![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সনি এরিকসন এক্সপেরিয়া মিনি প্রো মো্বাইলখানা বেশ শখ কইরা কিনছিলাম। কিন্তু সমস্যাটা শুরু হয় প্রায় ১০ দিন আগে থেকে। প্রথমে ফোনের মাঝামাঝি একটা জায়গায় সরলরেখা বরাবর টাচ ডিসএবল হয়ে যায়। ওই সরলরেখার দুইপাশে টাচ কাজ করত। এরপর আস্তে আস্তে বিভিন্ন অংশে টাচ ডিসএবল হতে শুরু করে। এবং সর্বশেষ গতকালকে ফোনের পুরা টাচটিই ডিসএবল হয়ে যায়। তবে ফোনের একেবারে নিচে হোম বাটনের দুই পাশের দুটো টাচ বাটন ( বেক এবং মেন্যু ) এখন পর্যন্ত ঠিক আছে। এইটা কি সফটওয়ারের প্রবলেম নাকি হার্ডওয়ারের প্রবলেম? দয়া করে যদি একটা সলিউশন বলতেন। এই ঈদের সময় যখন ফোনখানা বড়ই দরকার তখনি এটা আমাকে এইভাবে বাশ দিলো। এখন কি বোর্ড দিয়া কোনো রকমে চালাচ্ছি। তবে ফোন রিসিভ করতে পারছিনা।
০৬ ই আগস্ট, ২০১৩ রাত ৯:১৫
গোলাম রব্বানী রাব্বি বলেছেন: আমারটাতো সনি এরিকসন......... এখনকার সনি হাসপাতালে কি এরিকসনকে ভর্তি করাবে?
©somewhere in net ltd.
১|
০৬ ই আগস্ট, ২০১৩ রাত ৮:৩২
সোহানী বলেছেন: সনি হসপিটালে মানে শোরুমে ঢু মারেন ................