| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
গল্পসল্প
মাঝে মাঝে হারিয়ে যেতে ইচ্ছে করে দূরে বহু দূরে। কাছের মানুষ গুলো বড় বেশি অচেনা লাগে মাঝে মাঝে। তবুও ভালোবসি সবাই কে। সবাই যখন নিজেকে চালাক ভাবে আমি ঠিক বুঝতে পারি এরা কতটা বোকা । তাই একা একা সাইলেন্ট হাসা হাসি। এটাই আমার জীবন লীপি।
বি এন পি এক বড় নেতা আরটিভিতে সংবাদে বল্ল জনাতার কথা এবং শাহবাগরে কথা চিন্তা করে রায় পরিবর্তন কররে হবে না এতে বিচার কার্য বেঘাৎ ঘটবে এবং প্রশ্ন বিদ্ধ হবে। বিচার কার্য তার আপন গতিতে চলে জনগনের মতের উপর নয়। উনি যা বোঝাতে চেয়েছেন মনে হয় এটা ই আর কথা গুলো ও স্পষ্ট । আমার রাজনৈতিক বন্ধু রা আমাকে বলে তুই রাজনীতির কি বুঝিস , শাহবাগ এর গনজাগরনে ছাত্রলীগের এবং এর পেছনে অনেকে সাপোর্ট দিচ্ছে আমি মুগ্ধ ওদের কথা শুনে। আমি রাজনীতি না বুঝে যদি এটা বুঝতে পারি ওরা কত বড় বলদ আর নিজেদের জাহির করার হত উপায় যানে ভেবে হাসি। শাহবাগে কাউকে ২০ টাকা মাথা পিছু দিয়ে আনা হয়নি। সুতরাং মন থেকে আমি আওয়ামী রাজনীতি এবং ২ পরিবারের রাজনীতি ফেলে শাহবাগ নীতি গ্রহন করেছি। জনতারা নিজেরাই নেতা তাদের নেতৃত্ব দরকার হয় না । অনেক ভুজুং ভাজুং বুঝাইয়া ভোট নেয়া এবার বাহির হইবো। এ তো মাত্র শুরু রাজাকারের ফাসির পর শুরু হবে ২ পরিবারের অত্যাচার আর মিথ্যাচার এর প্রতিবাদ । শুধু তাই নয় সকল দুর্নিতির বিচার ও এ শাহবাগে হবে । সবাই প্রস্তুতি নিন ।
২|
১৩ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৩:৫৮
স্বপনবাজ বলেছেন: শুধু তাই নয় সকল দুর্নিতির বিচার ও এ শাহবাগে হবে । সবাই প্রস্তুতি নিন ।
৩|
১৩ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১০:১৩
মো ঃ আবু সাঈদ বলেছেন: Click This Link
©somewhere in net ltd.
১|
১৩ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৩:৫২
গাজী আলআমিন বলেছেন: কেন এই (!)আর্চয বোধক চিহ্ন দিনকাল পত্রিকার???
Click This Link