নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

স্বাগতম

চাইলেই তো অনেক কিছু লিখা যায়, কিন্তু এতো সময় কই বলুন..

ঘোড়ার_ডিম

একজন ভালো মনের মানুষ হয়ে থাকতে চাই....

ঘোড়ার_ডিম › বিস্তারিত পোস্টঃ

IEEE বিষয়ক সেমিনার

১২ ই নভেম্বর, ২০১৪ রাত ১২:৩৬







ইন্সটিটিউট অফ ইলেক্ট্রিক্যাল এন্ড ইলেক্ট্রনিক্স ইঞ্জিনিয়ার্স (IEEE) এর ব্যানারে অনুষ্ঠিতব্য এবং শিক্ষার্থীদের দ্বারা আয়োজিত বেসরকারি বিশ্ববিদ্যালয় স্টামফোর্ড ইউনিভার্সিটিতে অনুষ্ঠিত হলো IEEE বিষয়ক সেমিনার। বিশ্ববিদ্যালয়ের চেয়ারম্যান প্রফেসর ড. মোঃ জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান বর্ক্তা ছিলেন আইইইই(IEEE) বাংলাদেশ সেশনের ডাবলিও.আই.ই(WIE) গ্রুপের প্রধান ও বুয়েটের সহকারি অধ্যাপক সেলিনা সাহনাজ





১০ই নভেম্বর সোমবার বিশ্বিবদ্যালয়ের সিদ্বেশ্বরী ক্যাম্পাসের অডিটরিয়ারে সকাল ১০ টায় মূল অনষ্ঠান শুরু হয়। শুরুতেই প্রধান রর্ক্তা সেলিনা সাহনাজ আইইইই উপর গুরুত্ব আলোপ করেন। এসময় আইইইই লোগো সম্বলিত টি-শার্ট পরিহিত ছাত্র-ছাত্রী দ্বারা পুরো অডিটরিয়াম কানায় কানায় পূর্ণ হয়ে যায়। তারপর তিনি ডাবলিও.আই.ই (WIE) ওমেন ইন ইন্জিনিয়ারিং এ মহিলাদের ইন্জিনিয়ারিং বিভিন্ন কর্মদক্ষতা ও ডাবলিও.আই.ই’র উদ্দেশ্য এবং নয়েস বিষয়ক প্রযুক্তিক বক্তব্য প্রদান করেন। এসময় ইলেকট্রিক্যাল আন্ড ইলেকট্রনিক ইন্জিনিয়ারিং বিভাগের সকল শিক্ষক মন্ডলীও উপস্থিত ছিলেন।

উপস্থিত ছাত্র-ছাত্রীদের বিভিন্ন মতামত ও আইইইই ছাত্র শাখার সর্বশেষ অবস্থান ও পরবর্তী কর্মসূচি ঘোষনা করে অনুষ্ঠানের সমাপ্তি করাহয়।



সর্বশেষ স্টামফোর্ড ইলেকট্রিক্যাল আন্ড ইলেকট্রনিক ইন্জিনিয়ারস অ্যালামনাই অ্যাসোসিয়েশনের(SEEEAA) পক্ষ থেকে কিছু স্বারক উপহার ডিপার্টমেন্টের প্রধানের হাতে তুলে দেওয়া হয়।



মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.