|  |  | 
| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
ধর্মান্ধ কাকে বলে ?
যে বা যাহারা নিজের ধর্মকে পৃথিবীর শ্রেষ্ঠ ও সত্য ধর্ম ও অন্য ধর্মকে পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট ও অসত্য ধর্ম বলে মনে করে, তাকেই ধর্মান্ধ বলে।
 ৬ টি
    	৬ টি    	 +০/-০
    	+০/-০২|  ০৪ ঠা জুন, ২০১৭  রাত ১০:৪১
০৪ ঠা জুন, ২০১৭  রাত ১০:৪১
দ্যা ফয়েজ ভাই বলেছেন: আপনার প্রথম শর্ত টা আমি মানতে নারাজ।যেকোন মানুষ তার ধর্মকে শ্রেষ্ঠ ও সত্য ধর্ম মানবে এটাই স্বাভাবিক।কেবল ধর্মের ক্ষেত্রে নয়,এটা আপনি দেশের ক্ষেত্রেও বিবেচনা করে দেখতে পারেন,আপনি কি মনে করেন না,যে বাংলাদেশ পৃথিবীর সুন্দরতম দেশ,এমনই বিশ্বের সবাই নিজের দেশকে সুন্দরতম দেশ হিসেবে ভাবে।
হুম,আপনার দ্বিতীয় কথাটার সাথে একমত হলাম। 
৩|  ০৪ ঠা জুন, ২০১৭  রাত ১১:২২
০৪ ঠা জুন, ২০১৭  রাত ১১:২২
গ্যাব্রিয়ল বলেছেন: পুরাপুরি একমত হতে পারলাম না।
৪|  ০৫ ই জুন, ২০১৭  রাত ১২:১৩
০৫ ই জুন, ২০১৭  রাত ১২:১৩
কানিজ রিনা বলেছেন: যে নিজের ধর্মকে বিশ্বাস বা সম্মান করে 
সে অপরের ধর্মকে হিংসা করেনা।
এবং প্রতিটা ধর্মই মানুষকে ভাল শিখায়।
যার যার ধর্ম অনুসারে জ্ঞান অর্জন করা
উচিৎ। যেমন পানি পথ,মেঠো পথ,পাকা পথ
আকাশ পথ সব পথের গন্তব্য একটাই।
তবে সৃষ্টি কর্তা মানুষকে বিবেক দিয়েছে
মানুষকে মানুষ বিবেক দ্বারা তারিত হবে।
একজন অসৎ ধার্মিক লোকের থেকে একজন
সৎলোক উত্তম।
আজকাল উগ্র পন্থী ধার্মিকতা অশান্তি ডেকে
আনছে। যেমন ভারতের হিন্দু উগ্রপন্থি,
বাংলাদেশে জংঙ্গী উগ্রপন্থি। যা কোনও
ধর্মের পরিপন্থি না। এসব অশিক্ষীত ধর্ম বিষয়
না জানা মুর্খ।
আবারও বলবো নিজের ধর্মের উপর জ্ঞানী
মানুষ কখনও অন্য ধর্মকে অপমান করেনা।
ধন্যবাদ।
৫|  ০৫ ই জুন, ২০১৭  ভোর ৪:৫৩
০৫ ই জুন, ২০১৭  ভোর ৪:৫৩
স্বতু সাঁই বলেছেন: প্রশ্ন করবার চর্চ্চা চালিয়ে যাওয়া উচিত।
৬|  ০৫ ই জুন, ২০১৭  বিকাল ৫:৫৯
০৫ ই জুন, ২০১৭  বিকাল ৫:৫৯
এস,এম,মনিরুজ্জামান মিন্টু বলেছেন: পৃথিবীতে সকলেই সবসময় ভালোটাই পাবার আশা করে।
অথচ ধর্মের বেলায় উল্টো!
ধর্মান্ধ তাহারাই যাহারা জন্মসূত্রে পাওয়া ধর্মকে বিচার বিবেচনা না করিয়া জন্মের মত আকড়াইয়া ধরিয়া পড়িয়া থাকে। আর তর্জণ গর্জন করিয়া থাকে যে, তিনিই ঠিক।
আমি মনে করি বোধশক্তি জন্মাবার পর নিজের মগজ খাটাইয়া চিন্তা করিয়া  অতপর নিজ ধর্মের ব্যাপারে সিদ্ধান্ত নেয়া উচিৎ।
ধন্যবাদ।
©somewhere in net ltd.
১| ০৪ ঠা জুন, ২০১৭  রাত ১০:৩৭
০৪ ঠা জুন, ২০১৭  রাত ১০:৩৭
সমাজের থেকে আলাদা বলেছেন: Click This Link
ইহাদের যাঁরা সম্মানের চোখে দেখেন তাঁহাদের ধর্মান্ধ বলে।