নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ভুল পথের বালক ...

আশীফ এন্তাজ রবি

পার্ট টাইম সাংবাদিক এবং ফুল টাইম ভাবুক

আশীফ এন্তাজ রবি › বিস্তারিত পোস্টঃ

বরকত উল্লাহ ব্লু ফিল্ম : রাজনৈতিক টু এক্স : নাম তার ব্লু, স্লো করে বললে বুলু

০৪ ঠা সেপ্টেম্বর, ২০০৮ রাত ৯:৩৯

১.

ছোটবেলায় টিভিতে সার্কাস দেখতাম। আগুনের রিংয়ের ভেতর দিয়ে বাঘ, অথবা সিংহ অথবা বানর লাফ দিয়ে পার হচ্ছে। পুরা মনে নাই। তবে সার্কাস দলে একটা মেয়ে ছিল, চিকন জাঙ্গিয়া পরা। বানর অথবা সিংহ অথবা বাঘ- যখন সফলভাবে লাফ দিতো - সে তখন তার হাতের চাবুকটা উচু করে পাছাটা যতদূর সম্ভব প্রসারিত করে দাঁড়িয়ে দর্শকদের অভিবাদন দিত। আজব মন, আজব মানসিকতা!! ঐ মেয়েটা এবং তার চিকন জাঙ্গিয়ার কথা স্পষ্ট মনে আছে, কেবল মনে নাই, লাফ দিয়া যে জন্তুটা পার হয়, সে বাঘ না ভাল্লুক না সিংহ?

২.

মিরপুরে একটা চিড়িয়াখানা আছে। আমি অবশ্য একই শহরে চিড়িয়াখানা , সংসদ ভবণ দুটোই একসঙ্গে থাকুক - এটা চাইনা। যে কোনো একটাকে ঢাকার বাইরে ট্রান্সফার করা যেতে পারে। সব মধু ঢাকায় থাকলে তো মুশকিল। কিছু কিছু জিনিস ঢাকার বাইরেও রাখতে হবে। তা না হলে ঢাকার উপর চাপ পড়বে।

৩.

হাসপাতাল একটা জরুরী জায়গা। ঐখানে রোগী থাকে, ডাক্তার থাকে, নার্স থাকে, মর্গে লাশও থাকে। পিজি হাসপাতালেও তেমনি সবকিছুই আছে, অতিরিক্তি যা আছে, তা হল প্রিজন সেল। গতকালকে কি ঘটল পিজিতে? আমি এইসব লিখে ব্লগের মূল্যবান জায়গা ভরতে চাইনা। পত্রিকা দেখে নেবেন।

আমার কথা হচ্ছে, সরকার কাকে ধরবে আর কাকে ছেড়ে দেবে - এটা একান্ত তাদের ব্যাপার। কিন্তু এইসব সার্কাস - পিজি হাসপাতালের মতো একটি ব্যস্ত হাসপাতালে না করলেই কি নয়?

এফডিসির কাজকর্ম যদি হাসপাতালে হয়, তাহলে এফডিসিতে কী হবে? তারাবিহর নামাজ ?

৪.

আমি এই দেশের কোন ভবিষ্যত দেখিনা।

আমি এই দেশের কোন ভবিষ্যত দেখিনা।

আমি এই দেশের কোন ভবিষ্যত দেখিনা।



মন্তব্য ৩৯ টি রেটিং +২২/-২

মন্তব্য (৩৯) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০০৮ রাত ৯:৪৪

আমি ও আমরা বলেছেন: সুন্দর অভিমত

০৪ ঠা সেপ্টেম্বর, ২০০৮ রাত ১০:০৪

আশীফ এন্তাজ রবি বলেছেন: আজ থেকে ১৪/১৫ বছর আগে আমার মা হলি ফ্যামিলি হাসপাতালে ভর্তি ছিলেন, আইসিইউতে। খুবই সংকটাপন্ন অবস্থা!! আমার মা ঐ হাসপাতালে কিছুদিন ভর্তি থাকর পর, আমির হোসেন আমুও ভর্তি হন ওখানে। আমার চোখের সামনে দিয়ে তিনি হেটে হেটে হাসপাতালে ঢুকেছিলেন, সোজা আইসিইউতে গিয়ে শুয়ে পড়লেন। তখন আওয়ামীলীগের আমল। গোটা আইসিইউ তখন পার্টি অফিসে পরিণত হয়েছিল।
তখনকা অভিজ্ঞতা নিয়ে আগামী একটা পোস্ট দেবো ইনশাআল্লাহ। পড়ে দেখবেন আশা করি।

২| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০০৮ রাত ৯:৪৭

তাসনুভা. বলেছেন: আমি এই দেশের কোন ভবিষ্যত দেখিনা। ...আমিও... :(

অনুভুতি সুন্দর বহিঃপ্রকাশ...

০৪ ঠা সেপ্টেম্বর, ২০০৮ রাত ১০:০৬

আশীফ এন্তাজ রবি বলেছেন: কোন এক টিভি টক শো-তে শুনেছিলাম- অতীতের ঘটনার জন্য যদি ওয়ান ইলেভেন হয়, তাহলে ভবিষ্যতে আমাদের জন্য টু টুয়েন্টি টু অপেক্ষা করছে।

এসব গটনা দেখলে, সম্ভাবনা একেবারেই উড়িয়ে দেয়া যায় না।

৩| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০০৮ রাত ৯:৫১

শওকত হোসেন মাসুম বলেছেন: ভাল লিখছেন। আপনার লেখার হিউমারটা দারুণ। পছন্দ হয়।

০৪ ঠা সেপ্টেম্বর, ২০০৮ রাত ১০:০৮

আশীফ এন্তাজ রবি বলেছেন: আমার লেখায় কোন জোকরি নাই। বড় বড় জোকাররা এখন এতো বেশি অ্যাকটিভ যে আর কোন প্রফেশনাল জোকারের প্রয়োজন নাই।

৪| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০০৮ রাত ৯:৫২

মানুষের পৃথিবী বলেছেন: তারপরও 'বাংলাদেশ স্বপ্ন দ্যাখে'।

০৪ ঠা সেপ্টেম্বর, ২০০৮ রাত ১০:১০

আশীফ এন্তাজ রবি বলেছেন: পৃথিবীর সবচেয়ে দুরারোগ্য রোগটির নাম স্বপ্ন দ্যাখা। দেখুন।

৫| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০০৮ রাত ৯:৫৪

লংকার রাজা বলেছেন: সব মরে,স্বপ্ন মরে না...................

০৪ ঠা সেপ্টেম্বর, ২০০৮ রাত ১০:১২

আশীফ এন্তাজ রবি বলেছেন: সময় এসে গেছে, স্বপ্নও মরবে। 'মরা স্বপ্ন এবং স্বপ্নের মরা' নিয়ে একটা যুতসই লেখা তখন লেখা যাবে।

৬| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০০৮ রাত ৯:৫৫

লেখাজোকা শামীম বলেছেন: এই দেশের ভবিষ্যৎ তো আমরা পাংচার করছি বহু আগেই, শেষ পাংচার করব আগামী নির্বাচনে - সব দুর্নীতিবাজ ও সন্ত্রাসীদের সংসদে পাঠাব ইনশাআল্লাহ। আমীন।

০৪ ঠা সেপ্টেম্বর, ২০০৮ রাত ১০:১২

আশীফ এন্তাজ রবি বলেছেন: আমীন।

৭| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০০৮ রাত ১০:০২

েছাটন বলেছেন: আমি এই দেশের কোন ভবিষ্যত দেখি।
আমি এই দেশের কোন ভবিষ্যত দেখি।
আমি এই দেশের কোন ভবিষ্যত দেখি।



কেন দেখি জানেন?

কারন....... এই দেশটাতো আমারই.....

৮| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০০৮ রাত ১০:০৬

েছাটন বলেছেন: আমি এই দেশের সুন্দর ভবিষ্যত দেখি।
আমি এই দেশের সুন্দর ভবিষ্যত দেখি।
আমি এই দেশের সুন্দর ভবিষ্যত দেখি।



কেন দেখি জানেন?

কারন....... এই দেশটাতো আমারই.....

০৪ ঠা সেপ্টেম্বর, ২০০৮ রাত ১০:১৭

আশীফ এন্তাজ রবি বলেছেন: দেখেন, গুড লাক।

৯| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০০৮ রাত ১০:১২

শওকত হোসেন মাসুম বলেছেন: হিউমার, স্যাটায়ার আর জোকারি তো এক জিনিষ না।

০৪ ঠা সেপ্টেম্বর, ২০০৮ রাত ১০:১৬

আশীফ এন্তাজ রবি বলেছেন: সেটা বুজছি মাসুম ভাই। আমি বলতে চাইছি, যারা আমরা স্যাটায়ার লিখি , তারা এখন হালে পানি পাচ্ছি না। মূল ঘটনা যেখানে এতো বেশি হাস্য রসাত্বক , সেখানে আমাদের কে পাত্তা দেবে বলুন?

১০| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০০৮ রাত ১০:১৭

সৌম্য বলেছেন: লিখা ভালো। কিন্তু আমি হতাশ না। মানুষ ঘুরে দাঁড়ায়। আজ না হোক, দশ বছর, তাও না হোক, একশ বছর পর তো ঘুরে দাঁড়াবে। খুব কম সরকার তার পাঁচ বছর মেয়াদের বাইরে চিন্তা করে। খুব কম মানুষ বড়জোড় তার ছেলের জীবন নিয়ে ভাবে, আমার নাতি কি ভবিষ্যত পাবে ভাবতে আমার বয়েই গেছে।
জানি না মানে বুঝাতে পারলাম কি না।

০৪ ঠা সেপ্টেম্বর, ২০০৮ রাত ১০:৪৪

আশীফ এন্তাজ রবি বলেছেন: সেটা ঠিক আছে। কিন্তু ৭১ থেকে ২০০৮ কত বছর ?

মানে বুঝেছি। আবারও বুঝিনি।

১১| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০০৮ রাত ১০:১৮

মোস্তাফিজ রিপন বলেছেন:
বেশ!
বাংলাদেশ!

১২| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০০৮ রাত ১০:১৯

সোনার বাংলা বলেছেন:

লেখাজোকা শামীম বলেছেন: এই দেশের ভবিষ্যৎ তো আমরা পাংচার করছি বহু আগেই, শেষ পাংচার করব আগামী নির্বাচনে - সব দুর্নীতিবাজ ও সন্ত্রাসীদের সংসদে পাঠাব ইনশাআল্লাহ। আমীন।



>> আমি নোয়াখালীর পোলা হিসেবে বুলু সম্পর্কে অল্প স্বল্প জানি
সে যতটুকু না চোর তার চেয়ে বেশী তার হেতেন(বউ)। এমন বদমাইশ
মহিলা আরেকটা হইলো নাসিমের বউ .... যারা নিজেদের ছেলে মেয়েদের পর্যন্ত দুইঁ নম্বরি কামে লাগায় ...... এবং মাইয়া লোকের পোন্দের লোভে চুপ থাকে সে গুলা এমন ধোলাই খাইবো............
দুঃখের বিষয় হইলো ভাইজান তরিক্কার চামচারা হেরে ধোলাই দিছে..
সে চামিচাদের জন্মতেই সমস্যা আছে.....।

যদি হের লজ্জা শরম বলতে কিছু থাকে তবে পানির মইধ্যে নাক ডুবাইয়া মরা দরকার...... হি হি হি:)

০৪ ঠা সেপ্টেম্বর, ২০০৮ রাত ১০:৪৭

আশীফ এন্তাজ রবি বলেছেন: লজ্জা পাইছে বইলা তো মনে হয় নাই? তারেকও না, বুলুও না, মিলন তো সাংবাদিক সন্মেলন করছে, ধাওয়া খাইয়া।

তসলিমা নাসরিনের লজ্জা উপন্যাসের মতো , দেশ থেকে লজ্জা ব্যানড হইয়া গ্যাছে ...

হা হা হা

১৩| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০০৮ রাত ১০:২৬

এ. এস. এম. রাহাত খান বলেছেন: ভালো লাগল.............কিন্তু আমি তার পরো স্বপ্ন দেখি।তানা হলে বেচে থাকার মানে নেই


+

০৪ ঠা সেপ্টেম্বর, ২০০৮ রাত ১০:৪৯

আশীফ এন্তাজ রবি বলেছেন: বেঁচে থাকার জন্য যদি স্বপ্ন দেখা জরুরী হয়, তাহলে স্বপ্ন দেখুন ....

আমি ধীরে ধীরে স্বপ্ন দেখার সাহসও হারিয়ে ফেলছি।

১৪| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০০৮ রাত ১০:৩৭

তেপান্তের মাঠ পেরিয়ে বলেছেন: ভালো লাগলো,সহমত।

১৫| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০০৮ রাত ১০:৩৯

মোজাম্মেল হোসেন (ত্বোহা) বলেছেন: সুন্দর লিখেছেন। +

০৪ ঠা সেপ্টেম্বর, ২০০৮ রাত ১১:০২

আশীফ এন্তাজ রবি বলেছেন: সুন্দর , সুন্দর সব দৃশ্য।

লেখা তো সুন্দর হবেই।

তবে দৃশ্য যতো সুন্দর, লেখা ততটা সুন্দর হয় নাই, বোধ করি।

১৬| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০০৮ রাত ১১:১৬

স্বাধীন_০৮ বলেছেন: আমি এই দেশের কোন ভবিষ্যত দেখিনা।

দেশের ভবিষ্যত দেশের নেতারা ভাতের সাথে খেয়ে ফেলে।কেমনে দেখবেন।

০৫ ই সেপ্টেম্বর, ২০০৮ রাত ১২:০১

আশীফ এন্তাজ রবি বলেছেন: শালাদের গলায় আঙ্গুল দিয়ে বমি করানো দরকার ..

১৭| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০০৮ রাত ১১:২৬

সোনার বাংলা বলেছেন:

মিলোইন্নার লজ্জা শরম ঘাটতি আচে....:) এমন ভিটামিন মনে হয় আগে
ও খাইচিলো তাই। মিলোইন্না হইলো লোভী বদমাইস মিস্টার ৫%


০৫ ই সেপ্টেম্বর, ২০০৮ রাত ১২:০২

আশীফ এন্তাজ রবি বলেছেন: মিলনে আর লজ্জা শরম রেখে কী লাভ ?
তাইলে তো জমবো না ..

১৮| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০০৮ রাত ১১:২৬

রাজর্ষী বলেছেন: সার্কাস সার্কাস।

১৯| ০৫ ই সেপ্টেম্বর, ২০০৮ রাত ১২:৫১

রাজন সান বলেছেন: মনে আছে, বছর ৪-৫ আগে মাননীয় সাংসদ মিলন হালা একটা মাগীর লগে ধরা পড়ছিলো সংসদ ভবনের হোস্টেলে।

২০| ০৫ ই সেপ্টেম্বর, ২০০৮ রাত ১:২০

বিবর্তনবাদী বলেছেন: মোল্লা আর নামাজী দুইটা থাকলে এফডিসিতেও তারাবীহ এর নামাজ হওয়া তে কোন ক্ষতি নাই;)

২১| ০৫ ই সেপ্টেম্বর, ২০০৮ রাত ১:৪০

রাহা বলেছেন: মামা তোফা তোফা...
অনেকদিন পর তোর লেখায় সেই ধার পেলাম ।

২২| ০৫ ই সেপ্টেম্বর, ২০০৮ রাত ১:৪৭

আরিফ জেবতিক বলেছেন: এফডিসির কথা রমজানে বলা ঠিক না ।

২৩| ০৬ ই সেপ্টেম্বর, ২০০৮ সকাল ১১:১২

বাবুয়া বলেছেন: সংস্কার মানেতো মেরামত করা? তাহলেতো ঠিকই হইছে-খুব ভালো করে মেরামত করছে!

২৪| ১৯ শে সেপ্টেম্বর, ২০০৮ বিকাল ৪:০৯

সাংবাদিক বলেছেন: কে বলে ভাই দেশের ভবিষ্যৎ নেই। দেশের ভবিষ্যৎ আছে - সামনে পড়ে আছে বহু সময়। উজ্জ্বল ভবিতের মাঝে বসবাস করবে দেশের মানুষ.. আমাদের দেশের রাজনীতিবিদদের কল্যাণে (!).... ।

কিন্তু এই ভবিষ্যৎ আলোর দিকে নয়, অন্ধকারের দিকে যাচ্ছে।

ক্লিক করুন : http://www.somewhereinblog.net/group/Sangbadik

যেহেতু আপনি পার্টটাইম সাংবাদিক। তাই এখানে ক্লিক করুন। আমাদের সাথে যুক্ত হন। আমরা স্বজাতি মানে একই পথের সৈনিক।

২৫| ১৯ শে সেপ্টেম্বর, ২০০৮ বিকাল ৪:১৫

লাল দরজা বলেছেন: লেখাজোকা শামীম বলেছেন: এই দেশের ভবিষ্যৎ তো আমরা পাংচার করছি বহু আগেই, শেষ পাংচার করব আগামী নির্বাচনে - সব দুর্নীতিবাজ ও সন্ত্রাসীদের সংসদে পাঠাব ইনশাআল্লাহ। আমীন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.