নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মরুভূমির জলদস্যু

মরুভূমির জলদস্যু

মরুভূমির জলদস্যুর বাগানে নিমন্ত্রণ আপনাকে।

মরুভূমির জলদস্যু › বিস্তারিত পোস্টঃ

বাংলা সাহিত্যের কিছু চরিত্র

০৯ ই এপ্রিল, ২০২৩ বিকাল ৪:৩৫

পদ্মাবতী
'পদুমাবৎ' - মহাকবি আলাওল


ফেসবুকে হঠাত করেই চোখে পরলো Midjourney AI ব্যবহার করে বাংলা সাহিত্যের কিছু চরিত্রের ছবি তৈরি করেছেন কোনো কোউ একজন। Midjourney AI ব্যবহার করে কিভাবে এই ছবি গুলি তৈরি করতে হয় সেই সম্পর্কে আমার কোনো ধারনা নেই। তারপরও ছবিগুলি দেখে মনে হলো বেশ হয়েছে। কিছু কিছু ছবি দেখে মনে হলো খুব মিল হয়েছে। আবার কিছু কিছু ছবি দেখে মনে হয়েছে এমন না মনে হয় অন্য রকম হলে ভালো হতো। দেখেন আপনাকের কেমন লাগে।

প্রফেসর শঙ্কু
'শঙ্কুসমগ্র' - সত্যজিৎ রায়



শাকচুন্নি
- বাংলা ফোকলোর



রাজা
'সুয়োরানির সাধ' - রবীন্দ্রনাথ ঠাকুর



সুয়োরানি
'সুয়োরানির সাধ' - রবীন্দ্রনাথ ঠাকুর



দুয়োরানি
'সুয়োরানির সাধ' - রবীন্দ্রনাথ ঠাকুর



লালকমল নীলকমল
'ঠাকুরমার ঝুলি' - দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার



হৈমন্তী
'হৈমন্তী' - রবীন্দ্রনাথ ঠাকুর



ফেলুদা
'ফেলুদা সমগ্র' - সত্যজিৎ রায়



তোপসে
'ফেলুদা' - সত্যজিৎ রায়


আম্রপালি
'আম্রপালি' - নারায়ণ স্যানাল



ব্যোমকেশ বক্সী
'ব্যোমকেশ বক্সী সমগ্র' - শরদিন্দু বন্দ্যোপাধ্যায়



সত্যবতী
'ব্যোমকেশ বক্সী সমগ্র' - শরদিন্দু বন্দ্যোপাধ্যায়


পাতালকন্যা মণিমালা
'ঠাকুরমার ঝুলি' - দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার



কিরণ
'অধ্যাপক' - রবীন্দ্রনাথ ঠাকুর



পাগলা দাশু
'পাগলা দাশু সমগ্র' - সুকুমার রায়



মৈত্রেয়ী
'লা নুই বেঙ্গলী' - মির্চা এলিয়াদ



কেতকী
'শেষের কবিতা' - রবীন্দ্রনাথ ঠাকুর



ডালিমকুমার
'ডালিমকুমার' - জসীমউদ্দিন



জুলেখা
'দালিয়া' - রবীন্দ্রনাথ ঠাকুর

সূত্র : ফেসবুক পেইজ ক্যানভাস - Canvas

মন্তব্য ৩২ টি রেটিং +৯/-০

মন্তব্য (৩২) মন্তব্য লিখুন

১| ০৯ ই এপ্রিল, ২০২৩ সন্ধ্যা ৬:২৩

কামাল১৮ বলেছেন: ছবিগুলো চরিত্রের সাথে মানানসই হয়েছে।প্রতিভা আছে বলতে হবে।

০৯ ই এপ্রিল, ২০২৩ সন্ধ্যা ৭:৩২

মরুভূমির জলদস্যু বলেছেন:
- কয়েকটি ছবি ঠিক ঠিক যায়নি। যেমন- আম্রপালী, সত্যবতী

২| ০৯ ই এপ্রিল, ২০২৩ সন্ধ্যা ৬:৩৬

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: আমি তো এগুলো দেখে মুগ্ধ ও বিস্মিত হয়েছি। অসাধারণ।

শেষের কবিতায় কেতকীকে খুবই চরিত্রানুগ মনে হয়েছে, তবে শেষের কবিতায় মূল নায়িকা চরিত্র লাবণ্য।

০৯ ই এপ্রিল, ২০২৩ সন্ধ্যা ৭:৩৪

মরুভূমির জলদস্যু বলেছেন:
- আমিও মুগ্ধ হয়েছিলাম বলেই এখানে শেয়ার করেছি ছবি গুলি। আপনার পছন্দ হয়েছে জেনে ভালো লাগলো।

- শেষের কবিতা অন্ততো ৩ বার পড়েছি আমি। অডিও শুনেছি কয়েক ডজন বার। আমার বিবেচনায় রবিবাবুর শেষ্ঠ কর্ম এটি।

৩| ০৯ ই এপ্রিল, ২০২৩ সন্ধ্যা ৭:০৮

পাজী-পোলা বলেছেন: বাংলা সাহিত্য meme পোষ্টিং নামে ফেসবুকে একটা গ্রুপ আছে। সাহিত্যের বিভিন্ন বিষয় নিয়ে মীম বানায়, খুব ফানি হয়। ওদের গ্রুপে দেখেছিলাম।

midjourney ai তে শুধু ইন্সট্রাকশন লিখতে হয়, আপনি কী ধরণের ছবি চাচ্ছেন। ইডিট করার অপশন ও দেওয়া হয়।

০৯ ই এপ্রিল, ২০২৩ সন্ধ্যা ৭:৩৬

মরুভূমির জলদস্যু বলেছেন:
- ধন্যবাদ আপনাকে মন্তব্যের জন্য।
- একটি অতি বুদ্ধীমান প্রোগ্রামকে ইন্সট্রাকশন দেয়ার মতো জ্ঞান আমার নেই। চেষ্টা করে ফেল মেরেছি আগে। :((

৪| ০৯ ই এপ্রিল, ২০২৩ রাত ৮:১৯

বিষাদ সময় বলেছেন: চমৎকার একটি বিষয় শেয়ার করার জন্য ধন্যবাদ।
আমার ধারণা ভুল হতে পারে তবে ছবি গুলো দেখে মনে হচ্ছে এই এআই ইমেজ ক্রিয়েট করেনা। অসংখ্য ছবি থেকে খুব নিখুত ভাবে বিভিন্ন অংশ কপিপেস্ট করে। কিছু ইমেজ এর সাথে বিখ্যাত কিছু তারকার ফেস এর কোন কোন অংশের মিল খুঁজে পাচ্ছি। যেমন- সুয়োরানির সাথে দীপিকা পাড়ুকোন এর কেতকির ফেস এর কোন কোন অংশের সাথে কারিনা কাপুর এর।
অবশ্য এটা আমার বিভ্রমও হতে পারে। :)

০৯ ই এপ্রিল, ২০২৩ রাত ১০:৪০

মরুভূমির জলদস্যু বলেছেন:
- হৈমন্তীকে আমার কাছে সোনাম কাপুরের মতো লাগতেছে। তবে আমার মনে হয় এআই ছবিগুলি নিজে নিজেই ক্রিয়েট করছে, অন্য অনেক কিছুর আদলেই।

৫| ০৯ ই এপ্রিল, ২০২৩ রাত ৯:৩৩

কামাল১৮ বলেছেন: আমি শেষের কবিতা খুঁজতাম সঞ্চয়িতায়।না পাওয়াতে আর পড়া হয় নাই।বিয়ের পরে দেখলাম আমার স্ত্রীর কাছে বইটি আছে।সে বললো তার প্রিয় বই।তাই আগ্রহ নিয়ে পড়লাম।খুব একটা যে ভালো লেগেছে তা বলব না,তবে খারাপ লাগে নি।

০৯ ই এপ্রিল, ২০২৩ রাত ১০:৪২

মরুভূমির জলদস্যু বলেছেন:
- হা হা হা মজা পেলাম।
- শেষের কবিতা অন্ততো ৩ বার পড়েছি আমি। অডিও শুনেছি কয়েক ডজন বার। আমার বিবেচনায় রবিবাবুর শেষ্ঠ কর্ম এটি।

৬| ১০ ই এপ্রিল, ২০২৩ রাত ১:৩৪

অপু তানভীর বলেছেন: ফেলুদা আর ব্যোমকেশের চেহারা ঠিক পছন্দ হয় নি । আসলে বই পড়ে যে যে কল্পনা করি আর মুভিতে এই চরিত্র দুটো যা দেখেছি মানে যারা অভিনয় করেছেন এইদুই মিলে এই দুই গোয়েন্দার চরিত্র মনে গেঁধে আছে । হৈমন্তীর চেহারা আরও নমনীয় হলে ভাল হত ।

তবে শাকচুন্নীর চেহারা নাইস হয়েছে ।

সব গুলো ছবি মিডজার্নি দিয়ে আঁকা হয়েছে । ছবির ধরন দেখেই মনে হচ্ছে ।

১০ ই এপ্রিল, ২০২৩ ভোর ৪:০৪

মরুভূমির জলদস্যু বলেছেন:
- ধন্যবাদ আপনাকে আপনার চমৎকার মতামতের জন্য।
- মিডজার্নি দিয়ে এমন কিছু আপনিও চেষ্টা করেন তৈরি করতে। হিমু, মিসির আলি, রূপা, জরী, পরী, বাকের ভাই, আনিস, বড় মামা, কাদের ইত্যাদি।

৭| ১০ ই এপ্রিল, ২০২৩ রাত ২:১১

ইফতেখার ভূইয়া বলেছেন: এআই দিয়ে তৈরী ছবি আমার কাছে বেশ ভালোই লাগে।

১০ ই এপ্রিল, ২০২৩ ভোর ৪:০৫

মরুভূমির জলদস্যু বলেছেন:
- আমার কাছেও বেশ লাগে, কেমন যেনো বিশ্বাস হতে মন চায় না।

৮| ১০ ই এপ্রিল, ২০২৩ সকাল ৮:২৩

ডঃ এম এ আলী বলেছেন:



মিডজার্নি এ আই কৃত্রিম বুদ্ধিমত্তা প্রোগ্রাম এবং পরিষেবা ব্যবহার করে বাংলা সহিত্যের বিখ্যাত কিছু
চরিত্র অবলম্বনে তৈরি করা ছবিগুলো দেখে মুগ্ধ ও বিস্মিত হয়েছি। দু একটি ছবি ব্যতিত অন্য ছবিগুলি
বেশ মানানসই হয়েছে বলেই প্রতিভাত হয়েছে । যে দু একটি ছবি মানানসই হয়নি বলে মনে হয়েছে
তার মধ্যে আম্রপালী ছবিটির কথা বলা যায় ।
বিষয়টি পরখ করার জন্য নারায়ণ সান্যাল এর আম্রপালী উপন্যাসটি বের করে আবারো পাঠ করলাম ,
তাতে থাকা কাহিনী ও ছবিগুলি দেখলাম ।

উপরের ১ নং প্রতি মন্তব্যের ঘরে বিষয়টি আপনিউ বলে দিয়েছেন দেখতে পেলাম ।

অনেক অনেক শুভেচ্ছা রইল

১০ ই এপ্রিল, ২০২৩ দুপুর ১২:৫২

মরুভূমির জলদস্যু বলেছেন:
- ধন্যবাদ আপনাকে সুন্দর মন্তব্যের জন্য। আমারও মনে হয়েছে আম্রপালীর যে সৌন্দর্যের বর্ণনা আমরা পাই সেটা এই ছবিতে ফুটে উঠেনি।

৯| ১০ ই এপ্রিল, ২০২৩ সকাল ৯:০৭

স্মৃতিভুক বলেছেন: ধন্যবাদ, জলদস্যু।এই বইগুলি পড়তাম কিংবা এখনো যখন কোনো গল্পের বই পড়ি, মস্তিষ্ক অটোমেটিক্যালি চরিত্রগুলির একটা কাল্পনিক ছবি আঁকার চেষ্টা করে - দেখতে কেমন, ইত্যাদি।

যেমন ধরেন বাচনভঙ্গি - একই সাথে গল্প কিংবা উপন্যাস পড়ছি এবং চরিত্রগুলির কথোপকথন আমরা মনে মনে আউড়ে যাচ্ছি ঠিক ওদেরই মতন। ক্ষেত্রবিশেষে আমাদের মস্তিষ্ক কাল্পনিক ফেসিয়াল এক্সপ্রেশন চেঞ্জ করছে (যেমন গল্প অথবা উপন্যাসের কোনো চরিত্র যদি গালি দেয় কিংবা সেই একই চরিত্র যখন আবার ভালোবাসার কথা বলে)।

ছবিগুলি দেখে সেই কল্পনার সাথে বেশ মিলে গেছে, শাকচুন্নি ছাড়া। ভদ্রমহিলা সুন্দরী বেশ।

খারাপ লেগেছে বেচারা দাশু'র জন্য। এ. আই. বাচ্চার মুখ আর অবয়বের সাথে লিকলিকে এক রোমশ ঠ্যাং জুড়ে দিয়েছে। আমার কল্পনায় ছিল ঝকঝকে-দুষ্টামি ভরা, বুদ্ধিমান দুইটা চোখ, সেইসাথে শরীরের এখানে-ওখানে দুষ্টামিজনিত টুকটাক কাঁটা-ছেঁড়ার দাগ।

আহারে এ.আই., দাশু'র দুষ্টামির কাছে এখানেও পরাজিত তুমি!

১০ ই এপ্রিল, ২০২৩ দুপুর ১২:৫৬

মরুভূমির জলদস্যু বলেছেন:
- চমৎকার এই মন্তব্যের জন্য অশেষ ধন্যবাদ রইলো, সেই সাথে রইলো মন্তব্যে প্লাস।
- উপন্যাস পড়ার সময় পত্র-পাত্রীর চিত্র মনে-মগজে চিত্রায়ীত করে নেই আমিও সেই ছোট বেলা থেকেই। এর একটি আলাদা মজা আছে।
- আমার হিসেবে সবচেয়ে ভালো একেছে প্রফেসর শঙ্কুর ছবিটি।

১০| ১০ ই এপ্রিল, ২০২৩ দুপুর ১:১৭

কিরকুট বলেছেন: অদ্ভুত ভাবে আম্রপালির সাথে আমার বান্ধুবীর চেহারার মিল আছে।

১০ ই এপ্রিল, ২০২৩ দুপুর ১:২৫

মরুভূমির জলদস্যু বলেছেন:
- তাই নাকি!!!

১১| ১০ ই এপ্রিল, ২০২৩ দুপুর ১:৩৭

রাজীব নুর বলেছেন: খুবই সুন্দর একটা পোস্ট।
দারুন উপভোগ করলাম।

১০ ই এপ্রিল, ২০২৩ দুপুর ২:২২

মরুভূমির জলদস্যু বলেছেন:
- পোস্টটি আপনার কাছে উপভোগ্য লেগেছে জেনে আনন্দিত হলাম।

১২| ১০ ই এপ্রিল, ২০২৩ বিকাল ৩:৪৫

আমি সাজিদ বলেছেন: বাহ কি চমৎকার। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দুনিয়াকে কিভাবে পরিবর্তন করবে তার একটি ছোট নমুনা দেখতে পেলাম। পদ্মাবতী, প্রফেসর শঙ্কু, লালকমল-নীলকমল, হৈমন্তী, তোপসে, ব্যোমকেশ, ডালিমকুমারকে দেখে মনে হলো, আমি একদম যা কল্পনা করেছি তাই !

১০ ই এপ্রিল, ২০২৩ বিকাল ৩:৪৭

মরুভূমির জলদস্যু বলেছেন:
- পদ্মাবতী আরো একটু অন্য রকম হওয়া দরকার ছিলো আমার বিবেচনায়।

১৩| ১০ ই এপ্রিল, ২০২৩ সন্ধ্যা ৬:৩৪

মিরোরডডল বলেছেন:




my goodness!!!
পাগলা এগুলো কি দেখলাম!!
মাথা নষ্ট করা সুন্দর।
অন্যগুলোতো আছেই চোখ ধাঁধানো, ইভেন শাকচুন্নিও সুন্দর!
হা হা হা .........

১০ ই এপ্রিল, ২০২৩ রাত ১০:৫৪

মরুভূমির জলদস্যু বলেছেন:
- শাকচুন্নিটা আসলেই বেশী সুন্দর হয়ে গেছে। পাবলিক ভয় না পেয়ে বরং প্রেমে পরে যেতে পারে। ;)

১৪| ১০ ই এপ্রিল, ২০২৩ সন্ধ্যা ৬:৩৮

মিরোরডডল বলেছেন:

তবে প্রথম ছবির মেয়েটা সবচেয়ে আকর্ষণীয়।

১০ ই এপ্রিল, ২০২৩ রাত ১০:৫৬

মরুভূমির জলদস্যু বলেছেন:
- হৈমন্তীও কম যায় না।

১৫| ১০ ই এপ্রিল, ২০২৩ রাত ৯:৫০

সোহানী বলেছেন: আরে দারুন সব ছবি।

আমি বলবো, আমার কল্পনার সাথে মিলে গেছে সবগুলো শুধু শাকচুন্নি ছাড়া। ওইটা কিউট শাকচুন্নি ;)

১০ ই এপ্রিল, ২০২৩ রাত ১০:৫৭

মরুভূমির জলদস্যু বলেছেন:


- এইটা ভালো বলেছেন, কিউট শাকচুন্নি, ভয় পাওয়ার চেয়ে বরং প্রেমে পরার চান্সই বেশী। ;)

১৬| ০২ রা মে, ২০২৩ রাত ৯:১০

মেহবুবা বলেছেন: পাগলা দাশুর ছবি দেখে মন খারাপ হোল, আমার প্রিয় একটা চরিত্রকে কেমন ভীতু টাইপ করা হোল

০২ রা মে, ২০২৩ রাত ৯:৫৪

মরুভূমির জলদস্যু বলেছেন:
- মনখারাপের কিছু নেই, সবটাই বানানো ;)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.