নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

Quazi Hassan’ World of Writings

Quazi Hassan’ World of Writings

কাজীহা

“For every beauty there is an eye somewhere to see it. For every truth there is an ear somewhere to hear it. For every love there is a heart somewhere to receive it.”

কাজীহা › বিস্তারিত পোস্টঃ

ছুটি

০৭ ই জুলাই, ২০১৩ সকাল ৯:৩১

Thoughts of a 81 years gentleman, who was just told he has Lung Cancer Level 4:



ছুটি

ছুটির ঘণ্টা, সপ্তাহের ছুটি কিংবা বছরের সেই লম্বা ছুটি

কি আনন্দ; কি উত্তেজনা,কি উত্তেজনা; কত না ভাল লাগা।

আট ত্রিশ বছরের চাকরি জীবনের শেষে রিটায়েরমেন্ট দিন আসা,

উহ স্বাধীনতা! যেমন ইচ্ছা তেমন সময় কাটানোর উন্মুক্ত স্বাধীনতা!!



খোকাতো আর সেই ছোট বাবুটি নেই, খুকীরাও হয়েছে কত না বড়।

তাতে কি? তারা তো আমারই সন্তান, আমারই রক্তের প্রবাহ ধারার ভালবাসা।

আমি থাকব তাদের কাছে কাছে, প্রতিটা কাজে, সাথে সাথে, পাশে পাশে;

খোকার ফুটবল খেলা আর খুকীদের গান, নাচ দেখতে যেতে না পারার;

বেদনাগুলো আর থাকবে না, সময় পার হয়েছে তাতে কি?

আনন্দ আর উচ্ছ্বাসে ভড়ে থাকবে জীবনের বাকী টুকু সময়।

পূরণ হবে ফেলে রাখা হারিয়ে যাওয়া কত না শখ!



কিন্তু ডাক্তার এ কি বলে, আমার সব চেয়ে বড় ছুটি একেবারেই নিকট।

লাং ক্যান্সার লেভেল ফোর, হাতে গোনা সময়; হয়ত কয়েকটা দিন।

তার পরে ছুটি, ছুটি একেবারেই ছুটি-সব কাজ থেকে বিরতি

এত বড় মুক্তি? আমি কাকে কি করে কি ভাবে কি বলি?



ছুটির দিনে বাবুকে নিয়ে আর বল কিনতে যাওয়া নাই।

কিংবা খুকীদের নিয়ে নাচের পোশাক; কিংবা সপ্তাহের বাজার

প্রিয়তমা তোমাকে নিয়ে আর এখানে সেখানে যাওয়া নাই।

বছরের লম্বা ছুটিতে আর দূর কোথাও যাবার কোন জায়গা নাই, কিছুই নাই ।

নাই অনেক দিন কথা না বলে থাকার পর প্রিয়তমার সাথে অভিমান ভাঙ্গার আনন্দ।



এত বড় ছুটি—কেন আনন্দগুলো এক করে এসে বিদায় জানায়?

যাত্রাটা অজানা, অন্ধকার, অচেনা, পরিচয়-হীন বলে?

না কি খোকার বলের দরকার শেষ, খুকীদের নাচের পোশাকের?

তা হলে আমার প্রয়োজন এই পৃথিবী আর এই বিশ্ব ব্রহ্মাণ্ড থেকে একেবারেই শেষ।

কিন্তু আমি বাঁচব কি করে, অজানা ওই জগতে, আমার এই ভালবাসার পৃথিবী ছেড়ে??



জুন ৩০, ২০১৩

http://www.lekhalekhi.net





মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ০৭ ই জুলাই, ২০১৩ দুপুর ১২:২৪

কান্ডারি অথর্ব বলেছেন:

খোকাতো আর সেই ছোট বাবুটি নেই, খুকীরাও হয়েছে কত না বড়।
তাতে কি? তারা তো আমারই সন্তান, আমারই রক্তের প্রবাহ ধারার ভালবাসা।

সুন্দর লিখেছেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.