| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
গল্পসল্প
মাঝে মাঝে হারিয়ে যেতে ইচ্ছে করে দূরে বহু দূরে। কাছের মানুষ গুলো বড় বেশি অচেনা লাগে মাঝে মাঝে। তবুও ভালোবসি সবাই কে। সবাই যখন নিজেকে চালাক ভাবে আমি ঠিক বুঝতে পারি এরা কতটা বোকা । তাই একা একা সাইলেন্ট হাসা হাসি। এটাই আমার জীবন লীপি।
২ টি বছর অক্লান্ত পরিশ্রম করে অবশেষে পহেলা জানুয়ারীতে ক্লাব ৬ নামে একটা ইভেন্ট ফার্ম খুলে ফেল্লাম। হাতে ৩ টি কাজের অর্ডার ও আছে। আরো কাজ আসার প্রক্রিয়া চলছে। খুবই ভালো লাগছে। সামুর অনেকে আছে আমার সাথে তাই আরো ভালো লাগছে। আর সামুর সব সব সব ভাইদের যদি কোন উপকারে আসি আমি ধন্য হবো। কোন বেপার না সরাসরি আমাকে ফোন দিবেন। আমরা একে অপরের জন্য। ভালোবাসা তাই স্পষ্ট। যে কোন ইভেন্ট আমরা এক সাথে করবো এই প্রত্যয় রইলো। সামু একটা বন্ধুত্তের প্লাটফর্ম তাই সবাই আমরা সামু বন্ধু এটা আবার মনে করিয়ে দিয়ে ফ্রি বিজ্ঞাপন বন্ধ করলাম। হা হা হা।
http://www.c6showbiz.com
২|
০৯ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:০৯
ভিটামিন সি বলেছেন: যদি কখনো কোন প্রকার নারিকেল তেলের বিজ্ঞাপনের জন্য মডেল দরকার পরে, মানে লম্বা চুল ওয়ালা মেয়ে আর কি। আমার সাথে যোগাযোগ করলে দিতে পারব। একমাথা চুল হাটু পর্যন্ত। চেহারাও মাসাল্লাহ ফর্সা আছে। উচ্চতা সুমাইয়া শিমুর মতো। নাম মৌসুমী জুনিয়র।
৩|
০৯ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ১:০৮
ইথান মাহমুদ বলেছেন: হা হা হা হা @ভিটামিন সি
©somewhere in net ltd.
১|
০৯ ই জানুয়ারি, ২০১৩ সকাল ৭:৫৪
এহসান সাবির বলেছেন: দোয়া রইলো।