![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
..সুযোগ পেলে চলে যাবো শহর ছেড়ে দুরে / কষ্টগুলো ফেলে যাবো পাশের আস্তাকুড়ে!
সিটি নির্বাচন উপলক্ষে মাইকিং-এ, সুরেলা গানে আর স্লোগানে স্লোগানে কান ঝালাপালা। এক এক জনের স্লোগান থেকে যেন মধু চুইয়ে চুইয়ে পড়ছে। যদি নির্বাচন আচরন বিধি বলে কোন বস্তু না থাকতো তাহলে কেমন হতে পারতো দিল দরদী, মানবদরদী, সমাজ সেবক, শিক্ষানুরাগী, জনগনের কাছের লোক, আপনা লোক, এক মায়ের পেডের খালাতো ভাই মতি চুরা ভাইয়ের নির্বাচনী স্লোগান:
***
মতি চুরার মার্কা কি?
জুতা ছাড়া আর কি!
***
মতি ভাই সোনার ছেলে
সারা বছর থাকেন জেলে।।
***
মতি চুরা যোগ্য নেতা
ভোট না দিলে দিবেন যাতা।।
***
ডান হাতে ভোট দেন
বাম হাতে নোট নেন।।
***
সবাই থাকেন ভাইয়ের সাথে
নইলে ভাইয়ে আসবে রাতে।।
***
মতি চুরকে ভোট না দিলে
সব হারাবেন কাল সকালে।।
***
ভোট ভোট ভোট চাই
কার কার নোট চাই??
***
মতি ভাইয়ের মনটা নরম
ভোট না পেলে হবেন গরম।।
***
ভোট দিয়া দেন তাড়াতাড়ি
নইলে মাথায় মারমু বাড়ি।।
***
না দাঁড়াইলে ভাইয়ের পিছে
দুইটা খাবেন কানের নিচে।।
***
জুতা যদি না পায় ভোট
মারবো গুলি, লাগবে চোট।।
***
মতি চুরা যদি জিতে
বাঁচবে সবাই পৃথিবীতে।।
***
মা বোনদের বলে যাই
ভোট না দিলে চলে যাই।।
২৪ শে জুলাই, ২০১৫ রাত ১১:৩২
রফিক এরশাদ বলেছেন: হারিয়ে গিয়েছি আর আপামুনি ডেকো না,
খুব বেশি পেকেঁ গেছো, এর বেশি পেকো না।
ঝামেলা আমারি থাক, তুমি গায়ে মেখো না
দেখলেও না দেখার ভান করে দেখো না।
same to you too আপু মিস করি তাতে কি
কেউ এসে দেখবে না, কি খাচ্ছি, পাতে কি!
কাজ আছে, কাজ করি দানা পরে পেটে-
লাইফ হেল হয়ে গেছে এইভাবে খেটে :-<
২| ২৮ শে জুলাই, ২০১৫ বিকাল ৩:১৫
জেন রসি বলেছেন: হা হা হা......
অনেক মজা পাইলাম।
চমৎকার হয়েছে।
©somewhere in net ltd.
১|
২৪ শে জুলাই, ২০১৫ রাত ৯:০৯
শায়মা বলেছেন: ভাইয়া!!!!!!!!!!!
কোথায় ছিলে???
আই ওয়াজ মিসিং ইউ ভাইয়ামনি!!!!!!!!