নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

যাহা বলিব মিথ্যা বলিব । সত্যের ভাত নাই তাই সত্য বলিব না।

রফিক এরশাদ

..সুযোগ পেলে চলে যাবো শহর ছেড়ে দুরে / কষ্টগুলো ফেলে যাবো পাশের আস্তাকুড়ে!

রফিক এরশাদ › বিস্তারিত পোস্টঃ

শায়মা আপার সরকার

১৮ ই ডিসেম্বর, ২০১৮ সকাল ১০:২৬



শায়মা আপা, কোথায় তুমি? করছো এখন কি কি?
তোমায় নিয়ে স্বপ্নটা রোজ চোখ বুজলেই দেখি! B-)
স্বপ্নে দেখি কিনছো তুমি নমিনেশন পেপার,
মিছিল মিটিং হচ্ছে যেন খুব এলাহী ব্যাপার!
“আমার আপা তোমার আপা সবার আপা শায়মা,
দেশের দশের জনগনের কারো টাকাই খায় না। :-<
ঘুষ দেখলে পুশ করে দেয়, দূর্নীতি তার নানা,
মায়ের মত পালে না সে ক্যাডার নামের ছানা। B-)
বড়লোকরা আপা ডাকে, গরীবরা কয় খালা,
গরীব পেলে দান করে দেয় ভিক্ষা করার থালা। :(
সবাই বলছে, শায়মাকে চাই, শায়মাকে খুব দরকার,
এই দেশটার খুব প্রয়োজন শায়মা আপার সরকার”। :D
গনজোয়ার বাড়লো এবার, উঠলো মানুষ জেগে,
বাকি যত দল ছিল, তার সবাই গেল ভেগে।
“শায়মা আপার মার্কা কোনটা, জানা কি আছে কারু?
ভোট ভোট ভোট ভোট চেয়ে যাই, মার্কা এবার ঝাড়ু”! :-/
কাঁপছে আকাশ, কাঁপছে বাতাস, দিচ্ছি স্লোগান - কেশে।
সবাই দেখি ভোটও দিচ্ছে ভোট কেন্দ্রে এসে।
কমিশনও রেজাল্ট দিলো নির্বাচনের পরে-
শোকের ছায়া আসলো নেমে সবার ঘরে ঘরে।
ঘটনা কি? সবাই এতো পাইলো কেন চোট?
জানা গেল ঝাড়ু পাইছে একটা মাত্র ভোট! :|

ভোটটা ছিল দামী,
ভোট দিছিলাম আমি! :-<

কাঁদতে কাঁদতে ঘুম ভেঙ্গে যায়, বালিশটা যায় ভিজা,
গরীব বইলা আইজকা আমার স্বপ্ন হইছে মিছা। :(( :((

মন্তব্য ২৩ টি রেটিং +৪/-০

মন্তব্য (২৩) মন্তব্য লিখুন

১| ১৮ ই ডিসেম্বর, ২০১৮ সকাল ১০:৩৮

বিজন রয় বলেছেন: তিন বছর পর কোথা হতে উড়ে এসে শায়মাকে নিয়ে লিখলেন!!

ব্লগে শায়মা, আর ওদিকে ভোট, ভালই বুদ্ধি খাটিয়েছেন।

তা আছেন কেমন?

১৮ ই ডিসেম্বর, ২০১৮ সকাল ১১:১৩

রফিক এরশাদ বলেছেন: আছি ভাই, আলহামদুলিল্লাহ ভালো। চাকুরীর নানান ব্যাস্ততায় আসলে আসা হয় নাই। চাকুরী ছেড়ে দিছি, ইনশাল্লাহ এখন থেকে চেষ্টা করবো নিয়মিত হবার। ধন্যবাদ।

২| ১৮ ই ডিসেম্বর, ২০১৮ সকাল ১০:৫২

অগ্নি সারথি বলেছেন: শায়মা তুই কুতায়? তাত্তারি আইসা দেইখা যা, তোর হাতে ঝাড়ু ধরায়া দিসে। :P :P :P

২০ শে ডিসেম্বর, ২০১৮ বিকাল ৪:২২

রফিক এরশাদ বলেছেন: শায়মা আপু এসেছেন..আর এসে আমাকে ধুয়ে দিয়েছেন। :(

৩| ১৮ ই ডিসেম্বর, ২০১৮ সকাল ১০:৫৫

সেলিম আনোয়ার বলেছেন: আমার ভোট কে পেয়েছে মশাই???
জালিয়াতি করছেন আপনি??? বাজে নির্বাচন কমিশন। এই ফলাফল প্রত্যাখান করলাম।
শায়মার মার্কা গোলাপফুল অথবা মিষ্টি বকুল!!! :) :P

২০ শে ডিসেম্বর, ২০১৮ বিকাল ৪:২৫

রফিক এরশাদ বলেছেন: ঝাড়ু মার্কা খারাপ কি ভাই? ঝাড়ু তো খুব দরকারী,
ভাত খাইতে লাগে যেমন যে কোন এক তরকারী।
সবার ঘরেই ঝাড়ু আছে, ঝাড়ু ছাড়া চলবে না,
জুতা ছাড়া বের হওয়া যায় এ কথা কেউ বলবে না।
বাঁশ আমাদের কত্ত কাজের, মার্কা এটাও মন্দ কি?
কিন্তু কেউই নিচ্ছে না তা, বুঝি না তো দ্বন্দ কি!!
ঝাড়ু জুতা বাঁশ- মার্কা কেন কেউই নিচ্ছে না?
নির্বাচনের কমিশন কি এসব মার্কা দিচ্ছে না?
প্যারাসিটামল কত্ত কাজের, খাচ্ছি ব্যাথার চোটে,
ভালো লাগতো যদি এটা মার্কা হত ভোটে!
গোবর কত কাজের জিনিস, জৈব ভালো সার,
গোবর মার্কা নিতে পারে সাধ্য আছে কার!!
কুত্তা মার্কা, বিলাই মার্কা, মার্কা আছে কত!
মার্কা নিয়ে বলবো কি আর, মার্কা শত শত!
শায়মা আপু রাগ করেছেন, দিছেন অনেক গাল,
আপুর জন্য নতুন মার্কা আনছি ইস্পেশাল।
ভোট ভোট ভোট চেয়ে যাই, ভোটটা সবাই দিস,
সবার প্রিয় শায়মা আপুর মার্কা এবার- বিষ!!

৪| ১৮ ই ডিসেম্বর, ২০১৮ সকাল ১১:২৫

বাকপ্রবাস বলেছেন: হা হা হা দারুণ

২০ শে ডিসেম্বর, ২০১৮ বিকাল ৪:২৫

রফিক এরশাদ বলেছেন: :)

৫| ১৮ ই ডিসেম্বর, ২০১৮ সকাল ১১:৫৮

আর্কিওপটেরিক্স বলেছেন: জোসস....
শায়মাপুকে নিয়ে কবিতায় ভালোলাগা....
লাভ ইউ শামা আপা B-))

২০ শে ডিসেম্বর, ২০১৮ বিকাল ৪:২৫

রফিক এরশাদ বলেছেন: লাভ ইউ শামা আপা B-))

৬| ১৮ ই ডিসেম্বর, ২০১৮ দুপুর ১২:৪০

করুণাধারা বলেছেন: নিজের মাথাটাকে দেখে শুনে রাখেন, কখন আবার ঝাড়ুর বাড়ি পড়ে!!

২০ শে ডিসেম্বর, ২০১৮ বিকাল ৪:২৭

রফিক এরশাদ বলেছেন: :(

৭| ১৮ ই ডিসেম্বর, ২০১৮ দুপুর ১:১৩

শাহরিয়ার কবীর বলেছেন:

শায়মা আপা কথা কয় না,,, ক্যারে.............. ;)


তারাতারি ইশতেহার চাই !!!!!!!!!!!!!!!!!! :P


কই তুমি ????????????

১৯ শে ডিসেম্বর, ২০১৮ দুপুর ২:০৫

রফিক এরশাদ বলেছেন: অবশেষে শায়মা আপা কথা বলেছেন।

২০ শে ডিসেম্বর, ২০১৮ বিকাল ৪:২৬

রফিক এরশাদ বলেছেন: শায়মা আপু ইশতেহার বানাচ্ছে। ৩০ তারিখের পরে প্রকাশ করবে বলেছে :)

৮| ১৮ ই ডিসেম্বর, ২০১৮ দুপুর ১:৪০

নজসু বলেছেন:




ঝাড়ু মার্কায় দিলে ভোট
শান্তি পাবে ব্লগের লোক। :-B

২০ শে ডিসেম্বর, ২০১৮ বিকাল ৪:৩০

রফিক এরশাদ বলেছেন: শায়মা আপু ভোটে জিতুক চাচ্ছে এখন জাতি,
শায়মা আপু না জিতলে ভাই সবার পাছায় লাথি! :)

৯| ১৮ ই ডিসেম্বর, ২০১৮ বিকাল ৩:১৫

রাজীব নুর বলেছেন: চমৎকার।

১৮ ই ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৩১

রফিক এরশাদ বলেছেন: ধন্যবাদ ভাইজান

১০| ১৮ ই ডিসেম্বর, ২০১৮ রাত ১০:৫৭

শায়মা বলেছেন: হা হা হা হা হা হা হা :P

ভাইয়ামনি ডাকলে শনি নিজের কপাল দোষে
এত্তদিনের পরে এসে পড়লে আমার রোষে..... X((
আমায় নিয়ে স্বপ্ন দেখো, মার্কা আবার ঝাড়ু!
ঘোলটা ঢেলে মাথার তোমার করবো এবার নাড়ু।
চুনকালীতে মুখ ভরাবো, পরাবো এক মালা
বিছুটি তার নাম যে ভায়া, বুঝবে তখন জ্বালা!
আমি নেবো মার্কা ঝাড়ু সাহস তোমার কত!
সোনার তরবারীটারে লাগলো ঝাড়ুর মত!
একটা চক্ষু কানাই ছিলো চশমা দিয়ে ঢাকা
আরেকটারেও এক খোঁচাতে করবো এবার বাঁকা।
স্বপ্ন দেখা ছুটিয়ে দেবো, গুটিয়ে দেবো চামড়া
কুকুরগুলো লেলিয়ে দিয়ে বলবো এবার কামড়া!
কোথাকার কোন ঝাড়ুদারে পেয়েছে এক ভোট
তাই না দেখেই স্বপ্নে কাঁদিস আমার দুস্কে চোট!
ঝাড়ুদারের কন্যাটারে করলি বিয়ে বলে
সবখানেই ঝাড়ু দেখিস, দৃষ্টি যায়রে চলে?
স্বপ্ন দেখা সত্যি হবে এই তরিকা পেলে
বউ এর হাতে দমদমাদম ঝাড়ুর বাড়ি খেলে....

১৯ শে ডিসেম্বর, ২০১৮ দুপুর ১:৫৭

রফিক এরশাদ বলেছেন: ঝাড়ু মার্কা খারাপ টা কি! ঝাড়ু তো খুব দরকারী,
ভাত খাইতে লাগে যেমন যে কোন এক তরকারী।
সবার ঘরেই ঝাড়ু আছে, ঝাড়ু ছাড়া চলবে না,
জুতা ছাড়া বের হওয়া যায় এ কথা কেউ বলবে না।
বাঁশ আমাদের কত্ত কাজের, মার্কা এটাও মন্দ কি?
কিন্তু কেউই নিচ্ছে না তা, বুঝি না তো দ্বন্দ কি!!
ঝাড়ু জুতা বাঁশ- মার্কা কেন কেউই নিচ্ছে না?
নির্বাচনের কমিশন কি এসব মার্কা দিচ্ছে না?
প্যারাসিটামল কত্ত কাজের, খাচ্ছি ব্যাথার চোটে,
ভালো লাগতো যদি এটা মার্কা হত ভোটে!
গোবর কত কাজের জিনিস, জৈব ভালো সার,
গোবর মার্কা নিতে পারে সাধ্য আছে কার!!
কুত্তা মার্কা, বিলাই মার্কা, মার্কা আছে কত!
মার্কা নিয়ে বলবো কি আর, মার্কা শত শত!
শায়মা আপু, সরি বলছি, ঝাড়ু মার্কা বাদ,
আপনারে রাগাইলে আমার জীবনটা বরবাদ!
আমার উপর রাগ করেছেন, দিছেন অনেক গাল,
আপনার জন্য নিয়ে এলাম মার্কা ইস্পেশাল।
ভোট ভোট ভোট চেয়ে যাই, ভোটটা সবাই দিস,
সবার প্রিয় শায়মা আপুর মার্কা এবার- বিষ!!

১১| ১৯ শে ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:১৮

শায়মা বলেছেন:


বিষ!!
শখটা কত ইশ!!!!! X(( :-P
জেনে শুনে খেয়েছো বিষ আছে ভালোই আছে জানা
আরেকবারেও খাবে তাতে করছি আমি মানা!! :D
বিষ খাও বা গলায় দড়ি কিংবা রেলে গলা
যা ইচ্ছে তা দাওগে ভায়া কিচ্ছুটি নেই বলা। :-/
সেবার যে বেশ পড়েছিলে শাকচুন্নীর ফাঁদে
আহারে সেই স্মৃতিতে কি প্রাণটা আজও কাঁদে? :((
ঐ যে সেবার ফেলটা করে মাথায় বাড়ি তুলে
ফ্যানের সাথে প্যাচ লাগিয়ে পড়লে তুমি ঝুলে। :-<
ঢংটা করে ঝুলেছিলে হয়নি যে তাই মরা
আহ্হারে ভাইয়া জীবন তোমার দুঃখ দিয়ে গড়া! |-)
গোবর তোমার মাথায় পোরা তাইতো খেতে পারলে না
গরুর গোবর খেয়েও তবু প্রায়েশ্চিত সারলে না। B:-/
বাঁশ বা জুতো শখ যা যত যা ইচ্ছে তা খাওনা ভাই
আমার মার্কা নিয়ে তোমার চিন্তা করার দরকা নাই X(
বিষের মধ্যে কিসের আশা আজও খুঁজে মরছো হে
বিষধরের লেজটা তুমি এবার ভুলে ধরছো হে! :)

৩১ শে ডিসেম্বর, ২০১৮ দুপুর ১:০০

রফিক এরশাদ বলেছেন: সরি আপু লেট হইলো নির্বাচনের ফলে,
বলো দেখি কেমন আছো? চলছে কেমন..চলে?
রেগে সেদিন কত্ত কথা, কত্ত গালি দিলা,
আইন না মেনে, আইনটাকে ঠিক নিজের হাতে নিলা!!
নো প্রবলেম তোমার গালি মিষ্টি মধুর চেয়েও,
বিলিভ হয় না? তাইলে নিজেই নিজের গালি খেও!!
এবার বলো, চলছে কেমন তোমার হাতের রান্না?
একবার যারা খেয়েছেন আর দু'বার খেতে চাননা!
চলছে কেমন হস্তশিল্প? বুটিক এবং শিলাই?
নকশি কাঁথায় আঁকছো নাকি হাতি, বানর, বিলাই?
ঘর বাড়ি বা পুতুল বানাও? বানাও জাদুর বাকসো?
তোমার কাজে আমি দিলাম একশো তে ঠিক একশো!
খুশি এবার? নাকি বেজার? আবার দিবা গাল?
আমার বাসায় তোমায় দাওয়াত দিলাম গতকাল!
কি খাওয়ানো যাবে তোমায় ভাবছি এখন, দেখি!
আসার সময় হাতে করে আনবে বলো কি কি?
কি কি আনবা জানা দরকার, জানাও আমায় জলদি,
এটাই জেনেই কিনতে যাবো- আদা রসুন হলদি!!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.