![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
..সুযোগ পেলে চলে যাবো শহর ছেড়ে দুরে / কষ্টগুলো ফেলে যাবো পাশের আস্তাকুড়ে!
কান্না শেষে হাসি আসে, হাসির পরে কান্না,
হাসতে সবাই ভালবাসেন পরেরটা কেউ চান না।
কান্না কত প্রকার-কি কি! বিভক্ত কয় জাতে!
এবার আমরা চলে যাবো তারই আলোকপাতে।
কান্না দিয়ে জীবন শুরু, কান্না দিয়েই শেষ,
মাঝখানে তার কান্নাকাটির জটিল সমাবেশ।
কান্না অনেক রকম হবে, কান্নার অনেক স্টাইল,
কারও কান্না বুকের ভেতর মুখের ভেতর স্মাইল।
কারও কান্না চেহারাতে ঠাহর করা সোজা,
মনে হবে মাথায় তাদের দশমনি এক বোঝা।
একটু কিছু হলে পরেই ভ্যা ভ্যা করে কাঁদে।
বন্ধ ঘরে, ওয়াশরুমে আর বারান্দা বা ছাদে।
কেউ কাঁদলে পাড়াপড়শির ঘুম হয়ে যায় হারাম,
বুক চাপড়ান, মাথা ঠুকেন, উঠেন, বসেন, দাঁড়ান।
কারও কান্না অঝরধারায় স্রোতের মতন আসে,
দু’নয়নের চোখের পানি আটেনা দুই গ্লাসে।
ওস্তাদজী ছাত্র পিটায় যখন তখন ধরে,
ছাত্র কাঁদে, ‘ওরে মাগো, মাইরা ফালাইলোরে’।
পকেটমারে পড়লে ধরা, কাঁদতে কাঁদতে নাচে,
জান বেঁচে যায় পুলিশ মামা থাকলে ধারে কাছে।
কাঁদতে কাঁদতে বুক ফেটে যায়, বুঝবে না চোখ দেখে,
স্পাইডারম্যান কাঁদছে, মজা দেখবেন আসেন কে কে!
কেউ কেঁদে যায় নাকি সুরে মিনমিনিয়ে চিঁ চিঁ,
মনে হবে নাকের ভিতর গেছে লাউয়ের বিচিঁ।
বৌ’রা করে ভ্যাজর ভ্যাজর যায় না দেখা হাসি,
এটা লাগবে, ওটা লাগবে কান্না বারোমাসই।
নাম্বার ওয়ান সাকিব খানের বুকটা ভরা জ্বালা,
তাইতো ব্যাটার কান্না শুনে কানটা ঝালাপালা।
পরিচালক বললে কাঁদে, বললে পরে হাসে,
জানে না সে কয়টা ছবি করলো বারোমাসে!
কেউ কাঁদলে মুখ বেঁকে যায়, ভেংচি দেয়ার মত,
কাঁদার কারন বলবো কি আর কারন শত শত।
জুয়ায় হেরে কাঁদছে কেউ, আর কেউ হয়েছে লুট,
হিন্দি ছবির নায়িকা কয়, ‘ইতনা বারা ঝুট!
সিরিয়ালে সারাক্ষনই চলছে কান্নাকাটি,
বিষয়বস্তু আর কিছু নয়-তালের ভিতর আঁটি।
বিগ শো কাঁদে ফোঁড়ার জ্বালায়, আর কি সইতে পারে!
কষ্ট কুঁড়ে কুঁড়ে খাচ্ছে রজার ফেদেরারে।
কেউ চিল্লায় বিলাপ করে, কাঁদে মনের সুখে,
চোখ ভিজেনা কান্না এমন, কান্না শুধু মুখে।
কারো বুকে জমাট কষ্ট, কিন্তু কান্না বারণ,
নেতানিয়াহু, প্রেসিডেন্ট বুশ তাদের উদহারন।
মানবজাতির কষ্ট দেখে কাঁদছে ভীষণ ওরা,
তাদের পলিটিক্সে পরে মরছে নিরীহরা।
পথের উপর কাঁদছে শিশু কিসের অপরাধে?
গনতন্ত্র মুখ লুকিয়ে শিশুর মুখে কাঁদে!
ক্ষুধার জ্বালায় কাঁদছে শিশু, কষ্ট পাচ্ছে কি যে!
ধনীর দুলাল কাঁদছে, ‘ড্যাডি চলো না চাইনিজে’!
এত কান্না কাঁদলে সবাই বন্যা হবে দেশে,
তখন মোদের কে বাঁচাবে নৌকা দিয়ে এসে?
সরকারী আইন পাশ করা হোক- ‘যে কাঁদবে তার ফাঁসি’!
কাঁদবে না কেউ, এবার থাকবে সবার মুখে হাসি!!
ছবি সূত্র : ইন্টারনেট
০৭ ই ডিসেম্বর, ২০১৫ রাত ২:০৬
রফিক এরশাদ বলেছেন:
২| ০৭ ই ডিসেম্বর, ২০১৫ রাত ২:১১
অতঃপর হৃদয় বলেছেন: হাসার কি আছে.
০৭ ই ডিসেম্বর, ২০১৫ রাত ২:১৬
রফিক এরশাদ বলেছেন: ...কান্না অনেক রকম হবে, কান্নার অনেক স্টাইল,
কারও কান্না বুকের ভেতর, মুখের ভেতর স্মাইল।...
এই হাসি সেই হাসি না রে ভাই
৩| ০৭ ই ডিসেম্বর, ২০১৫ দুপুর ১২:৫৯
প্রামানিক বলেছেন: চমৎকার কান্নার ছড়া। ধন্যবাদ
০৭ ই ডিসেম্বর, ২০১৫ দুপুর ১:০৪
রফিক এরশাদ বলেছেন: ধন্যবাদ বস
৪| ২২ শে ডিসেম্বর, ২০১৫ সকাল ৮:০১
গেম চেঞ্জার বলেছেন: হায় হায় ভাই...... এ তো পুরাই কান্নাময়........!!!!!!!!
৫| ১৪ ই অক্টোবর, ২০১৮ রাত ৯:৪৪
শায়মা বলেছেন: ভাইয়া তুমি কোথায় আছো
অনেক দিনের পরে!!!
তোমার জন্য আজওআমার
মন যে কেমন করে!!!
হারিয়ে গেলে কোথায় তুমি
ভাইয়ামনি বলো
আরেকটাবার লড়াই হবে
ছড়ায় ছড়ায় চলো ....
©somewhere in net ltd.
১|
০৭ ই ডিসেম্বর, ২০১৫ রাত ২:০৫
অতঃপর হৃদয় বলেছেন: