| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
গল্পসল্প
মাঝে মাঝে হারিয়ে যেতে ইচ্ছে করে দূরে বহু দূরে। কাছের মানুষ গুলো বড় বেশি অচেনা লাগে মাঝে মাঝে। তবুও ভালোবসি সবাই কে। সবাই যখন নিজেকে চালাক ভাবে আমি ঠিক বুঝতে পারি এরা কতটা বোকা । তাই একা একা সাইলেন্ট হাসা হাসি। এটাই আমার জীবন লীপি।
আজ আমি সিদ্ধান্ত নিয়েছি কেউ বলুক আর না বলুক যারা এ যু্দ্ধে আংশ গ্রকন করেছেন এবং করবেন সবাই মুক্তি যোদ্ধাদের উপাদির মত একটি উপাদি আমি দিব তা হোল "স্বাধীন বাংলা যোদ্ধা" । স্বাধীন বাংলা যোদ্ধা তারাই যারা মুক্তি যোদ্ধাদের অসমাপ্ত কাজ কে সম্পুর্ন করবেন। আমাদের এ যুদ্ধ সব অপশক্তির বিরুদ্ধে তাই আসুন আমরা যোদ্ধারা নামের পাশে নিজেরা্ই উপাধি টা দিয়ে দিই এতে শক্তি আরো তরান্বিত হবে।
পোষ্ট টি গতকাল থেকে বার বার দিতে চাচ্ছি।আপনারা এ পোষ্ট টি কপি পেষ্ট করতে পারেন।
©somewhere in net ltd.