নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি কেউ না আমি কেউ না

খাঁজা বাবা

বল বীর – বল উন্নত মম শির! শির নেহারি’আমারি নতশির ওই শিখর হিমাদ্রির!

খাঁজা বাবা › বিস্তারিত পোস্টঃ

খেতাব প্রাপ্ত মুক্তিযোদ্ধাদের সমর্থন কোন দলের পাল্লায়?

১০ ই নভেম্বর, ২০১৮ বিকাল ৩:২৩



গত কয়েকদিন যাবত এমন কিছু লেখা বা ছবি ফেসবুকে ঘুরে বেড়াচ্ছে। এই কথাটা হয়ত কামাল হোসেন বলেছেন বা বলেন নি। এটা নিয়ে আমার ভাবার, কৌতুহলের বা বলার কারন নেই। কিন্তু যে বিষয় টি আমাকে ভাবাচ্ছে সেটা হচ্ছে কথাটা আসলেই সত্যি কিনা?
আমাদের মুক্তিযুদ্ধের খেতাব প্রাপ্ত মুক্তিযোদ্ধাদের মধ্যে কতজন বর্তমানে আওয়ামীলীগ বা বি এন পি এর সমর্থক বা সরাসরি রাজনীতির সাথে যুক্ত বা মৃত্যুর আগ পর্যন্ত যুক্ত ছিলেন? অথবা শেষ পর্যন্ত যুক্ত না থাকলে এদের মতাদর্শে বিশ্বাসী ছিলেন?
মানে কোন দলের পক্ষে খেতাব প্রাপ্ত মুক্তিযোদ্ধাদের বেশি সমর্থন? এবং সে সংখ্যাটা কেমন?

এ ধরনের কোন গবষনা কখনো হয়েছে কিনা? হলে তার ফলাফল কারো জানা আছে কিনা? বা এ ব্যাপারে কারো কোন ধারনা ছে কিনা?
জানা থাকলে বা ধরনা থাকলে আমাকে জানানোর অনুরোধ করছি। এ ব্যাপারে আমি খুবই কৌতুহল বোধ করছি।

মন্তব্য ২৪ টি রেটিং +০/-০

মন্তব্য (২৪) মন্তব্য লিখুন

১| ১০ ই নভেম্বর, ২০১৮ বিকাল ৩:৩২

সাইন বোর্ড বলেছেন: ধরুণ বিএপিতেই বেশি অাছে, তাতে লাভ কি ?

১০ ই নভেম্বর, ২০১৮ বিকাল ৫:০১

খাঁজা বাবা বলেছেন: ধরলাম আওয়ামীলীগেই বেশি, কিন্তু আমি ধরা ধরির মধ্যে যেতে চাচ্ছি না।
আমি প্রক্রৃত ব্যাপারটা জানতে চাচ্ছি, জানতে চাচ্ছি আসলে মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তি কারা।

২| ১০ ই নভেম্বর, ২০১৮ বিকাল ৪:০৭

আবু তালেব শেখ বলেছেন: চাঁদগাজি সাহেব হইতো ভালো বলতে পারবেন। আমিও শোনার অপেক্ষায় আছি।

১০ ই নভেম্বর, ২০১৮ বিকাল ৫:০২

খাঁজা বাবা বলেছেন: আশা করছি এই পোষ্টটি চাদ্গাজী ভাইয়ের নজরে পরবে এবং উনি একটা ভাল উত্তর দেবেন। :)

৩| ১০ ই নভেম্বর, ২০১৮ বিকাল ৪:১৬

সৈয়দ তাজুল ইসলাম বলেছেন:

এমন গবেষণা যদি আওয়ামীলীগের সময়ে না হয়ে থাকে, তবে আরেকবার আওয়ামীলীগকে ক্ষমতায় বসিয়ে রিসার্চের সুযোগ দেয়া হোক


১০ ই নভেম্বর, ২০১৮ বিকাল ৫:০৪

খাঁজা বাবা বলেছেন: হাহাহাহ, এতদিনে হওয়া উচিত ছিল বা হয়ত হয়ে গেছে, ফলাফল খারাপ বিধায় হয়ত প্রকাশ হয় নি। :)
আমরা আর এক বার সমর্থন দিয়ে দেখতেই পারি, নাকি ভাই?

৪| ১০ ই নভেম্বর, ২০১৮ বিকাল ৪:৩৬

অপু দ্যা গ্রেট বলেছেন:



মুক্তিযোদ্ধারা রাজনীতির জন্য যুদ্ধ করেন নাই । তারা খেতাব এজন্য যুদ্ধে যান নাই ।

দেশের জন্য গিয়েছেন ।

প্রতি দলেই কিছু মুক্তিযোদ্ধা এখনো আছেন । যদিও তারা দাবী করে থাকেন খেতাব প্রাপ্ত ।

১০ ই নভেম্বর, ২০১৮ বিকাল ৫:০৬

খাঁজা বাবা বলেছেন: একমত, মুক্তিযোদ্ধারা রাজনীতির জন্য যুদ্ধ করেন নাই।
কিন্তু এখন তাদের অর্জন নিয়ে রাজনীতি হচ্ছে।
দেশকে বিভক্ত করার চেষ্টা করা হচ্ছে।

৫| ১০ ই নভেম্বর, ২০১৮ বিকাল ৫:০৩

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: মুক্তিযোদ্ধাদের আওয়ামীলীগে থাকতে হবে এমন কোন বিধান আছে কি ?

১০ ই নভেম্বর, ২০১৮ বিকাল ৫:০৮

খাঁজা বাবা বলেছেন: আওয়ামীলীগ যেভাবে প্রচার করছে তাতে সব মুক্তিযোদ্ধা আওয়ামীলীগের অন্তর্গত।
বাইরে যারা আছে তারা সবাই মুক্তিযুদ্ধের বিপক্ষ শক্তি বা রাজাকার।

৬| ১০ ই নভেম্বর, ২০১৮ বিকাল ৫:১০

জুজুগাগা বলেছেন: আওয়ামীলীগে এক জন মুক্তিযোদ্ধাও যদি না থাকেন তাতে কি
কিন্তু
এদেশের মুক্তিযোদ্ধাদের কাধ থেকে ভিক্ষার ঝুলি ও রিক্সার পেডেল দুর করে এদেশের মুক্তি যোদ্ধাদের কে সম্মানি করেছে অাওয়ামীলীগ এটা কি অস্বীকার কতে পারবেন কেউ।
একজন মুক্তিযোদ্ধা কুটু মিয়া কে চিনতাম যিনি রিক্সা চালিয়ে পরিবার চালাতেন সেই মুক্তিযোদ্ধাকে ১৯৯৬সালে আওয়ামীলীগ সরকারই তার সন্তানদের ৪র্থ শ্রেণীর চাকুরী দিয়ে হলেও সম্মানিত করেছে। ৭৫এর ১৫ আগষ্টের পর থেকে ১৯৯৬ পর্যন্ত এই মুক্তিযোদ্ধারাই সব থেকে অবহেলিত ছিলেন।

১০ ই নভেম্বর, ২০১৮ বিকাল ৫:১৮

খাঁজা বাবা বলেছেন: আওয়ামীলীগে যদি মুক্তিযোদ্ধা না ই থাকে, সবাই যদি বি এন পি তে থাকে তবে আওয়ামীলীগ বি এন পি কে অর্থাৎ মুক্তুযোদ্ধাদের দল কে যে স্বাধীনতার বিপক্ষ শক্তি বলে সেটা কতটা যুক্তি সংগত?
একদল মুক্তিযোদ্ধাকে যখন আপনি রাজাকার বলেন সেটা তাদের জন্য কিভাবে সম্মানজনক হয়?
আশা করছি লজিকাল জবাব দেবেন।

৭| ১০ ই নভেম্বর, ২০১৮ বিকাল ৫:২৭

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: বেশি কথা না বইল্লা আওয়ামীলিগে দ্রুত যোগদিন। :) আমিও যোগ দিছি :) বিএনপির মত মাজা ভাঙ্গা দলের পিছনে
পইড়া থাইক্কা কোনো লাভ নাই :)

১০ ই নভেম্বর, ২০১৮ বিকাল ৫:৩৫

খাঁজা বাবা বলেছেন: আমিও যোগ দিতে চাই। তাই যোগ দেয়ার জন্য একটা করন খুজছি। :)

৮| ১০ ই নভেম্বর, ২০১৮ বিকাল ৫:৩৬

মাহমুদুর রহমান বলেছেন: কথাগুলো খুব সুন্দর।তবে বঙ্গবন্ধু যুদ্ধে যেতে তো সাহস দিয়েছিল সকলকে।

১০ ই নভেম্বর, ২০১৮ বিকাল ৫:৩৮

খাঁজা বাবা বলেছেন: অবশ্যই, কোন দ্বীমত নেই। কিন্তু যারা জীবন বাজী রেখে যুদ্ধ করেছেন তাদের অবদানকেও ছোট করে দেখার উপায় নেই। কথায় কথায় কি আমরা তাদের রাজাকার উপাধী দিতে পারি?

৯| ১০ ই নভেম্বর, ২০১৮ রাত ৮:১৯

স্বপ্নীল ফিরোজ বলেছেন: এখন সময় এসেছে তরুণ প্রজন্মকে নিয়ে ভাবার। আগের বুড়োদের ভুলে যান।

১১ ই নভেম্বর, ২০১৮ সকাল ৯:০৬

খাঁজা বাবা বলেছেন: বুড়োদের বাদ দেন ভাল কথা, কিন্তু ইতিহাস ভুলে গেলে চলবে না। :)

১০| ১০ ই নভেম্বর, ২০১৮ রাত ৯:২১

রাজীব নুর বলেছেন: চেনা পরিচিত মানুষ গুলিই বিশ্বাস-ঘাতকতার ছুরি আ্স্তিনে লুকিয়ে রাখে ।

১১ ই নভেম্বর, ২০১৮ সকাল ৯:০৬

খাঁজা বাবা বলেছেন: আপনি মাঝে মাঝে খুব উচ্চমার্গীয় কথা লেখেন, আমি অধম বুঝি না। :(

১১| ১০ ই নভেম্বর, ২০১৮ রাত ৯:২২

বিচার মানি তালগাছ আমার বলেছেন: কামাল হোসেনকে জড়িয়ে কথাগুলো ডাহা মিথ্যা। অতি উৎসাহী ফেসবুকারের কাজ। যাই হোক, সে রকম তথ্য না থাকলেও রাজনৈতিক সচেতন মহলের মতে, বিএনপি-তে মুক্তিযোদ্ধাদের সংখ্যা বেশী। কারণ, মেজর জিয়ার জনপ্রিয়তা অনেককে আকর্ষণ করেছিল...

১১ ই নভেম্বর, ২০১৮ সকাল ৯:০৯

খাঁজা বাবা বলেছেন: ধন্যবাদ। যদি বি এন পি তে মুক্তিযোদ্ধার সংখ্যা বেশি থাকে তো এটা স্বাধীনতার বিপক্ষ শক্তি হয় কিভাবে? আর চেতনাই বা অন্যদের বেশি থাকে কিভাবে? এ কি মায়ের চেয়ে মাশির দরদ বেশি?

১২| ১১ ই নভেম্বর, ২০১৮ রাত ১:২৪

আরোগ্য বলেছেন: আগে কেউ রক্ত দিয়ে যদি এখন রক্ত চুষে খেতে চায়, তাহলে কি কেউ স্বেচ্ছায় দান করবে নাকি প্রতিরোধ করবে ?

১১ ই নভেম্বর, ২০১৮ সকাল ৯:১০

খাঁজা বাবা বলেছেন: খুব উচ্চমার্গীয় কথা, কিচ্ছু বুঝি নাই। :(

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.