![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
দুর্বিনীত ঘূর্ণিপাকে একাই ধরেছো হাল,
ঊর্মি উত্তাল তরঙ্গ মাঝে ছেঁড়া তব পাল!
দুর্দম ওগো কাণ্ডারি বয়ে যাও তরণী,
নিরাশ মম ক্ষুণ্ণ চোখে দেখে তব ধরণী!
ঈশানে বিষাদ বিষাণ সুরেলা সুরে বাজে
বিষাণ,
প্রলয় প্রভঞ্জন বয়ে আনো, আনো ভীম
বান!
বিভীষিকা ভীম শিখা জ্বলে তব চোক্ষে,
জ্বালাও অনল তবে তব ওই বক্ষে!
পুষে যাও সে অনল, বয়ে যাও তরণী,
অকপটে চূর্ণ করো প্রলভনী ধরণী!
ঐতিহ্য, রীতিনীতি, প্রণালী সবটাই
ভক্ষক,
গ্রাস করে সবটা, হও তুমি রক্ষক!
পথ নেই, নেই বেশি অপ্রতুল বিস্তার,
শোষণ-শাসন কর ওগো হে নিস্তার!
বয়ে যাও তরণী, ধরে হাতে তব হাল,
তুমিই র্যাডিকাল সূর্য, রানী, নির্মল
নজরুল!
ধুয়া ধর ও মাঝি, দেখ মুক্তির মহা
গোল,
ভাঙো তবে মুক্তিতে দ্বার দেয়া অর্গল!
প্রাণ রণলিপ্সু নামো মাঠে সমরে,,,
নাশ করো সবকটা, ছুরি হানে যারা
ভ্রমরে!
উজানের মহা ত্রাসে বয়ে চল নৌকা,,
গোবেচারা নিপীড়িত করে তব প্রতীক্ষা!
মাদলের ঝংকার বয়ে আনো যুদ্ধ,
নাশ করে সব পাপি, করো সব শুদ্ধ!
০৮ ই মে, ২০১৭ দুপুর ১:২৪
রাফিন জয় বলেছেন: দরকার আছে কি?
২| ০৮ ই মে, ২০১৭ দুপুর ১২:০৭
সুমন কর বলেছেন: ভালো হয়েছে। +।
০৮ ই মে, ২০১৭ দুপুর ১:২৪
রাফিন জয় বলেছেন: ধন্যবাদ
৩| ০৮ ই মে, ২০১৭ দুপুর ২:৫৬
ধ্রুবক আলো বলেছেন: খুব সুন্দর কবিতা +
১৪ ই মে, ২০১৭ রাত ১১:০৬
রাফিন জয় বলেছেন: দাদা, তোমায় আর ধন্যবাদ বলব না
১৪ ই মে, ২০১৭ রাত ১১:০৬
রাফিন জয় বলেছেন: দাদা, তোমায় আর ধন্যবাদ বলব না
©somewhere in net ltd.
১|
০৮ ই মে, ২০১৭ সকাল ৯:০২
আবু মুছা আল আজাদ বলেছেন: ভাল লাগল।
তবে "নাশ করে সব পাপি, করো সব শুদ্ধ!" সব পাপি যদি মারাই যায় তবে অনুশোচনা করে ফিরে আসবে কে?