নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কুয়াশা

কুয়াশা

কুয়াশা › বিস্তারিত পোস্টঃ

ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিবিরের অবস্থান ও একটি ব্যক্তিগত পর্যালোচনা।

১৯ শে ফেব্রুয়ারি, ২০১০ রাত ১২:৪৪

আজ কালের কন্ঠের রিপোর্টটি মনে হয় অনেকের চোখে পড়েছ। কালের কন্ঠের রিপোর্ট একজন ব্লগারও এই নিয়ে একটি পোষ্ট দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় এই রিপোর্টে একজাগায় উল্লেখ করা হয়েছে নিষিদ্ধ ঘোষিত থাকা সত্তেও যদি শুধু সদস্যই এই পরিমান হয় তাহলে অন্যান্য নেতা কর্মী কত হবে। আমার এনালাইসিস এই অন্যান্য কর্মী নিয়ে।



ঢাবিতে পড়ে আমার এক খুব ঘনিষ্ট বন্ধু শিবির করে। সেই বন্ধুটি আবার খুব বাগ পটু বিভিন্ন সময় সে তার দলের বিভিন্ন গল্প করত। আমিও খোচা দিয়ে দিয়ে বিভিন্ন বিষয় জানার চেষ্টা করতা। তারই অংশ বিশেষ এখানে বলছি।



সদস্য হচ্ছে শিবিরের সর্ব উচ্চ পর্যায়ের কর্মী। এরা প্রথমে ছিল সমার্থক, তারপর কর্মী, তারপর সাথী প্রার্থী তারপর সাথী, তারপর সদস্য প্রার্থী তারপর সদস্য। মানে অনেক গুলি ধাপ পার হয়ে আসতে হয় সদস্য হওয়ার জন্য। আর সদস্যদের শপথ পড়ায় সবচেয়ে ধাড়ি ছাগলে। (কেন্দ্রীয় সভাপতি)



একজন কর্মী তার দৈনন্দীন কাজের একটি অংশ হচ্ছে অন্য কাউকে শিবিরে নিয়ে আসা। এরপর সে যখন নিজের প্রমশনের চেষ্টা করবে (তাদের ভাষায় মানউন্নয়ন) তখন সে হবে সাথী প্রার্থী। আর সাথী প্রার্থী হতে গেলে অবশই তিন চারজন সমর্থক ও কর্মী বৃদ্ধি করতে হবে। এরপর সে সাথী হতে পারবে। যদি তার কর্মী বৃদ্ধি না থাকে তাহলে সে সাথী হতে পারবে না। এরপর সে যদি আবার প্রমশনের চেষ্টা করে অর্থাৎ সে যদি সদস্য হতে চায় তবে তাকে অবশই প্রতি ৬ মাসে একজন করে সাথী বৃদ্ধি করতে হবে। সাথী ও সদস্য এর মাঝে যে দাপ সেটি হচ্ছে সদস্য প্রার্থী। এরপর সে সদস্য হতে পারবে। যদি কারও ছয়মাসের মধ্যে সাথী বৃদ্ধি না থাকে তবে সে সদস্য হতে পারবে না।



এই পরিসংখ্যান অনুযায়ি ঢাবিতে ১৫৪ জন সদস্যকে প্রতি ছয় মাসে যদি একজন সাথী বানাতে হয় তবে ১৫৪*২= ৩০৮ জন সাথী বছরে। এই ধারাবাহিকতায় তাদের সাথী সংখ্যা হতে পারে ৩০৮*৫= ১৫৪০ (একজন ছাত্রের পাঁচবছরে) তাহলে তাদের সাথী সংখ্যা হতে পারে ১২০০ এর উপর। ওদের ভাষায় শপথের কর্মী ১২০০ এর উপর। তাহলে এখন প্রশ্ন ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিবিরের কর্মী ও সমর্থক সংখ্যা কত?

মন্তব্য ২৫ টি রেটিং +৯/-৪

মন্তব্য (২৫) মন্তব্য লিখুন

১| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১০ রাত ১২:৫০

মারুফ মুনজির বলেছেন: সাবাস অনেক ভাল মুল্যায়ন

২| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১০ রাত ১২:৫২

মারুফ মুনজির বলেছেন: সাবাস অনেক ভাল মুল্যায়ন

৩| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১০ রাত ১২:৫৭

কামরুল৯৯ বলেছেন: ভাইরে রাজনিতিকদের কাজ রাজণেতিক করা আমরা শুধু ৫ বছর পরপর একটা ব্যালেট মারুম।এইসব আজেবাজে চিন্তাবাদ দিয়া পড়ালেখা করেন।শিবির শিবুর চিল্লাই লাভ নাই

১৯ শে ফেব্রুয়ারি, ২০১০ রাত ২:০০

কুয়াশা বলেছেন: হক কথা কইছেন।

৪| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১০ রাত ১:০৬

হায়রে দুনিয়া বলেছেন: যতই থাকুক না কেন, এই বার ইনশাল্লাহ সবগুলিকে জবাই করে মারা হবে।

আওয়ামী লিগ খালি এই কাজটা করতে পারলেই হয়, তাহলে আগামী ইলেকশনের সময় আমি বাংলাদেশ গিয়ে লিগের ক্যাম্পেইন করব।

৫| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১০ রাত ১:০৭

মৌনোতা বলেছেন: অগনিত তাইতো আতংকে সরকার রাজশাহীর ঘটনায় ঢাবির ছেলেদের ধরছে।

৬| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১০ রাত ১:১৪

চিন্তিত আছি বলেছেন: আপনি লেখেছেন আর সদস্যদের শপথ পড়ায় সবচেয়ে ধাড়ি ছাগলে। (কেন্দ্রীয় সভাপতি)
ছাগুদের বিরুদ্ধে ব্লগে হাম্বারা ইদানিং ভাললেখোলেখি করছে

৭| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১০ রাত ১:১৯

কার্ল মার্কস বলেছেন: কিন্তু বাস্তব সংখ্যা সাথীদের বেলায় আরো বেশী বলে জানি।

৮| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১০ রাত ১:২১

কার্ল মার্কস বলেছেন: @হায়রে দুনিয়া আপ্নি মানসিক ভাবে বিপর্যস্ত মনে হচ্ছে, কোন সুস্থ মানুষ আরেক জনকে হত্যার কথা বলতে পারে না।

৯| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১০ রাত ১:২৩

বিপরীত স্রোত বলেছেন:
এদের সবগুলোই যে মওদুদি প্রেমে দিওয়না এরকম কিন্তু না কিছু জয়েন করে ইবনে সিনা বা ইসলামী ব্যাংক একটা চাকুরির ধান্দায়, কয়েকজন যোগদেয় বিপ্লবী পাট লওয়ার জন্য (মিশরের ব্রাদারহুদের তাত্ত্বিকদের বই পড়ে বাংলাদেশর আর্থ সামাজিক পরিবেশকে মধ্যপ্রাচ্য মূল্যয়ন করতে ব্যর্থ) কিছু আছে গ্রামের গরীব পুলাপাইন যারা যারা বিশ্ববিদ্যালয় পড়তে এসে এদের মন ভুলানো মিষ্টি কথায় ধরা খায় কাজেই ধাড়ি গুলারে ধইরা একটা করে ডিম দুকাইলে (পিছের দিকে) বাকিগুলো এমনিতেই বাপ বাপ করে ল্যাজা উঠিয়ে শিবির ছাড়বে

১০| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১০ রাত ১:২৩

বিপরীত স্রোত বলেছেন:
এদের সবগুলোই যে মওদুদি প্রেমে দিওয়না এরকম কিন্তু না কিছু জয়েন করে ইবনে সিনা বা ইসলামী ব্যাংক একটা চাকুরির ধান্দায়, কয়েকজন যোগদেয় বিপ্লবী পাট লওয়ার জন্য (মিশরের ব্রাদারহুদের তাত্ত্বিকদের বই পড়ে বাংলাদেশর আর্থ সামাজিক পরিবেশকে মধ্যপ্রাচ্য মূল্যয়ন করতে ব্যর্থ) কিছু আছে গ্রামের গরীব পুলাপাইন যারা যারা বিশ্ববিদ্যালয় পড়তে এসে এদের মন ভুলানো মিষ্টি কথায় ধরা খায় কাজেই ধাড়ি গুলারে ধইরা একটা করে ডিম দুকাইলে (পিছের দিকে) বাকিগুলো এমনিতেই বাপ বাপ করে ল্যাজা উঠিয়ে শিবির ছাড়বে

১৯ শে ফেব্রুয়ারি, ২০১০ রাত ২:০২

কুয়াশা বলেছেন: :):):):):):)

১১| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১০ রাত ১:২৭

তায়েফ আহমাদ বলেছেন: অনেক মাথা খাটিয়েছেন, দেখছি!
:)
শিবির-লীগ ক্যাঁচালে টায়ার্ড হয়ে গেলাম!
:(

১৯ শে ফেব্রুয়ারি, ২০১০ রাত ২:০২

কুয়াশা বলেছেন: :(

১২| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১০ রাত ১:৩১

ব্রাইটসেন্ট্রাল বলেছেন:


বিপরীত স্রোতের বিপরীত দিকের বিপরীত গর্তে গরম ডিম বিপরীত ভাবে ঢুকাইলে কেমন হৈবো?



হেয়ও কি বাপ বাপ কৈরা হাম্বালীগ ত্যাগ কর্বো?????

১৯ শে ফেব্রুয়ারি, ২০১০ রাত ২:০৩

কুয়াশা বলেছেন: :):):):):):)

১৩| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১০ রাত ১:৪১

বিপরীত স্রোত বলেছেন:
আইয়া পড়ছে ছাগু ব্রাইটসেন্ট্রাল নিজামির গেলমান পুলিশ মামুরা মনে হয় তুমার পিছে আইজকা একটার বদলে দুইটা হাঁসের ডিম ভরছে নাহইলে এতো মএএএ ডাক কেন তুমার

১৪| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১০ রাত ২:০১

হঠাৎ বলেছেন: khaise re.... voy paisi... era to tailey leage/bnp thekeo powerful......
cholen vai shibir'e jog dei & pran bachai....hehehehe...
(kintu eto shibir jodi DU'te thakey, tailey to ghono ghono gondogol houner kotha.... information'ta ken jani bishwas hoitesey na.... abar hoiteo parey... moha shomossha )

১৯ শে ফেব্রুয়ারি, ২০১০ রাত ২:০৬

কুয়াশা বলেছেন: :):):):):):)

১৫| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১০ রাত ২:১৭

কাঠঠোক্‌রা বলেছেন: ২ খান ছাগুর বাচ্চা আইসা মাইনাচ দিয়া গেসে..কবে যে ছাগুগো লাইগা চুল্কানি মলম বাইর হইবো..
উত্তম জরিপের লাইগ্যা পিলাচ..

১৯ শে ফেব্রুয়ারি, ২০১০ রাত ২:২৮

কুয়াশা বলেছেন: :):):):):):)

১৬| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১০ রাত ২:৩৯

লাল সাগর বলেছেন: শিবির কর্তে এত্তো ঝামেলা/ :-&

১৭| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১০ ভোর ৬:৫১

হায়রে দুনিয়া বলেছেন: কার্ল মার্কস বলেছেন: @হায়রে দুনিয়া আপ্নি মানসিক ভাবে বিপর্যস্ত মনে হচ্ছে, কোন সুস্থ মানুষ আরেক জনকে হত্যার কথা বলতে পারে না।
----------------------------------------------------------------------------------
আপনার ঘরে মশা/মাছি/ইদুঁর/তেলাপোকা বা পাগলা কুকুর ঢুকলে আপনি কি করেন? পারা দিয়া বা গুলি করে মারেন? নাকি কোলে বসায় আদর করেন?

জামাত-শিবির তো বাংলাদেশের জন্য এর থেকেও খারাপ।

১৮| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১০ সকাল ৮:৫৬

পৃথিবীর আমি বলেছেন: হায়রে দুনিয়া বলেছেন: কার্ল মার্কস বলেছেন: @হায়রে দুনিয়া আপ্নি মানসিক ভাবে বিপর্যস্ত মনে হচ্ছে, কোন সুস্থ মানুষ আরেক জনকে হত্যার কথা বলতে পারে না।
----------------------------------------------------------------------------------
আপনার ঘরে মশা/মাছি/ইদুঁর/তেলাপোকা বা পাগলা কুকুর ঢুকলে আপনি কি করেন? পারা দিয়া বা গুলি করে মারেন? নাকি কোলে বসায় আদর করেন?

জামাত-শিবির তো বাংলাদেশের জন্য এর থেকেও খারাপ।

১৯| ২২ শে মে, ২০১০ সকাল ১১:১১

সাফির বলেছেন: লাল সাগর বলেছেন: শিবির কর্তে এত্তো ঝামেলা/

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.