![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
..সুযোগ পেলে চলে যাবো শহর ছেড়ে দুরে / কষ্টগুলো ফেলে যাবো পাশের আস্তাকুড়ে!
একলা আমি গোবেচারা
তোমার বাসায় যাই,
নাস্তা দিলে ভদ্রভাবে
একটু আধটু খাই।
আমার বাসায় আসো, ভালো।
কিন্তু ওমা, সেকি!
সব সময়ই সাথে থাকে
গোটা দশেক সখী।
‘এইটা আনুন‘, ‘ঐটা খাব’,
চৌদ্দ পদের নাস্তা ,
পেতাম না তো কষ্ট, যদি
আমায় ভালবাসতা !
১৬ ই মার্চ, ২০১৫ রাত ১০:০৭
রফিক এরশাদ বলেছেন: মানুষের বউ কত ভাল রাঁধে
মজাদার কত রান্না
আমার বউটা ‘ জেন্টেল ওমেন’
ফাস্ট ফুড ছাড়া খাননা।
হরেক রকম বিলেতি খাবার
কাঁটা চামচের খোঁচায়,
মুখে পুড়ে ফেলে, খেয়ে পরে শুধু
আমার সঙ্গে চেঁচায়।
এ আপদটাকে জব্দ করতে
পাচ্ছি না খুঁজে দাওয়াই,
ইচ্ছে করছে, বাসি পানি ভাত
জাইত্যা ধইরা খাওয়াই!
২| ১৬ ই মার্চ, ২০১৫ রাত ৯:৫৫
শায়মা বলেছেন:
১৬ ই মার্চ, ২০১৫ রাত ১০:০৭
রফিক এরশাদ বলেছেন:
৩| ১৬ ই মার্চ, ২০১৫ রাত ১০:১৭
শায়মা বলেছেন: মানুষের বউ কত ভাল রাঁধে
মজাদার কত রান্না
আমার বউটা ‘ জেন্টেল ওমেন’
ফাস্ট ফুড ছাড়া খাননা।
হরেক রকম বিলেতি খাবার
কাঁটা চামচের খোঁচায়,
মুখে পুড়ে ফেলে, খেয়ে পরে শুধু
আমার সঙ্গে চেঁচায়।
এ আপদটাকে জব্দ করতে
পাচ্ছি না খুঁজে দাওয়াই,
ইচ্ছে করছে, বাসি পানি ভাত
জাইত্যা ধইরা খাওয়াই!
হাহাহাহাহাহাহাহাহা
বাসি পানি ভাত, শুধু শুধু ভাত
মাছ গোশ, ডিম ছাড়া
খাওয়াতে যেওনা ভাবীকে আমার
হতে পারো প্রাণ হারা।
বাবার বাড়িতে খেয়েছেন ভাবী
চিকেন, পৌটিন পিজা
সাথে ফিস চিপস,চিজকেক আরো
খেয়েছেন করে মজা।
দূর্বল শিং তুমি ডিং ডিং
পারবে কি তার সাথে?
হাত মাথা ভেঙ্গে, রাস্তার ধারে
বসাবে সে থালা হাতে।
১৬ ই মার্চ, ২০১৫ রাত ১০:২০
রফিক এরশাদ বলেছেন: এক কালে আমি শিকারী ছিলাম, ছিলাম মস্ত বীর,
বুনো পশু আর পাখি মারিতাম ছুড়িতাম ভাল তীর।
রাত কি আধাঁর, বন কি বাদার,আমার দর্পে আগে,
একঘাটে জল খাইতে আসিত পশু - পাখি - মোষ - বাঘে।
সেই দিনগুলি বড় ভাল ছিল, আমি আজ ভাবিতেছি,
শুধু বৌয়ের মারের ভয়ে আজ আমি পালাইয়া বেড়াইতেছি।
৪| ১৬ ই মার্চ, ২০১৫ রাত ১০:২৯
শায়মা বলেছেন: তুমি পালোয়ান ল্যাগব্যাগ শিং তুমি চেঙ্গিস খা
ভীতুর মতন এমন পালানো তোমাকে মানায় না।
তার থেকে সেই আদ্দিকালের তলোয়ার জং ধরা
বের করে আনো তোরঙ্গ হতে ভয়ে হয়োনা আধামরা।
বাড়ির সকল আরশোলা পোকা মাকড় আর টিকটিকি
একে একে মারো ধরে ধরে ভরো বোতলে ঠিকঠিকি।
ভাবী ঘুমুলেই গায়ের উপরে ছেড়ে দেবে তুমি সবই
এরপর ভাবী মারবেনা আর দেখে নিও তুমি ঠিক ঠিকই / সবই/ কবি/ অনেক কিছু হতে পারে।
১৬ ই মার্চ, ২০১৫ রাত ১০:৩১
রফিক এরশাদ বলেছেন: ও বৌ আমার, কুলসুম বিবি, এত কেন চলে তোমার হাত,
চড় কিল ঘুসি খেয়ে পরে আর ঘুম যে আসে না সারাটি রাত!
ভুল হয়ে গেলে মাফ করে দিও,তবু মেরো নাকো আর,
মটমট করে ভেঙ্গে যেন যায় শরীরের সব হাড়!
ঘর জামাই থাকলেই বুঝি বৌয়েরা এমন মারে ?
বাপের বাড়িতে চলে যাব আমি, উঠে কাল খুব ভোরে!
৫| ১৬ ই মার্চ, ২০১৫ রাত ১০:৪০
শায়মা বলেছেন: সঙ্গে করে নিও যেও তারে তোমার বাবার বাড়ি
সেইখানে নিয়ে শিক্ষাটি দিও কথায় কথায় আড়ি।
ভাত খেওনাকো হাত দিয়ে আর বলো ভাঙ্গা হাত দুটো
খাইয়ে সে দেবে এই হাত দিয়ে কুটো করো নাকো আর দুটো।
পায়ে ব্যাথা তায় মেরে মেরে বাত করেছেন মহারাণী
বলবে মালিশ করে দিতে পায়ে পড়া তেল জল পানি।
১৬ ই মার্চ, ২০১৫ রাত ১০:৪৭
রফিক এরশাদ বলেছেন: আমার বিয়ের ঘটক শালাটা কই রে?
তোর পাঁজরের হাড়গুলো শুধু চাই রে।
চেয়েছি একটা সাধারন বৌ আমি গোবেচারা স্বামী,
এই কথা শুনে কি করে রে দিলি অমন দস্যুরানী !
লুটপাট করে নিয়ে গেছে সব আমি জীবন্ত লাশ,
গলা থেকে দয়া করে খুলে দে না বিয়ে নামের ঐ ফাঁস!
৬| ১৬ ই মার্চ, ২০১৫ রাত ১০:৪১
শায়মা বলেছেন: এইভাবে তারে শিক্ষাটি দেবে বোকারাম গাধা ভাই
আমার ভাইয়া হয়েও তোমার বুদ্ধি কিছুই নাই!
১৬ ই মার্চ, ২০১৫ রাত ১০:৪৮
রফিক এরশাদ বলেছেন: আপুনি আপনাকে নিয়ে একটা পিঞ্চিং ছড়িতা লিখছি..কিছুক্ষনের মধ্যে পোস্ট দিব..পড়বেন কিন্তু!!! পিলিজ!!!
৭| ১৬ ই মার্চ, ২০১৫ রাত ১১:০১
শায়মা বলেছেন: পড়বো বটে তবে জানোই তো বেশি পিঞ্চিং হলে কিন্তু আমার তার ছিঁড়ে যায়।
তখন কিন্তু আমি জানিনা।
১৬ ই মার্চ, ২০১৫ রাত ১১:১৯
রফিক এরশাদ বলেছেন: খেক খেক
©somewhere in net ltd.
১|
১৬ ই মার্চ, ২০১৫ রাত ৯:৫৫
শায়মা বলেছেন: ভাইয়া চৌদ্দ পদের নাস্তা কে বানায় দেয়??
ভাবী?