নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

রফিক আলমগীর

রাফিকুল ইসলাম পাটোয়ারী

সপ্ন দেখি। সপ্ন দেখাই। সপ্ন দেখতে ভালোবাসি।

রাফিকুল ইসলাম পাটোয়ারী › বিস্তারিত পোস্টঃ

সবার কাছে একটাই প্রশ্ন আশরাফুল কি সহানুভতি পেতে পারে না ?

০৫ ই জুন, ২০১৩ দুপুর ২:৪৬

“আমি জাতির কাছে, আমার ভক্তদের কাছে ক্ষমা চাইছি। যা করেছি তার জন্য আমি ভীষণ লজ্জিত।” এভাবেই নিজের কৃতকর্মের কথা স্বীকার করলেন বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুল। যাকে রবি শাস্রী,নাসের হুসেইন,ডেভিড লয়েড বলেছিলেন একবিংশ শতকের অন্যতম সেরা প্রতিভা,আজ তার অনুভূতির দেয়াল জুড়ে শুধু কান্না। আশরাফুল অন্যায় করেছে সেটা নিশ্চিত। কিন্তু এটাও নিশ্চিত সে ক্ষমাপ্রার্থী। আশরাফুল আজ কাঁদলেন। চোখ কালো ছিল অনেকখানি জলে। ক্ষমা চাইলেন।যার ব্যাটের দুর্দান্ত স্পর্শে বিচ্ছুরিত হত ক্রিকেটের সব ব্যাকরন,সেই আশরাফুল অধোবদনে চোখের জলে জানিয়ে দিলেন জমিয়ে রাখা কথাগুলো।এসময় কথা বলতে বলতে গিয়ে তার রোধ হয়ে আসছিল। মনে হচ্ছিল, এভাবে নায়কের আসন থেকে একেবারে খলনায়ক হয়ে যাওয়াটা তিনি নিজেও যেন মেনে নিতে পারছেন না। আবেগ জড়ানো গলায় আশরাফুল বলেন, ‘আপনারা সবাই আমাকে চেনেন আমি কেমন। ১২ বছর ধরে খেলছি। আন্তর্জাতিক ক্রিকেটে আমি কেমন মানুষ, সেটা আপনারা সবাই জানেন। আইসিসির প্রতিবেদন যেহেতু এখনো দেয়া হয়নি, আপনাদের অপেক্ষা করা উচিত।

‘‘বাংলাদেশের মতো ছোট্ট একটি জায়গার বিশাল তারকা তিনি৷ অকপটে যে ভুল স্বীকার করতে পারে, তাঁকে ক্ষমা করে দেয়া উচিত৷”

আমরা ভুলে গেলে চলবেননা আশরাফুল বাংলাদেশের ক্রিকেটের অসাধারণ কিছু কাহিনী রচনা করেছিলেন । সেই টেস্ট অভিষেকেই সেঞ্চুরি তো আছেই, কার্ডিফে তখনকার মহাপরাক্রমশালী অস্ট্রেলিয়াকে বধ করেছিল ১০১ বলে তাঁরই ১০০ রানের ইনিংসটি। পরের ম্যাচেই নটিংহামে ইংল্যান্ডের বোলারদের নাকের জল-চোখের জল এক করে দিয়েছিলেন ৫২ বলে ৯৪ রানের বিস্ফোরক এক ইনিংস খেলে। ২০০৪ সালে চট্টগ্রাম টেস্টে ভারতের বিপক্ষে ১৫৮ রানে অপরাজিত থাকা সেই অসাধারণ ইনিংসটিও চোখে ভেসে আছে সবার।

ভুল তো মানুষ করে।জগতিশ্বর পর্যন্ত ক্ষমা করে দেন। আসুন আমরা আশরাফুল এর প্রতি সহানুভতি প্রকাশ করি। ক্ষমা প্রার্থনার সাথে দুটি জিনিস জড়িয়ে থাকে অবিচ্ছেদ্যভাবে, একটি অনুতাপ ও অনুশোচনা আরেকটি হল আন্তরিকতা। দুটিই করেছেন আশরাফুল।

সবার কাছে একটাই প্রশ্ন এত কিছু করা আশরাফুল কি সহানুভতি পেতে পারে না ?

মন্তব্য ২২ টি রেটিং +০/-০

মন্তব্য (২২) মন্তব্য লিখুন

১| ০৫ ই জুন, ২০১৩ বিকাল ৩:১০

বনসাই বলেছেন: যে বাংলাদেশকে; বাংলাদেশের মানুষের হৃদয়ের অংশ ক্রিকেটকে নিয়ে জুয়া খেলে, যে ফাঁদে পড়ে অকপটে স্বীকার করে দোষ সেই আশার ফুল আশারাফুলের ক্ষমা চাওয়ার সুযোগ দেয়াই অন্যায়। ব্যক্তি আমি কে তাকে ক্ষমা করার! দেশকে; দেশের পনেরো কোটি মানুষকে যে লজ্জা আশরাফুল এন্ড গোং দিয়েছে সেটা কি দিয়ে মুছবে? এতোদিন ভাবেছিলাম ক্রিকেটাররা চেষ্টা করতেন আমাদের সুখী করতে। যখন পারেন নি দুঃখ পেয়েছি। এমন কি ঈদের আনন্দ নষ্ট করেছে তারা তারপরও আস্থা হারাতে দেইনি। আর এখন দেখি তারা ইচ্ছা করেই বাংলাদেশকে হারায়।

সকল স্পট ফিক্সিং এ জড়িত সকল ক্রিকেটারের জেল চাই।

০৫ ই জুন, ২০১৩ রাত ১০:৫৩

রাফিকুল ইসলাম পাটোয়ারী বলেছেন: আপনার কথার সাথে একমত। কিন্তু তার শাস্তি হতে পারে জরিমানা করা।

২| ০৫ ই জুন, ২০১৩ বিকাল ৩:১৯

জহির উদদীন বলেছেন: আশরাফুল সহানুভতি দেখালে ভবিষৎতের আরো অন্যায়কে প্রশয় দেওয়া হবে যেমন ধরুন উদাহরন হিসেবে বলছি ভবিষৎতে সাকিব এমন করল বা মুসফিক এমনটি করলো তখনও তো তারা ক্ষমা পেতে পারে......তারা আশরাফুল চেয়ে কোন অংশে কম নয়.....তাহলে আর কিসের অন্যায় আর কিসের বিচার...

০৫ ই জুন, ২০১৩ রাত ১০:৫৫

রাফিকুল ইসলাম পাটোয়ারী বলেছেন: ভাল বলেছেন। তবে ভবিষ্যতের দিকে সুনজর রাখা উচিত।

৩| ০৫ ই জুন, ২০১৩ বিকাল ৩:২৫

স্বপ্নবিলাসী আমি বলেছেন:




আশরাফুল তুমি ১৬ কোটি বাংগালির সামনে নিজের দোষের কারনে ক্ষমা চেয়ে যে দৃষ্টান্ত স্থাপন করলা সেটা সত্যি ভালো লাগলো ! অন্যায় করেছো আবার সেটা স্বীকারও করেছো , তোমাকে ক্ষমা করা হলো । বাংলাদেশের জনগন বাংলাদেশের মালিক তুমি বাংলাদেশের জনগনের কাছে ক্ষমা চাইছো ! আমি সেই জনগনের খুব ক্ষুদ্র একটা অংশ মালিকানা হিসাবে তোমাকে ক্ষমা করলাম ।








উপরের কথাগুলো আমাদের এক সহব্লগার(আমার ব্যক্তিগত ভাবে প্রিয়) "ঘুড্ডির পাইলট" ভাইয়ের স্ট্যাটাস থেকে কপি-পেষ্ট মারলাম। আসলে কথা গুলো আমারো।



---------------------------------------------------------

"ঘুড্ডির পাইলট" ভাই, আপনি যদি এই কমেন্টটা দেখেই থাকেন তো আশা করছি অন্যের স্ট্যাটাস কপি-পেষ্ট মারার দোষে দোষী বানাইয়া কোন রকম শাস্তির ব্যবস্থা করবেন না!!! ;) :P

০৫ ই জুন, ২০১৩ রাত ১০:৫৬

রাফিকুল ইসলাম পাটোয়ারী বলেছেন: আশরাফুল তুমি ১৬ কোটি বাংগালির সামনে নিজের দোষের কারনে ক্ষমা চেয়ে যে দৃষ্টান্ত স্থাপন করলা সেটা সত্যি ভালো লাগলো ধন্যবাদ।

৪| ০৫ ই জুন, ২০১৩ বিকাল ৩:২৯

আহলান বলেছেন: আশরাফুলের মতো সৎ সাহস জাতির জনকের কন্যারও নাই, স্বাধীনতার ঘোষকের স্ত্রীরও নাই , যারা এই দেশটাকে নিয়ে ক্রিকেট খেলছে , দেশের জনগনকে ফুটবল বানিয়ে কিক মারছে ..... ব্রাভো আশরাফুল ..... ভুল মানুষই করে, .....

০৫ ই জুন, ২০১৩ রাত ১১:০৪

রাফিকুল ইসলাম পাটোয়ারী বলেছেন: “আমি জাতির কাছে, আমার ভক্তদের কাছে ক্ষমা চাইছি। যা করেছি তার জন্য আমি ভীষণ লজ্জিত।” এভাবেই নিজের কৃতকর্মের কথা স্বীকার করলেন বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুল

৫| ০৫ ই জুন, ২০১৩ বিকাল ৩:৪৩

উৎসব সরকার বলেছেন: ক্ষমা করলাম।

০৫ ই জুন, ২০১৩ রাত ১০:৫৫

রাফিকুল ইসলাম পাটোয়ারী বলেছেন: ধন্যবাদ।

৬| ০৫ ই জুন, ২০১৩ বিকাল ৪:০২

লোহিত বামন বলেছেন: সহানুভুতির প্রশ্নই উঠে না। ফিক্সার দের সর্বোচ্চ শাস্তি কাম্য। তবে একথা মাথায় রাখতে হবে আশরাফুল যেন কোন গোষ্ঠীর পুটু বাঁচানোর ঢাল হিসেবে ইউজড না হন।

০৫ ই জুন, ২০১৩ রাত ১০:৫৯

রাফিকুল ইসলাম পাটোয়ারী বলেছেন: “আমি জাতির কাছে, আমার ভক্তদের কাছে ক্ষমা চাইছি। যা করেছি তার জন্য আমি ভীষণ লজ্জিত।” এভাবেই নিজের কৃতকর্মের কথা স্বীকার করলেন বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুল

৭| ০৫ ই জুন, ২০১৩ বিকাল ৪:১৪

ধুমধাম বলেছেন: কেন নয়?

০৫ ই জুন, ২০১৩ রাত ১০:৫৬

রাফিকুল ইসলাম পাটোয়ারী বলেছেন: ধন্যবাদ।

৮| ০৫ ই জুন, ২০১৩ বিকাল ৪:৫৪

মাইন রানা বলেছেন: যে অপকটে দোষ স্বীকার করে তাঁর ভুল ক্ষমা করা উচিত

০৫ ই জুন, ২০১৩ রাত ১১:০০

রাফিকুল ইসলাম পাটোয়ারী বলেছেন: “আমি জাতির কাছে, আমার ভক্তদের কাছে ক্ষমা চাইছি। যা করেছি তার জন্য আমি ভীষণ লজ্জিত।” এভাবেই নিজের কৃতকর্মের কথা স্বীকার করলেন বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুল

৯| ০৫ ই জুন, ২০১৩ বিকাল ৪:৫৮

চলতি নিয়ম বলেছেন: না

০৫ ই জুন, ২০১৩ রাত ১০:৫৭

রাফিকুল ইসলাম পাটোয়ারী বলেছেন: ানুষ মানুষের জন্য। একটু সহানুভতি কি মানুষ পেতে পারেনা। ?

১০| ০৫ ই জুন, ২০১৩ বিকাল ৫:০০

এ জাফর বলেছেন: এই অপকর্মের পেছনের নাটের গুরুদের ও ধরা উচিত।

০৫ ই জুন, ২০১৩ রাত ১০:৫৮

রাফিকুল ইসলাম পাটোয়ারী বলেছেন: বোর্ড কর্মকর্তারা দোষ এড়াতে পারেনা। তারা এতটি বছর কোথায় ছিল?

১১| ০৫ ই জুন, ২০১৩ বিকাল ৫:৪৬

rafiq buet বলেছেন: এ জাফর বলেছেন: এই অপকর্মের পেছনের নাটের গুরুদের ধরা উচিত।

০৫ ই জুন, ২০১৩ রাত ১০:৫৮

রাফিকুল ইসলাম পাটোয়ারী বলেছেন: বোর্ড কর্মকর্তারা দোষ এড়াতে পারেনা। তারা এতটি বছর কোথায় ছিল?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.