নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

রাফিও ইসলাম

রাফিও ইসলাম › বিস্তারিত পোস্টঃ

বোমার ইশকুল

১৮ ই অক্টোবর, ২০১৩ রাত ১২:২৬

প্রতিবেশী এক চাচার সাথে আমরা সবসময়ই কোরবানী দিয়ে থাকি। কোরবানীর পর চামড়া বেচে দেওয়াটা নিয়ম। মাদ্রাসা থেকে ছাত্ররা সবসময়ই আসে চামড়া কিনে নেওয়ার জন্য, অনেকে তাদেরকে চামড়া দানও করে থাকেন। তো আমার সেই চাচা মাদ্রাসার ছাত্রদের কখনো চামড়া দিতে চাননা। কারণ জিজ্ঞেস করলে বলেন তারা এই টাকায় হয়তো বোমা-টোমা বানাবে। ওনার এই অদ্ভুত কথা আমরা সবাই হেসেই উড়িয়ে দিতেম। এতোদিন চাচার যে কথাটি হেসে উড়িয়ে দিয়েছি সেটা ভয়ানক ভাবে সত্যি হয়ে গেল। বোমা ফেটে নিজেরাই উড়ে গেল। হয়তো তাদের বানানো বোমা আন্তর্জাতিক মানের ছিল না।

মজার ব্যপার হচ্ছে এই কওমীধারার মাদ্রাসাগুলো আরবী ছাড়া অন্য সব ধরনের লেখা-পড়াকে ঘৃণা করে, তারা বাংলা, ইংরেজী, সাহিত্য সব শিক্ষাকেই অনৈসলামিক বলে মনে করে। দেখা যাচ্ছে বাকি সব শিক্ষা পাঠ্যসূচিতে না থাকলেও বোমা বানানোর শিক্ষাটা ঠিকই পাঠ্যসূচিতে রেখেছে।

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১৮ ই অক্টোবর, ২০১৩ রাত ১২:৫৭

শ্রীঘর বলেছেন: মসজিদে-মন্দিরে বোমা মারার সময় এসে গেছে। ধাপে ধাপে পাকিস্তানের দিকে এগিয়ে এই বাংলাদেশ।

১৮ ই অক্টোবর, ২০১৩ রাত ৯:৫৯

রাফিও ইসলাম বলেছেন: আশা করবো যেন সেই দিন ফিরে না আসে

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.