![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
খাদিজা বাঁচবেন কিনা সংশয়, যুগে যুগে বেঁচে থাকবেন ইমরান!
ধারালো চাপাতির একের পর এক আঘাত। রক্তাক্ত খাদিজা অজ্ঞান হয়ে পড়ে আছেন নিথর। কেউ এগিয়ে যাচ্ছে না। কেউ সাহায্যের হাত বাড়াচ্ছে না। দূর থেকে হইচই শুনে এগিয়ে এলেন একজন। তারপর ভুলুন্ঠিত মানবতাকে তুলে নিলেন কোলে। রক্তাক্ত খাদিজাকে কোলে নিয়ে ছুটলেন হাসপাতালের দিকে। ওই একজন হচ্ছেন ইমরান। পুরো নাম ইমরান কবির।
খাদিজা বেগম নার্গিস এখনো বেঁচে আছেন। বেঁচে থাকবেন কিনা, সেটা নিয়ে জোর সংশয়। তবে এখনো যে তিনি বেঁচে আছেন, তার পেছনে রয়েছে ওই ইমরান কবিরের এগিয়ে এসে রক্তাক্ত নিথর খাদিজাকে হাসপাতালে নিয়ে যাওয়ার ভূমিকা।
টগবগে তারুণ্যের মূর্ত প্রতীক ইমরান কবির (২০)। সিলেট সরকারি কলেজ থেকে উচ্চ মাধ্যমিক শেষ করে এখন বিশ্ববিদ্যালয়ে ভর্তি নিয়ে ব্যস্ত সিলেটের কোম্পানীগঞ্জের ঢালারপাড় গ্রামের এই যুবক। সোমবার বিকেলে প্রকৃতির সুনিবিড় ছায়াঘেরা এমসি কলেজে হাঁটতে গিয়েছিলেন তিনি। তারপর তো অসীম সাহসিকতায় মানবতার ডাকে ঝাঁপিয়ে পড়লেন।
বদরুল আলম নামক নিকৃষ্ট অমানুষের চাপাতির আঘাতে এমসি কলেজের পুকুরপাড়ে লুটিয়ে পড়েন খাদিজা বেগম নার্গিস। রক্তাক্ত খাদিজা নিথর হয়ে পড়ে থাকেন। কেউ এগোয়নি সাহায্যের হাত বাড়িয়ে। সোমবার বিকেলে যখন ওই ঘটনা ঘটে, তখন কিছুটা দূরে ছিলেন ইমরান কবির। শোরগোল শুনে ঘটনাস্থলের দিকে এগোতে থাকেন তিনি। তারপর?
শোনা যাক ইমরান কবিরের মুখেই, ‘আমি যখন ঘটনাস্থলের দিকে এগিয়ে যাচ্ছিলাম, তখন দেখলাম সবাই দৌড়ে পালাচ্ছে। আমার একটু খটকা লাগলো, সবাই কেন পালাচ্ছে! আরেকটু এগিয়ে গিয়ে দেখি, পুকুরপাড়ে একটা মেয়ে পড়ে আছে। রক্তাক্ত, নিথর। কেউ নেই পাশে। দৌড়ে তার কাছে ছুটে যাই আমি। চিৎকার করে সাহায্য করার জন্য ডাকাডাকি করি। দু’জন অপরিচিত ব্যক্তি এগিয়ে আসেন।’
বলে চলেন ইমরান, ‘তাদেরকে সাথে নিয়ে ওই মেয়েটাকে (তখনো খাদিজার নাম-পরিচয় কিছুই জানেন না ইমরান) কোলে করে একটু এগিয়ে একটা সিএনজি অটোরিকশায় দিয়ে ওসমানী হাসপাতালে নিয়ে যাই।’
খাদিজার শরীরের রক্তে ভেসে যায় ইমরানের কাপড়চোপড়। হাসপাতালে জরুরী বিভাগে দ্রুত ভর্তি করা হয় খাদিজাকে। রক্তের জন্য তাগদা দেন ডাক্তাররা। ইমরানের রক্তের গ্রুপের সাথে মিলে যায় খাদিজার রক্তের গ্রুপ। তাৎক্ষণিকভাবেই রক্ত দেন তিনি। এরপর বিভিন্ন ধরনের ওষুধের জন্য তাগদা দিতে থাকেন ডাক্তাররা। রক্তেভেজা শরীর নিয়ে ফার্মেসিতে দৌড়াদৌড়ি করে ওষুধ এনে দেন ইমরান।
বিকেল গড়িয়ে সন্ধ্যা নামে। বাড়তে থাকে রাত। খবর পেয়ে হাসপাতালে ছুটে আসেন খাদিজার আত্মীয়স্বজন। রাত প্রায় সাড়ে ১০টার দিকে আত্মীয়স্বজনদের উপস্থিতিতে হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে খাদিজাকে রেখে নিজ বাসায় ফিরেন ইমরান।
কেউ এগিয়ে আসেনি, আপনি এগিয়ে গেলেন, কেন? কি চলছিল আপনার মনের মধ্যে তখন? ইমরান কবিরের কাছে প্রশ্ন ছিল। জবাব দিতে দেরি করেননি মানবতার ডাকে সাড়া দেয়া এই যুবক, ‘আমার মাথায় তখন শুধু একটাই চিন্তা ছিল, মেয়েটাকে বাঁচাতে হবে।’
খাদিজা বেঁচে থাকবেন কিনা, সেই অনিশ্চিত উত্তর তোলা থাক সময়ের জন্য। কিন্তু ইমরান কবির নামের এই যুবক যে যুগে যুগে বেঁচে থাকবেন মানবতার দৃষ্টান্ত হয়ে, তা বলে দেয়া যায় নিশ্চিত করেই।
২| ০৫ ই অক্টোবর, ২০১৬ রাত ১১:১১
সুমন কর বলেছেন: ইমরানের রক্তের গ্রুপের সাথে মিলে যায় খাদিজার রক্তের গ্রুপ। তাৎক্ষণিকভাবেই রক্ত দেন তিনি। এরপর বিভিন্ন ধরনের ওষুধের জন্য তাগদা দিতে থাকেন ডাক্তাররা। রক্তেভেজা শরীর নিয়ে ফার্মেসিতে দৌড়াদৌড়ি করে ওষুধ এনে দেন ইমরান। -- তাঁর প্রতি রইলো বিনম্র শ্রদ্ধা।
৩| ০৬ ই অক্টোবর, ২০১৬ রাত ১২:১২
ডঃ এম এ আলী বলেছেন: ধন্যবাদ পোস্টটির জন্য । ইমরানের প্রতি রইল বিনম্র শ্রদ্ধা ।
৪| ০৬ ই অক্টোবর, ২০১৬ রাত ১:১৫
ভ্রমরের ডানা বলেছেন:
এই ভর্তি পরিক্ষার্থী ছেলেটি যাতে হয়রানির শিকার না হয় সেদিকে সকলের নজর রাখা উচিত।
ইমরান এই যুগে বিপন্ন মানবতার প্রতীক।
৫| ০৬ ই অক্টোবর, ২০১৬ রাত ৩:১০
রক্তিম দিগন্ত বলেছেন:
এই রকম ইমরানের আরো প্রয়োজন দেশে।
শুধু দুর্ভোগ পরবর্তী সাহায্যের জন্যেই নয় - দুর্ভোগের সময় বাঁধা দেওয়ার মত ইমরানকেও প্রয়োজন।
এই ইমরান যেন নিরাপদে থাকতে পারে - সেটা আশা এখন।
৬| ০৬ ই অক্টোবর, ২০১৬ সকাল ১০:২৭
হাসান মাহবুব বলেছেন: ইমরান খুব খারাপ। এভাবে আমাদের আয়েশী খরগোশ জীবন কে চড় মারতে পারলো!
৭| ০৮ ই অক্টোবর, ২০১৬ দুপুর ২:২২
আহমেদ জী এস বলেছেন: অশ্লীল রাজ ,
এমন একটি পোস্টে মন্তব্যের খরা , বেদনাদায়ক । আমিও এই দলে কারন এটা আমার চোখে পড়েনি আজকের আগে ।
যারা মন্তব্য করেছেন তাদের সাথে আমিও বলি - ইমরান নামের এই মানবতার জয় হোক ।
আর হাসান মাহবুবের মন্তব্য যে ক্ষোভ ও হতাশা থেকে উৎসারিত তা আমাদের অসারতাকেই চোখে আঙুল দিয়ে দেখিয়ে গেলো ।
৮| ০৮ ই অক্টোবর, ২০১৬ বিকাল ৩:৪১
নতুন বলেছেন: ইমরান কে সেলুট...
সেটা হাজার মানুষ করতে পারেনাই সেটা সে করে দেখিয়েছে।
৯| ০৯ ই অক্টোবর, ২০১৬ রাত ১:৩৯
রোদেলা বলেছেন: এমন ইমরান কেন হতে পারলোনা আর কয়েকজন।খুব কী বেশিই চাইলাম !!!
©somewhere in net ltd.
১|
০৫ ই অক্টোবর, ২০১৬ রাত ১১:০৪
আহা রুবন বলেছেন: আমরা এমন পরিস্থিতিতে দিন দিন সাহস হারিয়ে ফেলছি। ইমরান আমাদের পথ দেখাবে। তাঁকে বিনম্র শ্রদ্ধা।