নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

স্টিগমা

রাফিন জয়

স্টিগমা

রাফিন জয় › বিস্তারিত পোস্টঃ

মানবের ঘাড়ে দানবের থাবা//কবিতা

২৯ শে জানুয়ারি, ২০১৭ রাত ১০:০৪

মানবের ঘাড়ে দানবের থাবা,
ওরে প্রজন্ম,
কতকাল তা এড়িয়ে যাবা?
শঙ্কার ইস্পাত ‍শৃঙ্খল বিদীর্ণ করে
রদবদল কর মনোভাবের,
গড় র‍্যাডিকাল দৃষ্টিভঙ্গি!
শঙ্কা,,,,শঙ্কা,,,,শঙ্কা!
এই শঙ্কার ভরেই মানবের
ঘাড়ে দানব চেপেছে!
দানব মমতাময়ী নারী তনুদের
দেহ খাবলে খাচ্ছে, চুষে
নিচ্ছে অসহায়ের রক্ত,
দানবের বরে প্রতিশয় শুনতে
হয় অনাত দুগ্ধ শিশুর
আর্তনাদ!
নিচ্ছে হনন করে দেশের গৌরব,
সার্বভৌমত্ব ও জাতির প্রাণ!
দানব নিজ লোলুপ দৃষ্টি ও প্রলোভন
রক্ষায় প্রতিশয় করছে শ্যামল
দুব্বা এবং শৈবাল রক্তে রক্তিমা!
প্রতিবাদ প্রতিধ্বনি মানেই এখন
রাইফেলে ঝাঁজরা বক্ষ!
কত ঝাঁজরা বক্ষ চাই তাদের?
কত বক্ষ তারা ঝাঁজরা করবে?
গণজোয়ার তাতে কি আদৌ
দমাবার!
তাদের প্রতি ঘোষণা,
“নীলিমায় সূর্যাস্ত হয়ে আসে কালো রাত,
পুব গগণে রবির আলোয় আসে নব প্রভাত!!
রক্তিমা হবে নব দিবস প্রথম উল্লাসী
প্রহরের,
প্রতিফল দেখাবো তোদের দেয়া সেই প্রত্যেক
কশাঘাতের!!”

মন্তব্য ৬ টি রেটিং +০/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ২৯ শে জানুয়ারি, ২০১৭ রাত ১০:১১

এম এ কাশেম বলেছেন: প্রতিবাদী ও যুগোপযোগী

শুভ কামনা কবি।

২| ২৯ শে জানুয়ারি, ২০১৭ রাত ১০:২৯

সৈয়দ আবুল ফারাহ্‌ বলেছেন: মানবের ঘাড়ে দানবের থাবা - এটা নতুন প্রজন্ম বুঝতে পারলে ছাড়বে না।

৩| ২৯ শে জানুয়ারি, ২০১৭ রাত ১০:৪১

সামিউল ইসলাম বাবু বলেছেন: সুন্দর কল্পোনা

৪| ২৯ শে জানুয়ারি, ২০১৭ রাত ১১:৩২

পথহারা পথিক আমি বলেছেন: অসাধারণ !

৫| ৩০ শে জানুয়ারি, ২০১৭ সকাল ৮:৪৬

রুরু বলেছেন: কবির জন্য শুভ কামনা। ভালো লাগলো!

৬| ৩১ শে জানুয়ারি, ২০১৭ দুপুর ১:২৯

রাফিন জয় বলেছেন: ধন্যবাদ সবাইকে

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.