![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
..সুযোগ পেলে চলে যাবো শহর ছেড়ে দুরে / কষ্টগুলো ফেলে যাবো পাশের আস্তাকুড়ে!
ভালবাসার অনেক ধরন, ভালবাসার মানে-
এই দুনিয়ায় কেবলমাত্র আল্লাহ মাবুদ জানে।
ভালবাসা বড়ই জটিল, খুব ক্রিটিকাল প্রেম,
প্রেমে পড়লে সবার নাকি আওলা থাকে ব্রেন।
ভালবাসা জাত মানে না, কালো কিংবা সাদা,
কারণ সবাই ভালবাসার আজিব সুতায় বাঁধা।
ভালবাসার আদর সোহাগ, মহব্বতের দোলায়-
দুহাত পেতে যা পাও নিয়ে ভরো নিজের ঝোলায়!
প্রেম করে কেউ পিঠে উঠে করতে পারে আয়েশ,
পেটে পড়লে দু’তিন ফোটা ভালবাসার পায়েশ।
কেউ বা আবার প্রেমের ছুতোয় উঠতে পারে ঘাড়ে,
প্রেম করে কেউ পথের ফকির ! ঘুড়ছে দ্বারে দ্বারে ।
ভালবাসতে চোখ লাগে না, শুধু মনের টানে,
মানুষ-হাতি প্রেম হয়ে যায়! কেমনে? মাবুদ জানে।
গরুর সাথে মানব প্রেমের অজানা দিকগুলি-
উঠবে ভেসে দেখলে এসে এদের কোলাকুলি।
ভালবাসতে গিয়ে ধরা পড়লে কারোর হাতে-
নিয়ম হচ্ছে জানটা নিয়ে ভাগবে সাথে সাথে।
প্রেমে পড়লে ঠিক থাকে না কারোর মতিগতি,
একটু ভুল আসতে পারে চুড়ান্তু দুর্গতি।
০৭ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১১:৪৬
রফিক এরশাদ বলেছেন: কেমন আছেন আপুনি? আপনার সাথে ছড়িতা ছড়িতায় ঝগড়াটা অনেক মিস করি মিস ইউ আপুনি ভেরি মাচ
২| ০৭ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১১:৩৩
প্রামানিক বলেছেন: চমৎকার
০৭ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১১:৪৭
রফিক এরশাদ বলেছেন: ধন্যবাদ বস
৩| ০৮ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১২:০৬
সচেতনহ্যাপী বলেছেন: ভালবাসা বড়ই জটিল, খুব ক্রিটিকাল প্রেম,
প্রেমে পড়লে সবার নাকি আওলা থাকে ব্রেন। -আর কিছু কি বলার আছে।।
৪| ০৮ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ২:০৬
এ কে এম রেজাউল করিম বলেছেন:
প্রকৃত প্রেমে সবাই আউলা-ঝাউলা হবেই হবে।
৫| ০৮ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ২:১৩
এ কে এম রেজাউল করিম বলেছেন:
পেটে পড়লে দু’তিন ফোটা ভালবাসার পায়েশ।
এই দু’তিন ফোটা ভালবাসার পায়েশ'টা কী ?
এনিয়ে আরেকটি কবিতা আশা করছি কবি রফিক এরশাদ -এর কাছে।
৬| ০৮ ই সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৩:১০
শায়মা বলেছেন: মিস করো মানে? কই আছো তুমি?
©somewhere in net ltd.
১|
০৭ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১১:৩০
শায়মা বলেছেন:

কেউ বা আবার প্রেমের ছুতোয় উঠতে পারে ঘাড়ে,
প্রেম করে কেউ পথের ফকির ! ঘুড়ছে দ্বারে দ্বারে
হা হা ভাইয়া !!!!!!!
কত্তদিন পরে!