![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
পাহাড়ের হিম ঘর ভেঙে তুমি ঝরনা হবে
পাথর আর নুড়ির
আঘাতে আঘাতে তোমার শরীরে ক্ষত হবে
আমি চাইনি।
সবুজের উপত্যকা পিছে ফেলে
তুমি নদী হয়ে দুকূল ভাসাবে
তোমার শরীর ভরে নেবে অজস্র জঞ্জালে
আমি চাইনি।
দিগন্ত জুড়ে উর্বর ফসলের ভূমি হবে তুমি
তোমার শরীরে জন্ম নেবে
বিভিন্ন ঋতুতে বিচিত্র ফসল
ফসলের লোভে কৃষকেরা লাঙ্গলের ফলা
বিঁধিয়ে তোমার বুকে
ঘামে জলে ভেজাবে তোমাকে
আমি চাইনি।
তুমি মেঘহীন আকাশে পূর্ণিমার চাঁদ হবে
তোমার আলোয় মুগ্ধ হবে প্রেমিকের দল
আমি দূর থেকে দেখে যাবো শুধু
অন্যদের মতো
আমি চাইনি।
আমি শুধু চাই
তুমি হবে মানবিক অতি সাধারণ
নিত্যদিন আমাদের জীবন যেমন
হাত বাড়ালেই তোমার ছোঁয়ায় পূর্ণ হবে আমার ভুবন।
(গ্রন্থ – আমি তো বলিনি মনে রেখো)
২৪ শে মার্চ, ২০১৯ সন্ধ্যা ৬:৫১
সায়ন্তন রফিক বলেছেন: জেনে ভালো লাগলো। ধন্যবাদ।
২| ২৪ শে মার্চ, ২০১৯ বিকাল ৪:৩২
মাহমুদুর রহমান বলেছেন: খুব সুন্দর কবিতা।
২৪ শে মার্চ, ২০১৯ সন্ধ্যা ৬:৫১
সায়ন্তন রফিক বলেছেন: জেনে খুশি হলাম। ধন্যবাদ।
৩| ২৪ শে মার্চ, ২০১৯ বিকাল ৪:৫২
জুনায়েদ বি রাহমান বলেছেন: ভালো লেগেছে।
২৪ শে মার্চ, ২০১৯ সন্ধ্যা ৬:৫২
সায়ন্তন রফিক বলেছেন: জেনে ভালো লাগছে। ধন্যবাদ।
৪| ২৪ শে মার্চ, ২০১৯ সন্ধ্যা ৬:৩৪
ব্লগার_প্রান্ত বলেছেন: ভালো লিখেছেন
২৪ শে মার্চ, ২০১৯ সন্ধ্যা ৬:৫৩
সায়ন্তন রফিক বলেছেন: জেনে ভালো লাগলো। ধন্যবাদ।
৫| ২৪ শে মার্চ, ২০১৯ রাত ৯:১৩
সুমন কর বলেছেন: ভালো লাগল।
২৬ শে মার্চ, ২০১৯ সকাল ৯:১৯
সায়ন্তন রফিক বলেছেন: জেনে ভালো লাগলো। ধন্যবাদ।
৬| ২৪ শে মার্চ, ২০১৯ রাত ৯:৫৮
আহমেদ জী এস বলেছেন: সায়ন্তন রফিক,
খুব স্বাভাবিক চাওয়া, তেমন কাউকে এভাবেই চাইতে হয়।
সুন্দর কবিতা।
২৬ শে মার্চ, ২০১৯ সকাল ৯:২১
সায়ন্তন রফিক বলেছেন: তাই। জেনে খুশি হলাম। মন্তব্যের জন্যে ধন্যবাদ।
৭| ২৪ শে মার্চ, ২০১৯ রাত ১১:০৮
তীর্থক বলেছেন: বাহ, বাহ, অনেকদিন পড়ে একটা ভাল লেখা পড়লাম! আপনার লেখার হাত ত বেশ ভাল! চালিয়ে যান!
২৬ শে মার্চ, ২০১৯ সকাল ৯:২২
সায়ন্তন রফিক বলেছেন: জেনে ভালো লাগলো। মন্তব্যের জন্যে ধন্যবাদ।
৮| ২৫ শে মার্চ, ২০১৯ সকাল ৯:৫৭
মোঃ মাইদুল সরকার বলেছেন: আপনার কবিতা লিখার হাত ভাল।
+++++
২৬ শে মার্চ, ২০১৯ সকাল ৯:২৪
সায়ন্তন রফিক বলেছেন: জানি না। তবে লিখতে চেষ্টা করার আনন্দ উপভোগ করি। মন্তব্যের জন্যে ধন্যবাদ।
৯| ৩১ শে মার্চ, ২০১৯ সকাল ১১:২১
বার্ণিক বলেছেন: খুবই সুন্দর কবিতা।
১৪ ই এপ্রিল, ২০১৯ দুপুর ১২:৪৫
সায়ন্তন রফিক বলেছেন: জেনে খুশি হলাম। ধন্যবাদ।
©somewhere in net ltd.
১|
২৪ শে মার্চ, ২০১৯ দুপুর ২:২১
রাজীব নুর বলেছেন: সুন্দর কবিতা।