নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

রাফিও ইসলাম

রাফিও ইসলাম › বিস্তারিত পোস্টঃ

মাননীয় প্রধানমন্ত্রীর ফোন

২৪ শে অক্টোবর, ২০১৩ রাত ১২:০২

সন্ধ্যায় হঠাৎ টেলিটক থেকে একটি কল এলো। ফোন রিসিভ করা মাত্রই ওপাশ থেকে অতি পরিচিত এক নারী কন্ঠ বলে উঠল আমি শেখ হাসিনা। রীতিমতো লাফিয়ে উঠলাম। ভয়ে আমার অবস্থা টাইট। আমি আবার কী করলাম? যখনি অতি বিনয়ের সহিত সালাম দিতে যাবো তখনি খেয়াল করলাম ম্যাডাম একাই বলে যাচ্ছেন, আমি শুনছি কিনা সেটার পরোয়া নেই। আমার মোহ ভেঙ্গে গেল। কলটি কম্পিউটার জেনারেটেড। ম্যাডাম একাই শিক্ষা এবং উনার সময়ের উন্নয়ন সম্পর্কে কিছু বলে গেলেন। আমার তো খুশি হওয়ার কথা। কম্পিউটার করুক আর ম্যাডাম নিজেই করুক, মাননীয় প্রধানমন্ত্রীর ফোন তো। কিন্তু আমার খুব খারাপ লাগলো এই ভেবে যে আমার মনের কথা গুলো ম্যাডামকে শোনাতে পারলাম না। বলতে পারলাম না বর্তমান কোটা সিস্টেম নিয়ে ক্ষোভের কথা, বলা হল না আমি চাকরি না পেয়ে ঘুরে বেড়াচ্ছি আর অনেক পদ কোটা পুরণ না হওয়াতে খালি পরে আছে এই কথাটি, আরো বলতে চেয়েছিলাম দেশকে কানা গলি থেকে উদ্ধার করুন, রাজনৈতিক অস্থিতিশীলতার হাত থেকে বাঁচান, ব্যাংকিং সিস্টেম সহ সব সেক্টরে দুর্নীতিবাজদের শায়েস্তা করুন, দলের ভেতরে গণতন্ত্র প্রতিষ্ঠা করুন, সৎ নেতাদের মূল্যায়ন করুন। কিন্তু কিছুই বলা হয়নি। যেভাবে কলটি এসেছিল ঠিক সেভাবেই কেটে গেল। হয়তো আরো অনেকের ফোনে এই কলটি গিয়েছে। তারাও হয়তো আমার মতই শুরুতে ভ্যাবাচেকা খেয়ে পরে চুপ করে শুনে গিয়েছেন প্রধানমন্ত্রীর কথা। হয়তো তারাও আমার মতো মাননীয় প্রধানমন্ত্রীকে কিছু বলতে চেয়েছিলেন কিন্তু পারেননি। মনের কথা মনেই রয়ে গিয়েছে। মিটিং, মিছিল, টেলিভিশন, রেডিও কত ভাবেই না আমরা উনাদের কথা শুনেছি। আজ একটু নতুন ভাবে শুনলাম। প্রযুক্তির মাধ্যমে। কিন্তু কবে সেই সিস্টেম বের হবে যেদিন উনারা আমাদের কথা শুনবেন। একটি বারের জন্য দেশের জনতা প্রধানমন্ত্রীকে বলতে পারবে ম্যাডাম...............

মন্তব্য ৭ টি রেটিং +০/-০

মন্তব্য (৭) মন্তব্য লিখুন

১| ২৪ শে অক্টোবর, ২০১৩ রাত ১২:০৯

নূর আদনান বলেছেন: কিন্তু কবে সেই সিস্টেম বের হবে যেদিন উনারা আমাদের কথা শুনবেন। একটি বারের জন্য দেশের জনতা প্রধানমন্ত্রীকে বলতে পারবে ম্যাডাম............... =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~

২| ২৪ শে অক্টোবর, ২০১৩ রাত ১২:৩৩

আকরাম বলেছেন: মনের কথা মনেই থাকবে..........।
বিরোধী দলে থাকলে তবুও একটু আশা করা যায়।

২৭ শে অক্টোবর, ২০১৩ রাত ১২:০১

রাফিও ইসলাম বলেছেন: মনে হয় না শুনবে। তখন ক্ষমতায় যাওয়ার ধান্দায় থাকবে

৩| ২৪ শে অক্টোবর, ২০১৩ রাত ১:২৫

মশিকুর বলেছেন:
আমি অপেক্ষায় আছি মাননীয় প্রধানমন্ত্রীর ফোনের, বুঝে শুনে কেটে দিবো।

৪| ২৪ শে অক্টোবর, ২০১৩ রাত ২:৫৯

ইকরাম বাপ্পী বলেছেন: ভাই খুব ইচ্ছা হইতাসে কথা কইতে তার লগে?

88 01711520000 & +88 01819260371

লেন এখানে ফোন করে কথা বলে নেন... B-)) B-)) :-B :-B :-B

৫| ২৪ শে অক্টোবর, ২০১৩ রাত ৮:০৫

মুণণা বলেছেন: amake o ph disilo .. ami ekta jhari disi mon ta halka hoise kisuta.. :-)

২৭ শে অক্টোবর, ২০১৩ রাত ১২:০৩

রাফিও ইসলাম বলেছেন: আপনার আইডিয়াটা খারাপ না...... :#) :#) :#)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.