| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
গল্পসল্প
মাঝে মাঝে হারিয়ে যেতে ইচ্ছে করে দূরে বহু দূরে। কাছের মানুষ গুলো বড় বেশি অচেনা লাগে মাঝে মাঝে। তবুও ভালোবসি সবাই কে। সবাই যখন নিজেকে চালাক ভাবে আমি ঠিক বুঝতে পারি এরা কতটা বোকা । তাই একা একা সাইলেন্ট হাসা হাসি। এটাই আমার জীবন লীপি।
উদয়ের পথে শুনি কার বাণী,
"ভয় নাই, ওরে ভয় নাই--
নিঃশেষে প্রাণ যে করিবে দান
ক্ষয় নাই তার ক্ষয় নাই।'
২|
১৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ ভোর ৫:৪৪
গল্পসল্প বলেছেন: ৪ ঘিটকায় েদখেবন দয়া কিরয়া।
©somewhere in net ltd.
১|
১৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ ভোর ৫:৩৮
নীলকন্ঠ. বলেছেন: যাহার ইচ্ছা নাস্তিক হইবার তিনি নাস্তিক হইয়া যাইতে পারেন; কিন্তু নাস্তিক্যগিরি প্রকাশ করিতে গেলে কেন ইসলামকে আক্রমন করিতে হইবে? ইসলামকে আক্রমন না করিলে নাস্তিক্যের পরিপূর্ণতা ঘটে না এই জন্য? নাস্তিক হিসেবে কদর পাওয়া যায়না এই জন্য? আমাদের বিশিষ্ট শাহবাগী থাবা বাবা (রাজীব) নাস্তিক হিসেবে কদর পাইবার জন্য যাহা লিখিলেন নাস্তিকরা কোন মস্তিষ্কে ইহাকে সঠিক বলিয়া মানিয়া নেয়?
আমরা দাবী জানাইতেছি, থাবা বাবা গ্রুফ মৃত্যুর পর তাহাদের সৎকার কীরূপে হইবে - এই বিষয়টা খোলসা করিয়া দিক।