![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
লেখালেখির কোন অংশই লেখকের অনুমতি ছাড়া অন্য কোথাও প্রকাশ করা যাবেনা।
অন্ধকার থেকে যেন বের হতেই পারছে না দেশের ক্রীড়াজগত ।একের পর এক দুঃসংবাদ ,পরাজয় এর খবর ই শোনা যাচ্ছে ।
হকি : মাত্র কয়েকদিন আগেই জ্বলে উঠেছিল বাংলাদেশ জাতীয় হকি দল ।ভারতের মাঠে ভারতকে পরাজিত করেছিল তারা ।দলগত ভাবে ভাল খেলা ,সাথে জিমি'র ব্যক্তিগত পারফরম্যান্সে মুগ্ধ হয়েছিল দেশের ক্রীড়াপ্রেমীরা ।
দেশে ফেরার পর কোন এক অদৃশ্য শক্তির প্রভাবে হকিতে অচলাবস্থার সৃষ্টি হয় ।খেলোয়াড় ,কর্মকর্তা ,ক্লাব সবার মাঝেই মনোমালিন্য তৈরি হয় ।অবশেষে এই অচলাবস্থা কাটলেও যা ক্ষতি হবার তা হয়ে গিয়েছিল ।ফলাফল এশিয়া কাপ হকিতে ৪ ম্যাচে ২৫ গোল হজম ।৮ দলের মাঝে ৭ নাম্বার ।
ফুটবল : আজকে নেপালের বনাম বাংলাদেশের খেলা যারা দেখেছেন তাদের আর কিছু বলা লাগবে না ।২-০ গোলে হেরেছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল ।পরাজয় হতেই পারে কিন্তু এত বাজে ভাবে পরাজয় মেনে নিতে পারি না ।খেলার কোন অংশই বাংলাদেশের পক্ষে ছিল না ।
দাবা : দাবা বিশ্বকাপেও বাংলাদেলের প্রতিনিধি (নামটা ভুলে গেছি) পরাজিত হন । :-(
ক্রিকেট : আমাদের সবচেয়ে আশা ভরসার জায়গা হচ্ছে ক্রিকেট ।ক্রিকেট নিয়ে টিভিতে অনেক রিপোর্ট হয়েছে তাই আর বেশি লিখব না ।দেশের মাটিতে এই বছরে বিপিএল বাদে একটি ম্যাচ ও গড়ায় নি ।আয়ারল্যান্ডের সাথে খেলার প্রস্তাব ফিরিয়ে দিয়েছে বিসিবি ।বিসিবি নির্বাচন ,ফিক্সিং ,প্রিমিয়ার লীগ এর জটিলতা কাটছে না ।
[লেখাটি আমার ব্যক্তিগত মতামত থেকে লেখা ।আশা করছি কিছুদিনের মাঝেই দেশের ক্রীড়াজগত আলোর মুখ দেখবে ।]
©somewhere in net ltd.
১|
০১ লা সেপ্টেম্বর, ২০১৩ সকাল ৯:৩১
হাসান কালবৈশাখী বলেছেন:
এইবার দেশের হকি ও ফুটবলের অধপতন খুবই দুর্ভাগ্যজনক।
ফুটবলে ফিফা র্যাঙ্ক এ গত বছর বাংলাদেশ ১৭ ধাপ উপরে উঠেছিল, এবছর april পর্যন্ত ১২ ধাপ উপরে উঠেছিল। তখন বাংলাদেশের ফুটবল এখন ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, মালদিপ, নেপাল, পাকিসতান, ভারত, হংকং, তাইওয়ান, কে টপকে এশিয়ার প্রায় মাঝারি মানে ছিল।
এখনো FIFA Ranking এ দক্ষিন এশিয়ায় ভারতের পরেই অবস্থান।
কদিন আগে ফুটবল নিয়ে আমার এই লেখাটি পড়ুন।
Click This Link