![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ভণ্ডামির নামে মানবসেবা নয়, প্রকৃত সহায়তা চাই।
==============================
আমাদের সমাজের এক করুণ বাস্তবতা হলো শহরের রাস্তায় রাস্তায় ছড়িয়ে আছে অসংখ্য অসহায় মানুষ। তারা ঠিকমতো খাবার পায় না, চিকিৎসা পায় না, আশ্রয় পায় না। ধীরে ধীরে ক্ষুধা, অবহেলা ও কষ্ট তাদের মানসিক ভারসাম্য নষ্ট করে দেয়। অনেকেই নিজের ঠিকানা ভুলে যায়, আবার কেউ আধ্যাত্মিক ভরসার খোঁজে মাজারে মাজারে ঘুরে বেড়ায়।
কিন্তু এদের পাশে দাঁড়ানোর মতো দায়িত্বশীল উদ্যোগ নেই। সরকার কিংবা বড় সামাজিক সংগঠন কেউই তাদের পুনর্বাসন ও চিকিৎসায় কার্যকর পদক্ষেপ নেয় না। অথচ এই মানুষগুলোও আমাদেরই সমাজের অংশ—তাদেরও মৌলিক অধিকার আছে।
দুঃখজনক হলো, এদের দুর্দশাকে পুঁজি করে কিছু ভণ্ড লোক সস্তা বাহবা কুড়াতে মাঠে নামে। তারা চুল বড় দেখলেই জোর করে কেটে দেয়, হাতে গুঁজে দেয় একটি সস্তা গেঞ্জি, আর ভিডিও বানিয়ে সামাজিক মাধ্যমে নিজেদের “মানবসেবক” সাজায়। কিন্তু তাদের পেটের ক্ষুধা মেটে না, চিকিৎসার ব্যবস্থা হয় না, আশ্রয়ের নিশ্চয়তা আসে না। এটা মানবসেবা নয়, বরং অসহায় মানুষের অপমান ও অধিকারহানি।
এ ধরনের ভণ্ডামি বন্ধ করতে হবে। প্রকৃত মানবসেবা মানে হলো ক্ষুধার্তকে খাবার দেওয়া, অসুস্থকে চিকিৎসা দেওয়া এবং গৃহহীনকে আশ্রয় দেওয়া। সমাজের সচেতন মানুষকে এগিয়ে আসতে হবে, সরকারকে কার্যকর পুনর্বাসন কর্মসূচি নিতে হবে।
মানবতার নামে প্রদর্শনী নয় বাস্তব সহায়তাই হোক আমাদের অঙ্গীকার। মানবতার জয় হোক, ভণ্ডামির অবসান ঘটুক।
২| ২৭ শে সেপ্টেম্বর, ২০২৫ দুপুর ১:০১
রাজীব নুর বলেছেন: দেড় মাস হয়ে গেছে চুল কাটাই না। চুল বড় হয়ে গেছে। ওদের বলেন, ওরা যেন আমার চুল কেটে দেয়। আই ডোন্ট মাইন্ড।
©somewhere in net ltd.
১|
২৬ শে সেপ্টেম্বর, ২০২৫ বিকাল ৩:৫০
সৈয়দ কুতুব বলেছেন: আপনাদের মিছিল থেকে লোক ধরে নিয়ে যায় । এদের বেল করাতে সজিব ওয়াজেদ কিছু করছে কি ?