নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
অবশ্যই কোচিং বাণিজ্য সমর্থন যোগ্য নয়। কিন্তু শিক্ষার্থীদের অবস্থান নিশ্চিত না করে এভাবে দুম করে কোচিং বন্ধ করে দাওয়াটা কোন স্থায়ী সমাধান? আদৌ কি স্কুল-কলেজ থেকে শিক্ষার্থীরা সম্পূর্ণভাবে পাঠ্যপুস্তক থেকে সম্পূর্ণতা নেয়ার মত ক্লাস পাচ্ছে? রাষ্ট্র কি তা নিশ্চিত করতে পেরেছে?
আমার উত্তর হচ্ছে, মটেই নয়। যার কারণেই শিক্ষার্থীরা কোচিং ক্লাসের আশ্রয় নেয়। কেউ স্বেচ্ছায় নিজের টাকা খরচ করে কোচিং এ দিয়ে আসতে চায় না। বিশেষ করে Science শিক্ষার্থীদের তো কোচিং না করলে হচ্ছেই না। প্র্যাক্টিকাল ব্যবস্থা তেমন করে নিশ্চিত নয় তাদের পড়াশোনার জন্য। তখন কিছুই করার থাকে না।
এখন রাষ্ট্রের প্রয়োজন, কোচিং এর বিকল্প এক্সট্রা কেয়ার রাষ্ট্র কর্তৃক নিশ্চিত করা। যাতে করে প্রত্যেক শিক্ষার্থী নিজেদের প্রতিষ্ঠানের বাইরে কোন ক্লাসের প্রয়োজন বোধ না করে। কোচিং বাণিজ্য বন্ধের জন্য একটা স্থায়ী সমাধান বের করা দরকার শিক্ষা মন্ত্রণালয়ের। তাদের বর্তমান সিদ্ধান্ত কোন স্থায়ী সমাধান নয়। তাই নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও শিক্ষার্থীদের পড়াশোনার জন্য কোচিং ক্লাসের আশ্রয় নিতে হচ্ছে।
২| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৪:০৪
রাজীব নুর বলেছেন: ১৫ লক্ষ লোক বেকার হয়ে যাবে কোচিং বন্ধ হলে।
৩| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৪:০৫
জহিরুল ইসলাম সেতু বলেছেন: একেবারে ঠিক বলেছেন। সমাধানের পথ খুঁজে না পেয়ে শিক্ষামন্ত্রীর মাথাটাই বিগড়ে গেছে। এক্সপেরিমেন্ট করতে করতে শিক্ষার বারোটা বাজিয়েছেন এই লোক। রাষ্ট্রের টাকায় এ ধরনের লোক পোষার মানে হয় না।
৪| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৭:১৪
হাসান কালবৈশাখী বলেছেন:
প্রশ্ন ফাস চক্র দমনে যা যা দরকার তাই করতে হবে।
৫| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৩:২৪
রাফিন জয় বলেছেন: সবাইকে ধন্যযোগ
©somewhere in net ltd.
১| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৪:০০
কাজী ফাতেমা ছবি বলেছেন: হুম একমত