নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মোঃ রাকিবুল হাসান ২০০৪ সালে পটুয়াখালী জেলাধীন বাউফল উপজেলার অন্তর্গত আলকি নদীর তীরে গুলবাগ গ্রামের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তার পিতার নামঃ- মাওঃ মোঃ আব্দুল জলিল। মায়ের নামঃ- মাহমুদা বেগম। তিন ভাই এক বোনের মধ্যে লেখক তৃতীয়।

মোঃ রাকিবুল হাসান রাকিব ভাই

মোঃ রাকিবুল হাসান ২০০৪ সালে পটুয়াখালী জেলাধীন বাউফল উপজেলার অন্তর্গত আলকি নদীর তীরে গুলবাগ গ্রামের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তার পিতার নামঃ- মাওঃ মোঃ আব্দুল জলিল। মায়ের নামঃ- মাহমুদা বেগম। তিন ভাই এক বোনের মধ্যে লেখক তৃতীয়। নাজাতের মঞ্চে থেকেই তার লেখালেখির অগ্রযাত্রা শুরু হয়। কুড়িমুকুল, মাসিক বিকাশ, তাবলীগ পত্রিকা, এবং কিশোর আলো পত্রিকায়ও তার লেখা প্রকাশিত হয়েছে। লেখালেখিতে তিনি অনিয়মিত হলেও তার লেখা অনুগল্প, কাল্পনিকতা ও ছোট কবিতা গুলো খুবই চমকপ্রদ ও ব্যতিক্রমধর্মী। কবিতার জগতেই তাঁর বিচরণ থাকলেও ইসলামী লেখাগুলোতে তার আন্তরিকতা বেশি। শিক্ষা জীবনের বিভিন্ন ম্যাগাজিন ও দৈনিক পত্রিকা লেখালেখি পরিলক্ষিত হয়। তাঁর লেখা বেশিরভাগ কবিতারই নাগরিক জীবন,বাস্তবতা ও প্রতিবাদীর প্রতিফলন পরিলক্ষিত হয়। লেখক বলেন:- একমাত্র আল্লাহর জন্য লিখে যাচ্ছি। ভালো হচ্ছে না,পাঠক গ্রহণ করছে না। তবুও হ-য-ব-র-ল কিছু লিখে যাচ্ছি। মনে যা আসে তা-ই লিখি,প্রকাশ করি। লৌকিকতা বা লোকো সম্মান পাওয়ার আশায় কখনোই লেখার পিছনে এগিয়ে যায়নি।

মোঃ রাকিবুল হাসান রাকিব ভাই › বিস্তারিত পোস্টঃ

আমি একজনকে অসম্ভব ভালোবাসি - মোঃ রাকিবুল হাসান রাকিব

০১ লা জানুয়ারি, ২০২৫ রাত ৮:১৫

আমি একজনকে অসম্ভব ভালোবাসি
- মোঃ রাকিবুল হাসান রাকিব[/sb

হে প্রিয় রাসূল!
আপনার নূরাণী চেহারা দেখার সৌভাগ্য হয় নি কোনোদিন। আপনার সুমিষ্ট কন্ঠস্বরও শুনতে পাই নি কখনো। আপনার বরকতময় বাহিনীর সাথে মিলে, তরবারি ধারণের সুযোগও হয় নি কভূ।

না আপনার সাথে উপস্থিত থেকেছি উহুদে, না আপনার ভালোবাসায় শীর্ষ কাফিরদের নিধনে অংশগ্রহণ করতে পেরেছি বদরে।

না করতে পেরেছি দীনের তরে আপনার সাথে হিজরত, না অন্তর্ভুক্ত হয়েছি আপনার ভালোবাসায়, মুহাজিরদের সাহায্যকারী আনসার বাহিনীতে।

আর না পৌঁছাতে পেরেছি কোনো রসদ সেই হেরা কিংবা সাওর পর্বতের গুহায়।

আমি তো হতে পারি নি আবুবকর,যিনি সবার আগে আপনাকে গ্রহণ করেছেন;

কিংবা হতে পারি নি উমর, যিনি আপনার বিপদে বুকটান করে পাশে দাঁড়িয়েছেন।

হতে পারি নি উসমান, যিনি পদে পদে আপনাকে সাহায্য করেছেন; কিংবা আলী, যিনি প্রয়োজন মুহূর্তে আপনার নিরাপত্তায় পাশে দাঁড়িয়েছেন।

হে প্রিয় রাসূল!
হতে পারি নি সেই আনাস, যিনি দশ বছর ধরে আপনার খেদমত করেছেন নিষ্ঠার সাথে।

হতে পারি নি হামযা, খালিদ বিন ওয়ালিদ কিংবা মুহাম্মাদ বিন মাসলামা-র মতো সাহাবী, যাঁরা আপনার মহব্বতের নজরানা দিয়েছেন।

আমি বিলালের সুমধুর কন্ঠে আযানের ধ্বনিও শুনতে পাই নি কখনো। আর আমার শরীরও ঝলসে যায় নি, মরুভূমির উত্তপ্ত বালুকা রাশিতে। আমার কোনো হাত কর্তিত হয় নি, দীনের তরে; কিংবা বিদ্ধ হয় নি কলিজা বিদীর্ণকারী বর্শা আমার বক্ষমাঝে।

ইসলাম! সে তো আমার পৈতৃকসূত্রে প্রাপ্ত সম্পত্তির, ওয়ারিশের ন্যায়।

তবুও আমি বলতে চাই,

আমি একজনকে অসম্ভব ভালোবাসি। তার জন্য আমার জীবন কোরবান করতে সদা সর্বদা প্রস্তুত। কখনো তাকে দুচোখে দেখিনি, শুধু নাম শুনেই ভালোবাসি। তিনি আর কেউ নয়। আর কেউ নয় সরকারে দোযাআলম হুজুরে পাক নূর মোহাম্মদ মোস্তফা সঃ।
যাকে ভালোবাসা ঈমানী দায়িত্ব।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.