![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সবাই জানি বিচার হয়েছে একাত্তরের অপরাধের জন্য। এই দেশের জন্মের বিরুদ্ধে পাপের কারণে। আমরা একাত্তর দেখিনি। তবে ২০১৩সাল তো দেখেছি। এই পাপীদের বাঁচানোর জন্যে অনেককে পুড়তে দেখেছি, মরতে দেখেছি। পিশাচের হিংস্রতায় ঠাণ্ডা মাথায় নিরীহ মানুষের জীবন প্রদীপ নেভাতে দেখেছি। কয়েকজন অপরাধীকে বাঁচাতে গিয়ে কেড়ে নেয়া হয়েছে অনেক জীবন। তবে কি ২০১৩সালই যথেষ্ট নয় এদের ঝুলিয়ে দেবার জন্যে। জার্মান দার্শনিক ফ্রেইডরিখ হেগেলের একটি কথা বারবার মনে পড়ছে-
...।“শাস্তি হচ্ছে অপরাধীর অধিকার"...
১৩ ই ডিসেম্বর, ২০১৩ সকাল ১১:১৩
রাফিও ইসলাম বলেছেন: ঠিক বলেছেন দস্তগীর ভাই। হলে থাকার সুবাদে আমি খুব ভালো করেই দেখেছি কিভাবে তরুণ ও রাজনৈতিক দিক থেকে অজ্ঞ ছেলে গুলোকে নিজেদের দলে ভেড়ানো হয়। ধর্মের নামে বানানো হয় ধর্মান্ধ।
©somewhere in net ltd.
১|
১২ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১১:৩৭
গোলাম দস্তগীর লিসানি বলেছেন: তেরই যথেষ্ট।
আর সব সময়, শাস্তি হচ্ছে অপরাধীর অধিকার।
সর্বযুগে। ৭১ এবং ১৩ তে। আফসোস, বাচ্চা ছেলেগুলো কীভাবে রাজাকারের সন্তান হয়ে যায়।