![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ইন্ডিয়া,ই্ংল্যান্ড ও অস্ট্রেলিয়ার মোড়লগিরি ছুটানোর জন্য বাকি টেস্ট প্লেয়িং দেশগুলোর উচিত আইসিসি থেকে বের হয়ে নিজেরাই একটা অর্গানাইজেশন করে ওই তিনটি দেশকে এক ঘরে করে দেওয়া এবং ক্রিকেটের উন্মাদনা পৃথিবীব্যাপী ছড়িয়ে দেওয়া। কারন বিগ থ্রি থাকলে কখনোই ক্রিকেটের বিশ্বায়ন সম্ভব না। সারা জীবন ওই ১০ টা টেস্ট প্লেয়িং টিম ই থাকবে, ১০ টা টিম নিয়েই বিশ্বকাপ খেলতে হবে আর নিজেদের জিতানোর জন্য ম্যাচগুলোতে নির্লজ্জ প্রত্যক্ষ হস্তক্ষেপতো থাকবেই। অনেকেই বলতে পারেন, ইন্ডিয়াতো ক্রিকেটে অনেক বড় একজন অর্থযোগানদাতা।ইন্ডিয়া না থাকলে হেন হবে তেন হবে।আরে রাখেন আপনার অর্থ।ক্রিকেট নাকি ইন্ডিয়াতে ধর্ম, অথচ সেই ক্রিকেটকেই অর্থের বিনিময়ে নিয়মিত রেপ করে যাচ্ছে তারা।ক্রিকেট বানিজ্যের মনোপলি মার্কেটটা হাতিয়ে নিয়ে ইন্ডিয়া ক্রিকেটকে কোমায় পাঠিয়ে দিয়েছে। এটার দ্রুত অবসান হওয়া খুবই জরুরী, কারন লাইফ সাপোর্ট দিয়ে ক্রিকেটকে বেশিদিন টিকিয়ে রাখা যাবে না। তাই ক্রিকেটের স্বার্থেই বিগ থ্রিকে পাশ কাটিয়েই নতুন দিনের নতুন পথ চলার সিদ্ধান্ত নিতে হবে।খেলাতেতো বানিজ্য থাকবেই, কিন্তু শেষ পর্যন্ত ওটা যেন খেলাই থাকে।
©somewhere in net ltd.