| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
গল্পসল্প
মাঝে মাঝে হারিয়ে যেতে ইচ্ছে করে দূরে বহু দূরে। কাছের মানুষ গুলো বড় বেশি অচেনা লাগে মাঝে মাঝে। তবুও ভালোবসি সবাই কে। সবাই যখন নিজেকে চালাক ভাবে আমি ঠিক বুঝতে পারি এরা কতটা বোকা । তাই একা একা সাইলেন্ট হাসা হাসি। এটাই আমার জীবন লীপি।
২০১০ থেকে আজ পর্যন্ত শেয়ার মার্কেট নিয়ে কোন লেখা লেখি করেছি বলে আমার মনে নেই তবে আজ বসলাম লেখতে কারন তো আছে ই। আজ কিছু পজিটিভ তথ্য এবং আমার বিশ্নেষন নিয়ে কথা বলবো। আমাদের তিন বছর কিভাবে যাচ্ছে তা আমরাই জানি । আমার মনে হয় আর আমাদের বেশি দিন কাঁদতে হবে না কারন সরকারের শেষ ৮ মাসের মধ্যে যে ভাবে ই হোক শেয়ার মার্কেট ভালো করতে হবে যদি না করে তবে এর ইফেক্ট সরকার খুব ভালো ভাবে জানে। এখন মার্কেটের যে অবস্থা তাতে দেশের সার্বিক পরিস্থিতি দায়ি। রাজনৈতিক অস্থিতিশীলতার মধ্যে শেয়ার মার্কেট ঘুরপাক খাচ্ছে এটা চলবে তবে শেয়ার মার্কেট নিয়ে সরকারের বিব্রতকর পরিস্থিতি সরকারই মোকাবিলা করবে। আর মার্কেট যদি একবার ঘুরে দারায় আমাদের সর্বোচ্চ ১ মাস এর মধ্যে মোটামুটি রিকভারিতে চলে আসবে বলে আমার ধারনা। বিভিন্ন দিক থেকে তাই শোনা যাচ্ছে। এ মুহুর্তে বাংলাদেশের শেয়ার মার্কেট ইনভেষ্ট করার জন্য পারফেক্ট তবে দেশের সার্বিক অবস্থা বিবেচনা করে কেউ এগিয়ে আসছে না তবে খুব শিগ্রি আমার মনে হয় এগিয়ে আসবে সবাই। আমি সহ সকল বিনিয়োগ কারী দের বলবো আর একটু ধোর্য ধরেন আমাদের নিজেদের ভালোর জন্য। এ সরকারের টাইম ফ্রেমে আমরা আমাদের টাকা ফিরে পাব।
ধন্যবাদ
২|
০৬ ই মার্চ, ২০১৩ ভোর ৬:৫৮
মামহাসান৪৬২ বলেছেন: আওয়ামীলীগকে বিশ্বাস করিনা।
©somewhere in net ltd.
১|
০৬ ই মার্চ, ২০১৩ রাত ২:৫৮
বিকারগ্রস্থ মস্তিস্ক বলেছেন:
রাতের বেলায় বিনোদের অভাব নাইক্কা !!
ইন্টারেষ্ট রেইট বোরৌ ৮% ১২-১৫ লেন্ডিং করুক বাজার ভালো হয়ে যাবে