচাতো ভাই। আনিস ছিলো আর্মি অফিসার, যুদ্ধে পাকসেনার গুলিতে তাঁর মেরুদন্ডের স্পাইনাল কর্ডে আঘাত পেয়ে প্যারালাইস হয়ে বাড়িতে পরে আছে বিছানায়। তাঁর বাঁচার আশা নেই। জরী আর আনিস ঠিক করেছিলো তাঁরা তাঁদের জীবন একসাথে কাটাবে। তা আর হচ্ছে না, আজ জরী অন্য একটি ছেলেকে বিয়ে করে চলে যাচ্ছে আনিসের জীবন থেকে অনেক দূরে।
----- সমাপ্ত -----
=======================================================================
আমার লেখা হুমায়ূন আহমেদের অন্যান্য কাহিনী সংক্ষেপ সমূহ
আমার লেখা অন্যান্য কাহিনী সংক্ষেপ সমূহ:
ভয়ংকর সুন্দর (কাকাবাবু) - সুনীল গঙ্গোপাধ্যায়
মিশর রহস্য (কাকাবাবু) - সুনীল গঙ্গোপাধ্যায়
খালি জাহাজের রহস্য (কাকাবাবু) - সুনীল গঙ্গোপাধ্যায়
ভূপাল রহস্য (কাকাবাবু) - সুনীল গঙ্গোপাধ্যায়
পাহাড় চূড়ায় আতঙ্ক (কাকাবাবু) - সুনীল গঙ্গোপাধ্যায়
সবুজ দ্বীপের রাজা (কাকাবাবু) - সুনীল গঙ্গোপাধ্যায়
তিতাস একটি নদীর নাম - অদ্বৈত মল্লবর্মণ
ফার ফ্রম দ্য ম্যাডিং ক্রাউড - টমাজ হার্ডি
কালো বিড়াল - খসরু চৌধুরী
কেষ্ট কবির কষ্টগুলো - ইসমোনাক
কেষ্ট কবির কনফারেন্স - ইসমোনাক
কেষ্ট কবি - ইসমোনাক
০৬ ই এপ্রিল, ২০২৩ রাত ৩:০৯
মরুভূমির জলদস্যু বলেছেন:
- খুবই ছো্ট্ট একটি কাহিনী, তবে যথেষ্টই করুন এবং মন খারাপ করা কাহিনী।
২| ০৬ ই এপ্রিল, ২০২৩ রাত ১:৪৯
কামাল১৮ বলেছেন: এই কাহিনীটা নিয়ে কি নাটক বা সিনেমা হয়েছিলো?বইটি পড়া নেই।এই জন্মে না হলেও পরের জন্মে পড়ে নিবো।
০৬ ই এপ্রিল, ২০২৩ রাত ৩:০৯
মরুভূমির জলদস্যু বলেছেন:
- পরের জন্মে সুযোগ পাবেন কিনা সন্দেহ আছে।
৩| ০৬ ই এপ্রিল, ২০২৩ সকাল ৭:৪৭
কামাল১৮ বলেছেন: আমার সমবয়সী একজন প্রসিদ্ধ লেখকের বইটি যখন এখনো পড়া হয় নাই,তাই এই জন্মে আর ভরসা পাই না।আপনি আবার হতাশ করে দিলেন।
০৬ ই এপ্রিল, ২০২৩ সকাল ১১:৩৮
মরুভূমির জলদস্যু বলেছেন:
- পরের জন্মে অনেক কিছু পাওয়ার চান্স থাকলেও, অনেক কিছু হারাতে হবে।
৪| ০৬ ই এপ্রিল, ২০২৩ সকাল ১১:৫২
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: এক অনুচ্ছেদে পুরো উপন্যাস বলে ফেলেছেন, তাই হয়ত গল্পের স্বাদটা সেভাবে ধরতে পারি নি। উপন্যাস জুড়ে নিশ্চয়ই অনেক টানাপোড়েনের গল্প আছে।
আজ জরীর বিয়ে, আজ চিত্রার বিয়ে, রুপার বিয়ে, এরকম ভাবে মনে হয় হুমায়ূন আহমেদের আরো কিছু গল্প বা উপন্যাস আছে, তার দু একটা পড়েছি বলে মনে পড়ে, যদিও জরীর নির্বাসিত হওয়ার গল্প পড়া হয় নাই।
০৬ ই এপ্রিল, ২০২৩ দুপুর ১:৩৫
মরুভূমির জলদস্যু বলেছেন:
- জানেনইতো হুমায়ূন আহমেদের বইগুলিতে একেক পাতায় খুব বেশী লেখা থাকে না। মাত্র ৪৮ পৃষ্ঠার উপন্যাসে গল্পের দৌঁড় খুব বেশী হওয়ার সুযোগ কম। তাই অতি অল্প কয়েক লাইনেই শেষ করে ফেলা গেলো।
৫| ০৬ ই এপ্রিল, ২০২৩ দুপুর ২:২০
রাজীব নুর বলেছেন: ছোট্র রিভিউ কিন্তু সুন্দর হয়েছে।
০৬ ই এপ্রিল, ২০২৩ বিকাল ৩:৫৭
মরুভূমির জলদস্যু বলেছেন:
- ধন্যবাদ আপনাকে মতামতের জন্য।
৬| ০৭ ই এপ্রিল, ২০২৩ বিকাল ৪:০২
রূপক বিধৌত সাধু বলেছেন: হুমায়ুন আহমেদ একই নামে একাধিক চরিত্র তৈরি করেছেন। আনিসও তেমনই একটি। আনিস বলতে আজ রবিবার এর আনিসের জায়গায় অন্য আনিসকে মানতে অস্বস্তি লাগে।
০৭ ই এপ্রিল, ২০২৩ বিকাল ৪:৩৫
মরুভূমির জলদস্যু বলেছেন:
- উপন্যাসের চরিত্রগুলির জন্য এই নাম বারবার ব্যবহার করেছেন হুমায়ূন আহমেদ।
©somewhere in net ltd.
১| ০৬ ই এপ্রিল, ২০২৩ রাত ১২:৩৪
অপু তানভীর বলেছেন: নাম মনে ছিল না । তবে কাহিনী মনে ছিল । বইটা যখন প্রথম পড়েছিলাম তখন এতো বিষাদ এসে জমা হয়েছিলো যে তার ঠিক নেই ।