নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

sohel sodeshi

রযাবিডি

আমি সোহেল খন্দকার, মুক্ত চিন্তার অধিকারী। নিজে স্বাধীনতা পছন্দ করি, অন্যের জন্যও স্বাধীনতা আদায়ে সচেষ্ট।

রযাবিডি › বিস্তারিত পোস্টঃ

চাই শান্তি, চাই মুক্তি

০৩ রা ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৪:১৫

চারিদিকে আগুন আর দগ্ধ হওয়া মানুষের লাশ। আকাশ-বাতাস ভারী হয়ে আসছে কাবাব হয়ে যাওয়া মানুষের গন্ধে। পরিবেশ গুমোট হয়ে যাচ্ছে পুরে যা ওয়া জীবন্ত দগ্ধ হ ওয়া মানুষের আহাজারী ও আকুতিতে। কিন্তু কার ও যেনো কিছু করার নেই। সবাই নির্বিকার। সবাই নিজেকে নিয়ে ব্যস্ত। কারো দিকে পুড়ে যাওয়া এসব মানুষের জন্য কার ও কিছু করার গরজ নেই। আগুনের হাত হতে সাধারণ মানুষকে রক্ষা করার জন্য আজ কেউ নেই। দেশে নেই কোন নিরাপত্তার বাহিনী, সেই বিবেকবান মানুষ। নেই কোন অসহায়ের আশা। নেই কোন প্রশাসন। সবই আজ অদৃশ্য কোন শক্তির হাতে বন্দী। সবাই যার যার মনুষত্ব্য বির্সজন দিয়ে যন্ত্রের মতো বেচে আছে। নাই কোন প্রতিবাদ, প্রতিকার। অন্যকে দোষ দিয়ে নীরব প্রশাসন। আর মুক্তির নামে সরকারকে দায়ী করছে আন্দোলনকারীরা। কেউ অন্তত দায় স্বীকার করতেও রাজী না। কোথায় যাবো আমরা সাধারণ মানুষ? আমাদের কি উপায় হবে? এই অবস্থা হতে আমরা মুক্তি চাই, চাই বাধাহীন জীবন। চাই স্বাভাবিক মৃত্যুর নিশ্চয়তা। চাই বেচেঁ থাকার অধিকার, চাই সত্য বলার অধিকার, সত্য জানার অধিকার। সেই সাথে চাই ভোট ও ভাতের অধিকার।
এইসব অধিকার নিশ্চিত করতে প্রয়োজন মুক্তি আর শান্তি।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.