নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

যোদ্ধা

গল্পসল্প

মাঝে মাঝে হারিয়ে যেতে ইচ্ছে করে দূরে বহু দূরে। কাছের মানুষ গুলো বড় বেশি অচেনা লাগে মাঝে মাঝে। তবুও ভালোবসি সবাই কে। সবাই যখন নিজেকে চালাক ভাবে আমি ঠিক বুঝতে পারি এরা কতটা বোকা । তাই একা একা সাইলেন্ট হাসা হাসি। এটাই আমার জীবন লীপি।

গল্পসল্প › বিস্তারিত পোস্টঃ

সাবধান সবাই সাবধনা।ফেবু বন্ধুত্তের লিষ্ট টা এখুনি চে করুন।

১২ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৩:৩৬

আমার ফেসবুকে বন্ধুদের মধ্যে ১৮ জন জামাত তা আমি জানতাম ই না। আমি তো পুরা বেকুব। যে বড় ভাই কে আমি নিজের আপন ভাই এর মত ভালোবাসতাম সে ও আজ একটা .......। হা হা আমি অবাক তবে কোন আপস নয় সরাসরি ব্যান করে দিয়েছি। আমাকে কি কি যেন করতে চায় আমি হাসি আর হাসি হা হা আর ভাবি আমি এমন কোন গুরুত্ব পূর্ন ব্যক্তি নই যে আমাকে ..........। তবে আজ বুঝতে পেরেছি আমি ওদের জন্য গুরুত্বপূর্ন । তাই হয়ত । তবে কোন টেনশন নাই আমি ওপেন ডিক্লার দিয়েছি। আমাকে কারো খোজা লাগবে না আমি ই সবাই কে খোজা শুরু করে দিয়েছি। আমি যোদ্ধা আমি ভয় পাই না রাক্ষুসে রক্ত মাখা হাত কে । আমি ভালোবাসি স্বাধীনতা । যুদ্ধাপরাধীর ফাসি নিজ চক্ষু দর্শন না করা পর্যন্ত আমি থামছি না। আমার বর ভাই ৭১ এ গুলি খেয়ে আজ যুদ্ধাহত আর আমি ওনার ছোট ভাই হিসেবে দু একটা মেইল পেতে ই পারি । আসুন আমরা সবাই আমাদের বন্ধুত্বের লিষ্ট টা একবার চেক করি। আর ধরে ধরে লিস্ট করি। ওই লিষ্ট টা শাহবাগে জনতার সামনে প্রকাশ করি । আপনি আমি জানলে হবে না সারা বাংলাদেশ কে জানাতে হবে রাজাকারের উৎপাদন স্থল। শুরু করেছিলাম আমরা ব্লগ থেকে আজ পুরো বাংলাদেশ আমাদের সাথে । আর নয় ভয় এবার করবো জয়।



আমরা ব্লগার রা এবং ফেবু রা সত্যিই ধন্য দেশের স্বাধীনতা পাগল মানুষের জন্য । মানুষ এখনো স্বাধীনতার পরশ পায় নি। এবারের আন্দোলনে মাধ্যমে তারা তা ই জানিয়ে দিল। ঘরে ঘরে দূর্গ গড়ে তুলছে সাবই। এ দূর্গ ভাঙ্গা কঠিন । জাগ্রত জনতার দূর্গ সম্পর্কে হয়তো কারো ধারনা ছিল না। আর মহাসমাবেশ অর্থটা বুঝতে কারো দেরিও হয়নি। ধন্যবাদ সহ যোদ্ধারা যারা সহমর্মিতা প্রকাশ করেছেন।

মন্তব্য ১ টি রেটিং +১/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:৪৪

খুব সাধারন একজন বলেছেন: সাব্বাস।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.