![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
নিক নাম দেইখা ডর খাইয়েন না।আমি আসলে খুব সাধারন মানুষ।আর জানতে ভালোবাসি জানাতে ভালোবাসি তাই নিজে যা জানব অন্যকেও তা জানাবো।
ত্রিমাত্রিক প্রিন্টারে তৈরি টুথব্রাশ সব দাঁত পরিষ্কার করতে পারবে মাত্র ছয় সেকেন্ডে। প্রযুক্তিবিষয়ক সাইট ম্যাশএবল এক প্রতিবেদনে জানিয়েছে, ব্লিজিডেন্ট নামের এই থ্রিডি প্রিন্টেড টুথব্রাশ দেখতে অনেকটা মাউথগার্ডের মতো।
ব্রাশটির মধ্যে ৬০০ ক্ষুদ্র দাঁত পরিষ্কারক রয়েছে। ব্যবহারকারীকে এই অভিনব টুথব্রাশ দিয়ে দাঁত পরিষ্কার করতে হলে শুধু এটিকে কামড়ে ধরতে হবে। কামড়ে ধরলেই এর ক্ষুদ্র দাঁত পরিষ্কারকগুলো একসঙ্গে ব্যবহারকারীর সব দাঁত মাত্র ছয় সেকেন্ডেই পরিষ্কার করে দেবে। এ প্রসঙ্গে ব্লিজিডেন্টের একজন মুখপাত্র জানিয়েছেন, তাদের ইচ্ছা ছিল একে এমনভাবে ডিজাইন করা, যাতে এতে আপেলের মতো সহজেই কামড় দেয়া যায়।
একটি ব্লিজিডেন্ট টুথব্রাশ তৈরি করতে ১২ সপ্তাহ সময় লাগে, জানিয়েছে ম্যাশএবল। অভিনব এ টুথব্রাশটি এক বছর ব্যবহার করা যাবে এবং এর দাম পড়বে ৩০০ ডলার। ব্যবহারকারী চাইলে এক বছর পর ১৫৯ ডলারের বিনিময়ে এটি পরিবর্তন করতে পারবেন অথবা ৮৯ ডলার খরচ করে এর ক্ষুদ্র দাঁত পরিষ্কারকগুলো জীবাণুমুক্ত করাতে পারবেন। সূত্র : বিডিনিউজ
০৭ ই অক্টোবর, ২০১৩ বিকাল ৪:২৯
রাঘব বোয়াল বলেছেন: আবার জিগায়
২| ০৭ ই অক্টোবর, ২০১৩ সকাল ১১:১৬
আদনান শাহ্িরয়ার বলেছেন: অ্যাঁ অ্যাঁ অ্যাঁ অ্যাঁ অ্যাঁ
০৭ ই অক্টোবর, ২০১৩ বিকাল ৪:২৯
রাঘব বোয়াল বলেছেন: কাঁনদেন কেন??
৩| ০৭ ই অক্টোবর, ২০১৩ সকাল ১১:১৮
টুম্পা মনি বলেছেন: কিনতে মঞ্চায়। কিন্তু এত ট্যাকা কুই পামু?
০৭ ই অক্টোবর, ২০১৩ বিকাল ৪:৩০
রাঘব বোয়াল বলেছেন: আইজকার থেইকা জমানো শুরু কইরা দেন
৪| ০৭ ই অক্টোবর, ২০১৩ দুপুর ১২:৩২
স্নিগ্ধ শোভন বলেছেন:
দারুণ আবিস্কার একটা কিনতে মন চাই
০৭ ই অক্টোবর, ২০১৩ বিকাল ৪:৩১
রাঘব বোয়াল বলেছেন: কিন্না ফেলান ভাই দেরি না কইরা
৫| ০৭ ই অক্টোবর, ২০১৩ বিকাল ৫:০৯
আরাফআহনাফ বলেছেন: মেলা দাম।
০৭ ই অক্টোবর, ২০১৩ রাত ১০:০২
রাঘব বোয়াল বলেছেন: মাত্র ৩০০ ডলার
৬| ০৮ ই অক্টোবর, ২০১৩ সকাল ১১:৩৯
শূন্য পথিক বলেছেন: মাত্র ৩০০ ডলার! ওকে ব্যাটার লাক নেক্স টাইম :-< :-< :-< :-< :-<
১২ ই অক্টোবর, ২০১৩ রাত ১১:১৭
রাঘব বোয়াল বলেছেন:
৭| ১২ ই অক্টোবর, ২০১৩ রাত ১১:৩২
প্রিন্স হেক্টর বলেছেন: ম্যাজিক টুথপাউডার ব্যাবহার করুন
১৫ ই অক্টোবর, ২০১৩ সকাল ৮:৩৮
রাঘব বোয়াল বলেছেন:
৮| ১৫ ই অক্টোবর, ২০১৩ সকাল ৯:০৩
বশর সিদ্দিকী বলেছেন:
দাত ফকফকা পস্কিার
১৭ ই অক্টোবর, ২০১৩ সকাল ৯:৫৭
রাঘব বোয়াল বলেছেন:
৯| ১৫ ই অক্টোবর, ২০১৩ সকাল ৯:০৮
বশর সিদ্দিকী বলেছেন: আমার নতুন পোস্টে আমন্ত্রন রাইল
১৭ ই অক্টোবর, ২০১৩ সকাল ৯:৫৮
রাঘব বোয়াল বলেছেন: স্বাগতম আপনাকে।
১০| ১৭ ই অক্টোবর, ২০১৩ সকাল ১০:২৫
হাসান মাহবুব বলেছেন: দামাদামি করা যাইবো না?
১১| ১৭ ই অক্টোবর, ২০১৩ সকাল ১০:৪২
কালোপরী বলেছেন: এক মাসের বেতন!!!!!!!!!!
©somewhere in net ltd.
১|
০৭ ই অক্টোবর, ২০১৩ সকাল ১১:১৫
ইরফান আহমেদ বর্ষণ বলেছেন: ভালা তো