| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
রাষ্ট্র যখন নিষ্ঠুর, মৃত্যু তখন প্রতিবাদ
বাগেরহাটের ছাত্রলীগ সভাপতির স্ত্রী ও শিশুপুত্রের আত্মহনন কোনো ব্যক্তিগত ট্র্যাজেডি নয় এটি রাষ্ট্রীয় নিপীড়নের সরাসরি ফল। ক্ষুধা, দারিদ্র্য, পুলিশি নির্যাতন ও স্বামীর বিনা দোষে কারাবাস এই সম্মিলিত যন্ত্রণা মানুষকে মৃত্যুর দিকে ঠেলে দিয়েছে। এটিকে আত্মহত্যা বলা রাষ্ট্রকে দায়মুক্তি দেওয়ার শামিল; প্রকৃতপক্ষে এটি প্রাতিষ্ঠানিক হত্যাকাণ্ড।
এরপরও নিষ্ঠুরতা থামেনি। সন্তান ও স্ত্রীর লাশ দেখার জন্য কারাবন্দি পিতার প্যারোলে মুক্তির আবেদন প্রত্যাখ্যান করে ইউনূস সরকার যে অমানবিক সিদ্ধান্ত নিয়েছে, তা সভ্যতার সকল সীমা অতিক্রম করেছে। এটি আইন নয়, এটি প্রতিহিংসা।
আজ সারা বাংলাদেশে ভয় ও মব সন্ত্রাসের রাজত্ব। আওয়ামী লীগের হাজার হাজার তৃণমূল নেতাকর্মী বিনা অপরাধে কারাগারে ভেতরে অনাহার, নির্যাতন, চিকিৎসাহীনতা; বাইরে পরিবারগুলো ভিটেমাটি বিক্রি করেও জামিন পাচ্ছে না। জামিন মিললেও জেলগেটেই পুনরায় গ্রেফতার আইনের নামে প্রকাশ্য তামাশা।
অনেকে জেল থেকে বেরিয়ে নিজ ঘরেই ফিরতে পারছেন না পুনরায় গ্রেফতারের আতঙ্কে পালিয়ে বেড়াচ্ছেন। একদিকে পুলিশের ভয়, অন্যদিকে অর্থনৈতিক ধ্বংস এটি রাজনৈতিক দমন নয়, এটি পরিকল্পিত মানবিক বিপর্যয়।
প্রশ্ন উঠছে রাষ্ট্র কি নাগরিকের ন্যূনতম মানবিক অধিকার নিশ্চিত করতেও অক্ষম? নাকি ইচ্ছাকৃতভাবে নীরব? ইতিহাস মনে রাখবে, এই নীরবতাই ছিল সবচেয়ে বড় অপরাধ।
এভাবে চলতে পারে না। 
২|
২৫ শে জানুয়ারি, ২০২৬ দুপুর ১২:৩৯
আমি নই বলেছেন: পত্রিকায় দেখলাম বাগেরহাটে প্যরোলে মুক্তির আবেদন করা হয়েছিল কিন্তু করা লাগত যশোরে। এর আগে বেশ কয়েকজন লীগের নেতা প্যারোলে মুক্তি পেয়ে মা-বাবার জানাজায় অংশ নিয়েছিলেন, সুতরাং সরকার দেয় নাই বলাটা আপনার ভুল। যাইহোক, যে বাচ্চাকে পিতা কোলেও নিতে পারে নাই তার আগেই হারিয়ে ফেলল এর চাইতে কষ্ট কোনো পিতার আর হতে পারে না। যথাযথ প্রক্রিয়ায় আবেদন করে প্যরোলে মুক্তি পাওয়া উচিৎ ছিল।
আর প্রতিহিংসার রাজনীতির যে শুরুটা আপনারা করেছিলেন তার প্রতিফল এখন পাচ্ছেন। আপনারাও বিরোধীদের বাড়ীতে থাকতে দ্যান নাই, এখন তারাও দিচ্ছেনা। এটার অবসান হওয়া উচিৎ।
৩|
২৫ শে জানুয়ারি, ২০২৬ দুপুর ২:১২
রাবব১৯৭১ বলেছেন: লীগের সময়ে খারাপ কিছু করেছে বলেই পরিবর্তন কথা বলে পরিবর্তন করলেন এখন কি পরিবর্তন করলেন?
৪|
২৫ শে জানুয়ারি, ২০২৬ বিকাল ৫:৩৭
বিষক্ষয়রিটার্নস বলেছেন: কর্মির জামিনের টাকা না দিলেও, তার বউ-বাচ্চার লাশ নিয়ে রাজনীতি করার জন্য চুরির টাকার লাখ লাখ ডলার ফেসবুক পোস্ট বুস্টে করার জন্য খরচ করতে আওয়ামিরা কার্পন্য করে না।
৫|
২৬ শে জানুয়ারি, ২০২৬ দুপুর ১২:০২
রাজীব নুর বলেছেন: অত্যন্ত দুঃখজনক।
©somewhere in net ltd.
১|
২৫ শে জানুয়ারি, ২০২৬ সকাল ১১:২১
কিরকুট বলেছেন: প্রতিহিংসার রাজনীতি পূর্বেও ছিলো বর্তমানে আছে ভবিষ্যতেও থাকবে । এর নিস্তার নাই ।