| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
গল্পসল্প
মাঝে মাঝে হারিয়ে যেতে ইচ্ছে করে দূরে বহু দূরে। কাছের মানুষ গুলো বড় বেশি অচেনা লাগে মাঝে মাঝে। তবুও ভালোবসি সবাই কে। সবাই যখন নিজেকে চালাক ভাবে আমি ঠিক বুঝতে পারি এরা কতটা বোকা । তাই একা একা সাইলেন্ট হাসা হাসি। এটাই আমার জীবন লীপি।
ট্রাইব্যুনালের বিচার-প্রক্রিয়া নিয়ে আমাদের বক্তব্য নেই। কিন্তু এই রায় আমার কাছে গ্রহণযোগ্য নয়। এই রায় বঙ্গবন্ধু, ৩০ লাখ শহীদ, ছয় লাখ বীরাঙ্গনা ও মুক্তিযোদ্ধা এবং বাংলাদেশের জন্মকে অপমান করেছে। আমরা এ রায়ের তিব্র প্রতিবাদ জানাই। বাচ্চু রাজাকারের অভিযোগ থেকে কাদের মোল্লার বিরুদ্ধে অভিযোগ ভয়াভয় তবে কাদের মোল্লার রায় কেন হবে যাবজ্জীবন তা আমার বোধ গম্য নয়। এখানে বিশাল সরযন্ত্রের অভাস পাচ্ছি আমরা। আমরা জেগে আছি থাববো। যত দিন আমরা দেশ কে প্রকৃত স্বাধীন না করতে পারি। আর যারা আজ বড় বড় বুলি ছারে তাদের উদ্দেশ্যে বলি ৪২ বছর কই ছিলেন এবং কি করেছেন জবাব দেন। আমাদের কাছে আপনাদের জবাব দিতে হবে।আমারা সত্য এবং সঠিক তথ্য চাই ।আমাদের তথ্য দিন । আমাদের দাবি একটাই যুদ্ধাপরাধের বিচারে কোন সমঝোতা নয়।
২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ ভোর ৪:২৯
গল্পসল্প বলেছেন: ভাই সহমত প্রকাশ করলাম।
২|
২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ ভোর ৫:০৬
*কুনোব্যাঙ* বলেছেন: আর যারা আজ বড় বড় বুলি ছারে তাদের উদ্দেশ্যে বলি ৪২ বছর কই ছিলেন এবং কি করেছেন জবাব দেন।
©somewhere in net ltd.
১|
২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ ভোর ৪:১৩
পীরসাহেব বলেছেন: মৌসুমি বুদ্ধিবেশ্যাদের নিয়া টেনশন কৈরান্না, ইগনোর করেন, এমনেই সামনে হালাগো দিন খারাপ আইতাছে।