![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
..সুযোগ পেলে চলে যাবো শহর ছেড়ে দুরে / কষ্টগুলো ফেলে যাবো পাশের আস্তাকুড়ে!
আমরা ভীষন বিজি অনলাইন চ্যাটে,
না খেয়ে করছি চ্যাট, খানা নাই পেটে।
এই চ্যাট, ওই চ্যাট, ইনবক্স এফ বি,
চ্যাট করা কাকে বলে আজ তোরা দেখবি!
প্রেম প্রীতি ভালবাসা, খোলামেলা সংলাপ,
কেউ বেশী ফাল মারে, কেউ মারে কম লাফ।
কারও ঘর ভেঙ্গে যায়, কারও লাগে জোড়া,
রাত জেগে চ্যাট করে কত ছুড়ি ছোড়া।
চ্যাটিং করার সাথী পাওয়া যায় সস্তায়,
আসল চেহারা দেখে ফাইনালি পস্তায়!
২| ১২ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১২:২০
প্রামানিক বলেছেন: চমৎকার ছড়া।
৩| ০৯ ই নভেম্বর, ২০১৫ সকাল ১১:৪৪
মোঃ খুরশীদ আলম বলেছেন: যা কইছেন বস, এক্কেবারে হাছা কতা।
৪| ২৫ শে নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:৩৪
সুলতানা রহমান বলেছেন: ভালই লাগলো।
©somewhere in net ltd.
১|
১১ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১১:৫৮
সুমন কর বলেছেন: ঠিক, একদম ঠিক !!