নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সালাউদ্দিন রাব্বী

রাবব১৯৭১

সালাউদ্দিন রাব্বী

রাবব১৯৭১ › বিস্তারিত পোস্টঃ

৫ আগস্টের পর রাষ্ট্রক্ষমতার দখল : ব্যর্থতার এক বছরের হিসাব।

০৮ ই অক্টোবর, ২০২৫ রাত ৮:২০

৫ আগস্টের পর রাষ্ট্রক্ষমতার দখল : ব্যর্থতার এক বছরের হিসাব।
------------------------------------------------------------------------
২০২৪ সালের ৫ই আগস্ট বাংলাদেশে একটি ঐতিহাসিক কিন্তু বিতর্কিত ঘটনার জন্ম হয়। সেই দিনে শেখ হাসিনা নেতৃত্বাধীন বৈধ ও নির্বাচিত সরকারকে ক্ষমতাচ্যুত করে একদল সামরিক-অসামরিক চক্র রাষ্ট্রক্ষমতা দখল করে নেয়। তারা মনে করেছিল একটি নাটকীয় পরিবর্তনের মধ্য দিয়ে তারা জনগণের সমর্থন ও আন্তর্জাতিক মহলের প্রশংসা অর্জন করবে, এবং কেয়ামত পর্যন্ত ক্ষমতায় টিকে থাকবে। কিন্তু মাত্র এক বছর তিন মাসের মাথায় দেখা যাচ্ছে, তাদের স্বপ্নের সাম্রাজ্য এখন ধ্বংসস্তূপে পরিণত হচ্ছে।
ক্ষমতা দখলের পর প্রথম প্রতিশ্রুতি ও বাস্তবতা
ক্ষমতা দখলের পর তারা প্রতিশ্রুতি দিয়েছিল-
দুর্নীতিমুক্ত প্রশাসন গঠন করবে,
জনগণের ভোটাধিকার ফিরিয়ে দেবে,
মানবাধিকার নিশ্চিত করবে,
এবং দেশের অর্থনীতি পুনর্গঠন করবে।
কিন্তু বাস্তবে ঘটেছে তার সম্পূর্ণ বিপরীত। প্রশাসনে স্বজনপ্রীতি, ঘুষ, তদবির এবং অযোগ্যতার ছড়াছড়ি। আইনশৃঙ্খলা পরিস্থিতি ভয়াবহ রূপ নিয়েছে। বিনিয়োগ কমে গেছে, শিল্প-কারখানাগুলো ধ্বংসের মুখে, এবং বৈদেশিক মুদ্রা আয় মারাত্মকভাবে হ্রাস পেয়েছে।
এক বছরের মধ্যে অভ্যন্তরীণ দ্বন্দ্ব
এই ক্ষমতাদখলকারী গোষ্ঠী শুরুতে নিজেদের মধ্যে ঐক্য দেখানোর চেষ্টা করেছিল, কিন্তু সময়ের সাথে সাথে তাদের মুখোশ খুলে গেছে। বর্তমানে তাদের মধ্যে ভয়াবহ বিভক্তি। কে ক্ষমতার মূল নিয়ন্ত্রণে থাকবে, কে অর্থনৈতিক সুবিধা পাবে এই দ্বন্দ্বই এখন তাদের গলার কাঁটা।
তাদের নীতিনির্ধারকদের মধ্যে মতভেদ এতটাই গভীর যে, কেউ কেউ এখন প্রকাশ্যেই "সেফ এক্সিট" বা নিরাপদ প্রস্থান চাইছে। এটি প্রমাণ করে তারা নিজেরাই বুঝে ফেলেছে যে, তাদের অবৈধ ক্ষমতার ভিত্তি বালির প্রাসাদের মতোই ভঙ্গুর।
দুর্নীতি ও দমন-পীড়নের রেকর্ড
এই এক বছর তিন মাসে যে পরিমাণ লুটপাট, দুর্নীতি, হত্যাকাণ্ড, গুম ও মানবাধিকার লঙ্ঘন হয়েছে, তা বিগত সব সরকারের রেকর্ড ভঙ্গ করেছে। রাষ্ট্রীয় সম্পদ লুটের উন্মত্ত প্রতিযোগিতায় তারা নিজেদের ঘনিষ্ঠদের জন্য সরকারি পদ, বিদেশি ভিসা, ও আর্থিক সুযোগ বণ্টন করেছে। সাধারণ মানুষ ক্রমে বুঝতে পারছে এই গোষ্ঠীর উদ্দেশ্য ছিল ক্ষমতা নয়, লুটপাট।
জনগণের হতাশা ও প্রতিরোধের সঞ্চার
বাংলাদেশের জনগণ এখন ধীরে ধীরে আবারও জেগে উঠছে। তারা বুঝেছে, প্রতিশ্রুত “স্বপ্নের পরিবর্তন” ছিল এক ধোঁকা। খাদ্যদ্রব্যের দাম আকাশচুম্বী, কর্মসংস্থান সংকট তীব্র, আর আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের মর্যাদা মারাত্মকভাবে ক্ষুণ্ন হয়েছে।
সাধারণ মানুষ আবারও স্মরণ করছে শেখ হাসিনার উন্নয়নযাত্রা, পদ্মা সেতুর সাহসী নির্মাণ, শতভাগ বিদ্যুতায়ন, এবং নারীশিক্ষা ও ডিজিটাল অগ্রযাত্রার যুগ। তারা উপলব্ধি করছে যাদের হাতে দেশ গেছে, তারা দেশ চালানোর যোগ্যই নয়।
উপসংহার
৫ আগস্ট পরবর্তী সরকারের এক বছর তিন মাসের হিসাব স্পষ্ট করে দিয়েছে অবৈধভাবে রাষ্ট্রক্ষমতা দখলকারীরা যতই শক্তিশালী ভাবুক, জনগণের রায় ছাড়া কোনো সরকার দীর্ঘদিন টিকে থাকতে পারে না। ইতিহাস বারবার প্রমাণ করেছে, ক্ষমতার উৎস জনগণ।
আজকের এই চক্র নিজেদেরই দোষে কোণঠাসা, দিশেহারা এবং আত্মরক্ষার পথ খুঁজছে। “সেফ এক্সিট” এর আহ্বান আসলে তাদের পরাজয়ের স্বীকারোক্তি।
জনগণ এখন শুধু অপেক্ষায় কবে আবার গণতন্ত্র ও বৈধ সরকারের প্রত্যাবর্তন ঘটবে, এবং কবে এই অবৈধ ক্ষমতালিপ্সু গোষ্ঠী ইতিহাসের আবর্জনার স্তূপে নিক্ষিপ্ত হবে।

-- সালাউদ্দিন রাব্বী
সংখ্যালঘু বাচাও আন্দোলন।
বাংলাদেশ

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ০৮ ই অক্টোবর, ২০২৫ রাত ৮:২৯

সৈয়দ কুতুব বলেছেন: আমি ডামির ইলেকশন কে লিগাল কেবল লিগ বলে । নিজেদের নাকি ৪০ শতাংশ ভোট আছে বলে লিগ দাবি করে । ভোট পড়েছে ০৫ শতাংশ । নিজেদের জালিয়াতির পাসটেনটেজ কে সঠিক prove করতে বিসিএস এর মতো পাবলিক এক্সামে question করা হয় ভোটের হার কত ছিলো ? জোর করে মানুষকে দিয়ে ভোটের হার এসটাবলিশ করতে চায় লিগ । :)

২| ০৮ ই অক্টোবর, ২০২৫ রাত ৮:৪৮

বিজন রয় বলেছেন: আপনারা আওয়ামীলীগ আর বিএনপি সারাজীবন এসব করতে থাকবেন।

৩| ০৮ ই অক্টোবর, ২০২৫ রাত ৯:৪৮

গোবিন্দলগোবেচারা বলেছেন: কুত্তালীগের চেলা চামুণ্ডাদের মাসিকের ব্যথা পনেরো মাস আগে শুরু হয়েছে, এখনো শেষ হলো না।

৪| ০৮ ই অক্টোবর, ২০২৫ রাত ১১:৩৫

কামাল১৮ বলেছেন: সব কিছু লন্ডভন্ড করে ভালোই করেছে।নতুন করে গড়ার সুজোগ তৈরি হলো।কিন্তু আলামত তত সুবিদার মনে হচ্ছে না।দেখা যাক শেষ পর্যন্ত কি হয়।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.