![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মাঝে মাঝে হারিয়ে যেতে ইচ্ছে করে দূরে বহু দূরে। কাছের মানুষ গুলো বড় বেশি অচেনা লাগে মাঝে মাঝে। তবুও ভালোবসি সবাই কে। সবাই যখন নিজেকে চালাক ভাবে আমি ঠিক বুঝতে পারি এরা কতটা বোকা । তাই একা একা সাইলেন্ট হাসা হাসি। এটাই আমার জীবন লীপি।
AB এ দুইটা শব্দতে আমার এলার্জি আছে। আমার মনে হয় পুরো বাংলাদেশ ও আমার মত এক মত হবেন। আবার মজার বেপার AB ছারা কোন কিছু ভাবতে ও পারছিনা আমরা। হয় A না হয় B। সাধারন আম-জনতা এতই বোকা AB নিয়ে যুদ্ধ করে। পৃথিবীর উন্নয়নশীল দেশ গুলো যেখানে নিজেদের সম্পদ রক্ষা করতে প্রান বিসর্জন দেয় সেখানে AB র কারনে আমরা আমাদের সম্পদ নষ্ট করি। আমাদের দেশটাকে যেহেতু AB থেকে মুক্ত করতে পারবো না তাই AB কেই কেন আমরা মুক্ত করে দিচ্ছি না আমাদের জীবন থেকে।
©somewhere in net ltd.