নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সালাউদ্দিন রাব্বী

রাবব১৯৭১

সালাউদ্দিন রাব্বী

রাবব১৯৭১ › বিস্তারিত পোস্টঃ

আমার ধর্ম ভাবনা

১৯ শে মে, ২০১৮ ভোর ৫:০৮

আমার ধর্ম ভাবনা

সংখ্যালঘুদের ধর্মের প্রতি আকর্ষণ থাকে বেশি। তবে অর্থনৈতীকভাবে দুর্বল আর শিক্ষায় পিছিয়ে পরা জনগোষ্ঠীর মধ্যে ধর্ম যতটা বীরদর্পে টিকে আছে, ঠিক উল্টো চিত্র পরিলক্ষিত হয় অর্থনৈতিক ভাবে উন্নত ও শিক্ষায় অগ্রগামী দেশগুলো।উন্নত দেশ গুলোর ধর্মশালা গুলো শূণ্যই পরে থাকতে দেখা যায়।তবে সংখ্যালগুদের ধর্মাচারণ চোখে পরে। অনুন্নত দেশ গুলোর চিত্র আবার উল্টো।যেমন বাংলাদেশ। পৃথিবীর অন্য কোন দেশে এতো ধর্মশালা আর কোথাও দেখা যায়না।এখানে আবার আরো একটা ব্যাপার লক্ষ করার মতো, যতোটা অর্থ তারা ধর্মশালার পিছনে খরচ করেন, ততটা অর্থ আবার শিক্ষাখাতে করেন না।ফলে যতোটা মানুষ ধর্মাশ্রয়ী হচ্ছে ততটা সৎ ও পরিশ্রমি হচ্ছেনা।ফলে আমরা অন্য দেশের সাথে প্রতিযোগিতায় পিছিয়ে যাচ্ছি।

মন্তব্য ৫ টি রেটিং +০/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ১৯ শে মে, ২০১৮ ভোর ৬:৩৬

স্োরনাভ বলেছেন: সহমত। দারুন লিখেছে। আরেকটু বড় লিখা আশা করছি সামনে।

২| ১৯ শে মে, ২০১৮ সকাল ৭:২৪

এভো বলেছেন: আপনার বক্তব্য কিছুটা সত্য তবে সম্পুর্নটা নহে , তবে এটা সত্য বলেছেন অনুন্নত গরিবদেশের মানুষরা উন্নত দেশের মানুষদের চেয়ে বেশি ধর্ম কর্ম পালন করে । এমন হবার পিছনে অনেক ফ্যাক্টর কাজ করে । ধন্যবাদ ।

৩| ১৯ শে মে, ২০১৮ সকাল ৮:৪৩

রাজীব নুর বলেছেন: আপনার কথা বেশ ভালো। কিন্তু আমি আপনার সাথে সম্পূর্ণ একমত না।

৪| ১৯ শে মে, ২০১৮ সকাল ১০:৪৪

ইমরান আশফাক বলেছেন: ভিন্নমত পোষন করলাম।

৫| ২০ শে মে, ২০১৮ ভোর ৬:৪১

রাবব১৯৭১ বলেছেন: ইমরান অাশফাক সাহেব ভিন্নমতটা বিস্তারিত লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.