![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
..সুযোগ পেলে চলে যাবো শহর ছেড়ে দুরে / কষ্টগুলো ফেলে যাবো পাশের আস্তাকুড়ে!
বাড়িওয়ালা ভাড়া চায়, অফিস দেয় সেলারী,
যার ইনকাম বেশী সে বড় খিলাড়ী।
ফকির ভিক্ষা চায়, গায় কত গান-
দুই হাতে দান করে কত দয়াবান।
বইয়ের মূল্য হয়, কিতাবের হাদিয়া,
মাস্তান চাঁদা চায় বুকটাতে ঘা দিয়া।
ব্যাংকের সুদ হয়, কেউ খুশি মুনাফায়,
যেই লাউ সেই কদু, যেটা ভেবে মজা পায়।
উপরি কামাই পেতে কেউ বসে খায় ঘুষ,
ব্যাপার না, মনে হবে খাচ্ছে লেবেনচুশ।
অর্থমন্ত্রী বলে, ‘স্পিডমানি ঘুষ না’
উৎকোচ নেয়া তবে এখন আর দোষ না!
শ্রমিক মজুরী পায়, কখনো ওভার টাইম,
কখনো বোনাস আর কখনো হচ্ছে ফাইন।
কখনো কষ্ট লাগে ভেঙ্গে যায় দিলটা,
খাওয়া শেষে যদি আসে খাবারের বিলটা।
কেউ কমিশন চায়, কেউ চায় ডোনেশন,
কেউ তেলবাজি করে নিতে চায় প্রমোশন।
দালাল দালালি করে, বড় তার শোল্ডার,
কিছু ডিভিডেন্ড চায় শেয়ারের হোল্ডার।
গোপন খবর দিয়ে কেউ খোঁজে বখশিশ,
পাছে লোকে বলে, ‘ভাই আসলেই দেখছিস?’
ঈদে-চাঁদে-অকেশনে কেউ চায় সালামী,
কেউ বলে, ‘বিলিভ মি, নেই নাই কাল আমি!’
মোবাইল ফোনের বিল, সার্ভিস চার্জে,
কেউ ধীরে ডুবে যায় দেনা আর কর্জে।
টিউশন ফিস হল যেটা নেয় টিচারে,
ভিজিট না দিলে পরে ডাক্তার কি ছাড়ে!!
অগ্রিম ও বকেয়ায় দেনা আর পাওনা,
টাকার কত্ত নাম যেদিকে তাকাওনা।
কেউ তো বলে না টাকা, তবু চড়া দামে-
ঘুড়ছে আজিব টাকা বিভিন্ন নামে।
০৯ ই নভেম্বর, ২০১৫ দুপুর ১২:০৪
রফিক এরশাদ বলেছেন: ধন্যবাদ ভাই! কিন্তু মনে রাখবেন, টাকাকে টাকা বলা যাবে না!!
২| ০৯ ই নভেম্বর, ২০১৫ দুপুর ২:৫২
হোসাইন আল মামুন বলেছেন: ঘুষ না
২৮ শে নভেম্বর, ২০১৫ রাত ১২:২৭
রফিক এরশাদ বলেছেন: হুমমমম
৩| ১৩ ই নভেম্বর, ২০১৫ দুপুর ১:৫৭
শায়মা বলেছেন: টাকা নাকি তারই হয় যার পড়ে টাক
মাথাতেই তার নাকি ইয়ে করে কাক।
ভাইয়াটা বয়স তো কম আর হলো না
মাথাতে পড়েছে কি টাক, চুপি চুপি বলো না।
ভাবী নাকি রোজ রোজ চুলগুলো ছেড়ে
পকেটে যা কিছু পায় নেয় নাকি কেড়ে?
সেই দুখে তুমি সুখে লিখছো যে ছড়া
মাথাতে ঢালছো নাকি জল ঘড়া ঘড়া!
স্টিকি পোস্ট দেখো লেখা প্রতিযোগীতার
ছড়াতেই তুমি ছাড়া আর বড় কে আর?
উইদাউট কমপিট তুমি এক নাম্বার।
দেবে নাকি যোগ সেটা ভেবে দেখো একবার।
২৫ শে নভেম্বর, ২০১৫ রাত ২:৫৪
রফিক এরশাদ বলেছেন: আফামুনি লেখা দিছি শুধু তোমার কথায়,
আমার লেখা না ছাপাইলে মারমু তোমার মাথায়!
আমার লেখা কঁচু ঘেঁচু, তোমার লেখা জোস,
আমার লেখা না ছাপাইলে সবই তোমার দোষ
৪| ২৫ শে নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:১৫
প্রামানিক বলেছেন: এক কথায় চমৎকার। ধন্যবাদ
২৫ শে নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:৩৬
রফিক এরশাদ বলেছেন: ধন্যবাদ বস
৫| ২৭ শে নভেম্বর, ২০১৫ সকাল ৯:৫৩
শায়মা বলেছেন: লেখক বলেছেন: আফামুনি লেখা দিছি শুধু তোমার কথায়,
আমার লেখা না ছাপাইলে মারমু তোমার মাথায়!
আমার লেখা কঁচু ঘেঁচু, তোমার লেখা জোস,
আমার লেখা না ছাপাইলে সবই তোমার দোষ
তোমার লেখা এক নাম্বার তোমার লেখা সেরা
জাজ মাজ মানিনাকো তুমি ভাই মেরা
সর্ব যুগ আর সব সর্বকালে
তুমি সেরা জানে সবে সামুর এই ভালে
তাও যদি তারা কেউ সে কথা না মানে
বাঁচবে নাকি তারা কেউ জানে প্রাণে!
তুমি আছো থাকবেই আজীবন সেরা
আমি মানি এই কথা এও কি নয় ঢেরা? ( ঢের এর প্রতিশব্দ ঢেরা)
২৮ শে নভেম্বর, ২০১৫ রাত ১২:২০
রফিক এরশাদ বলেছেন: যে ছড়িতা লেখছো আপু- তুমি আমার বসী, (বস্ এর স্ত্রীলিঙ্গ বসী)
তোমার লিগা পড়তে পারি গলায় ফাঁসির রশি।
তুমি ইলেকশনে খাড়াও, আমরা তোমার দলে-
তুমি কইলে শীতের রাইতে সাঁতার দিমু জলে।
তোমার লিগা কাঁ কাঁ করুম, করুম মিছিল মিটিং
তোমার লগে মাঝে মইধ্যে করমু হালকা চিটিং!
আমি তোমার ছাত্র হমু তুমি আমার টিচার-
তোমার কাছে গিয়া দিমু সবার নামে বিচার।
উঠতে বইতে ফাপর দিমু, মাঝে মইধ্যে পাম,
আমার তেলে আশা করি বাড়ছে তোমার দাম!!
৬| ২৮ শে নভেম্বর, ২০১৫ রাত ১২:০৫
বাংলার ফেসবুক বলেছেন: কেউ তো বলে না টাকা, তবু চড়া দামে-
ঘুড়ছে আজিব টাকা বিভিন্ন নামে।
২৮ শে নভেম্বর, ২০১৫ রাত ১২:২৮
রফিক এরশাদ বলেছেন: হ বাই..তাইতো
৭| ২৮ শে নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:১৯
শায়মা বলেছেন: যে ছড়িতা লেখছো আপু- তুমি আমার বসী, (বস্ এর স্ত্রীলিঙ্গ বসী)
তোমার লিগা পড়তে পারি গলায় ফাঁসির রশি।
তুমি ইলেকশনে খাড়াও, আমরা তোমার দলে-
তুমি কইলে শীতের রাইতে সাঁতার দিমু জলে।
তোমার লিগা কাঁ কাঁ করুম, করুম মিছিল মিটিং
তোমার লগে মাঝে মইধ্যে করমু হালকা চিটিং!
আমি তোমার ছাত্র হমু তুমি আমার টিচার-
তোমার কাছে গিয়া দিমু সবার নামে বিচার।
উঠতে বইতে ফাপর দিমু, মাঝে মইধ্যে পাম,
আমার তেলে আশা করি বাড়ছে তোমার দাম!!
হা হা হা হা
দাম কি আমার আজ বেড়েছে, বেড়েছে কোন কালে!!!!!!!!!!!
এই প্রাইজট্যাগ লাগিয়েছো তোমরাই আমার ভালে!!!!!!!!!!!
এমন এমন ভালোবাসায় মাথায় উঠে গেছি।
আল্লার ওয়াস্তে এখন আমি নামতে পারলে বাঁচি!!!!!!!!!!!
২৯ শে নভেম্বর, ২০১৫ রাত ১১:৩৮
রফিক এরশাদ বলেছেন: "...এমন এমন ভালোবাসায় মাথায় উঠে গেছি।
আল্লার ওয়াস্তে এখন আমি নামতে পারলে বাঁচি!..."
আহা হা নামবে কেন? মাথায় বসো, বসেই থাকো আপু-
মাথা ছাড়া তোমায় কোথায় জায়গা দেব বাপু!
মাথাই তোমার যোগ্য বাড়ি, চুলের গোড়ায় গোড়ায়
এইখানেতেই মনের সুখে থাকবে জোড়ায় জোড়ায়।
শ্যাম্পু দিব, সাবান দেব কিংবা চুল আঁচরালে,
ধরা কিন্তু পড়তে পারো তোমরা সদলবলে।
মাথা থেকে আসবে নখে, মরবে ঠুস ঠাস,
খুব সাবধান হয়ে যেতে পারে সর্বনাস।
কারও কথা শুনবো না, কেউ মারুন কিংবা বকুন,
কারন আপু তুমি আমার মাথায় থাকা উকুন!!
৮| ০২ রা ডিসেম্বর, ২০১৫ রাত ১০:৩৯
শায়মা বলেছেন: ইয়াক থু থু ছি ছি
তোমার মাথায় উঁকুন বাঁধলো বাসা!
তাই নিয়ে গর্ব করে চিল্লাছো খাসা!
অজুহাত জানাই আছে তুমি নোংরা ভুতো
পিটিয়ে ছাল ছাড়াতে হবে, নইলে লাঠির গুতো।
শ্যাম্পু ম্যামপু কাজ হবেনা কেঁটেই ফেলো মাথা
নো চিন্তা ডু ফূর্তি নাচো ধিনতা ধিনা তা তা।
©somewhere in net ltd.
১|
০৯ ই নভেম্বর, ২০১৫ সকাল ১১:৪৮
নকসী বাংলা বলেছেন: টাকা নিয়ে দারুন রম্য