![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কাজী নজরুল ইসলামের এই গানটি একটি কালজয়ি গান। এবং এখনো পর্যন্ত আমাদের বাংঙ্গালি মুসলিম সমাজে এর কোন বিকল্প তৈরী হয়েনি। (ব্যক্তিগত মতামত)। এই গান নিয়ে প্রায়াত ভাষা সৈনিক অধ্যাপক গোলাম আজম সাহেবের একটা সুন্দর স্মৃতিচারনও শুনেছি ইউটিউবের কল্যাণে। মাঝে মাঝেই আমার মনে হত এই গানটা সকল ভাষাভাষির মানুষের মাঝে যদি ছড়িয়ে যেত কতই না ভাল হয়। আমার ছোট কণ্যা দেখলাম আজ ইউটিউবে এই গানটা দেখছে কিন্তু ভাষাটা ভিন্ন। নিজের কল্পনাটা বাস্তবে দেখে শেয়ার করার লোভ সামলাতে পারলাম না
ভিডিও
২| ০৫ ই নভেম্বর, ২০২১ রাত ৯:৪১
রাজীব নুর বলেছেন: ওকে।
©somewhere in net ltd.
১|
০৫ ই নভেম্বর, ২০২১ বিকাল ৫:১৪
জগতারন বলেছেন:
দেখিয়া আসিলাম ভিডিও'টি সত্যিই সুন্দর।
এই ভিডিও'তে পাঁচটি ছোট্ট বাচ্চা মেয়েদের দেখা গেল
তাঁহাদের অঙ্গভঙ্গি ও অভিনয় খুবই আকর্ষনীয় ও উপভোগ্য।
--- আর; কুয়াশা ; আপনি যে আপনার এই ছোট্ট পোষ্টে মন্তব্য করলেনঃ
এই গান নিয়ে প্রায়াত ভাষা সৈনিক অধ্যাপক গোলাম আজম সাহেবের একটা সুন্দর স্মৃতিচারনও শুনেছি ইউটিউবের কল্যাণে।
এই ইনি কি ১৯৭১ সালের সেই নর পিচাশ গোলাম আজম ???
আপনার জ্ঞাতার্থেঃ
সেই নর পিচাশ গোলাম আজম কিন্তু প্রকৃত পক্ষে কোন অধ্যপক নয় ও ভাষা সৈনিকও নয়।
এই গুলি জামাতীদের দেওয়া উপাধী।
প্রকৃত পক্ষে ১৯৭১-এর গোলাম আজম একটি নর পিচাশ।