নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি কেউ না আমি কেউ না

খাঁজা বাবা

বল বীর – বল উন্নত মম শির! শির নেহারি’আমারি নতশির ওই শিখর হিমাদ্রির!

খাঁজা বাবা › বিস্তারিত পোস্টঃ

ভন্ড সুশীল রা কোঁথায়?

০২ রা জানুয়ারি, ২০১৯ সকাল ১০:১৫



আমাদের সুশীল সমাজ এবং নারীবাদী বুদ্ধি জীবিরা কোঁথায়? এখন পর্যন্ত কোথাও তাদের কোন স্টেটমেন্ট দেখি নাই। আপনারা কেউ দেখেছেন কি? এমন কি মুন্নি শাহা ও এখন পর্যন্ত ধর্ষিতাকে প্রশ্ন করেননি "আপনার অনুভুতি কেমন?"



সবাই কি এখন নৌকায় চড়েছেন?

এসব ভন্ডদের আমরা কবে বয়কট করব?



মন্তব্য ৭৪ টি রেটিং +১/-০

মন্তব্য (৭৪) মন্তব্য লিখুন

১| ০২ রা জানুয়ারি, ২০১৯ সকাল ১০:২১

কলাবাগান১ বলেছেন: বিএনপি এর উচিত ছিল এই মিছিল টা করা সবার আগে..তাহলে নব্য অতি উৎসাহী আওয়ামীদের শিক্ষা হত.....

১০-১২ জনের মিছিল দিয়ে হবে না

০২ রা জানুয়ারি, ২০১৯ সকাল ১০:২৬

খাঁজা বাবা বলেছেন: বি এন পি এখন নেতৃত্বহীন।
বি এন পি থাক বা না থাক, জনগন এদেশে থাকবে।
আমাদের সবার উচিত নিজ নিজ জায়গা থেকে ভন্ড, প্রতারক, অন্যায়, জুলুম, অবিচারের প্রতিবাদ করা।
অন্যায়ের প্রতিবাদ নাগরিক দায়িত্ব। কেউ যদি নিজেকে প্রজা ভেবে থাকেন তো জুলুমবাজদের সাথে হা তে হা মেলান।

২| ০২ রা জানুয়ারি, ২০১৯ সকাল ১০:২২

ইমরান আশফাক বলেছেন: পিপিলিকার পাখা গজায় মরিবার কালে।

০২ রা জানুয়ারি, ২০১৯ সকাল ১০:২৭

খাঁজা বাবা বলেছেন: কথা সত্য। তবে পিপীলিকার জীবন কে চায় বলুন?

৩| ০২ রা জানুয়ারি, ২০১৯ সকাল ১০:২৫

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: কোন সুবিধাভোগী উচ্ছীষ্টখোরদের এখন পাওয়া যাবেনা।

০২ রা জানুয়ারি, ২০১৯ সকাল ১০:২৯

খাঁজা বাবা বলেছেন: তারা এখন নৌকার দাঁড় টানায় ব্যস্ত।

৪| ০২ রা জানুয়ারি, ২০১৯ সকাল ১০:২৬

ডার্ক ম্যান বলেছেন: এই দুর্ঘটনা যদি সত্য হয়ে থাকে তবে কঠোর কিছু করতে হবে । সবগুলো বাইনচোতরে লিঙ্গ কেটে হাতে ধরিয়ে দিতে পারলে ভাল হইত

০২ রা জানুয়ারি, ২০১৯ সকাল ১০:৩০

খাঁজা বাবা বলেছেন: ন্যায় বিচার প্রতিষ্ঠিত হোক।
অন্যায়ের প্রতিবাদ হোক, প্রতিরোধ হোক।

৫| ০২ রা জানুয়ারি, ২০১৯ সকাল ১০:২৯

কলাবাগান১ বলেছেন: সোজা ক্রস ফায়ার ..দুইটা কে ধরেছে

০২ রা জানুয়ারি, ২০১৯ সকাল ১০:৩১

খাঁজা বাবা বলেছেন: খবর টা এখনো দেখি নি। মূল নায়ক কি ধরা পরেছে?

৬| ০২ রা জানুয়ারি, ২০১৯ সকাল ১০:৩০

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: @ ডার্ক ম্যন এই লিঙ্গ দেখুন।

০২ রা জানুয়ারি, ২০১৯ সকাল ১০:৩২

খাঁজা বাবা বলেছেন: প্রধান আসামী মামলার বাইরে। X(

৭| ০২ রা জানুয়ারি, ২০১৯ সকাল ১০:৩৫

রাফা বলেছেন: প্রতিটি নির্বাচনি সহিংসতার তদন্ত ও বিচার হবে এই বাংলার মাটিতেই।সব কিছুর তদন্ত চলছে ।সাথে এ্যাকশনও হচ্ছে।আমরা চাই আরও দ্রুততার সাথে ব্যাবস্থা নিতে হবে।
এগুলো এরিয়ে যাওয়ার কোন সুযোগ নেই।

০২ রা জানুয়ারি, ২০১৯ সকাল ১১:০০

খাঁজা বাবা বলেছেন: অতি দ্রুত সকল অন্যায়ের বিচার হওয়া প্রয়োজন।
একটা ফালতু নির্বাচনের জন্য কোন মানুষের জীবনের ক্ষতি কাম্য নয়।

৮| ০২ রা জানুয়ারি, ২০১৯ সকাল ১০:৩৭

ঢাবিয়ান বলেছেন: এই প্রথমবারের মত ব্লগার কলাবাগানের সাথে একমত হলাম। ডঃ কামাল আন্তর্জাতিক মিডিয়ায় সাক্ষাৎকার দিয়ে চলেছেন ।কিন্ত বিএনপি এখন কি করছে? তারা এত নিশ্চুপ কেন? তারা কি এই সরকারের সংসদে শপথ নিয়ে এই নির্বাচনের বৈধতা দিতে চায়?

০২ রা জানুয়ারি, ২০১৯ সকাল ১১:০১

খাঁজা বাবা বলেছেন: বি এন পি এখন নেতৃত্বহীন
এই সংসদে শপথ নেয়া হবে দেশ দ্রোহিতার শামিল।

৯| ০২ রা জানুয়ারি, ২০১৯ সকাল ১০:৪৬

পবিত্র হোসাইন বলেছেন: অপরাধীদের কোন দল হয় না। হয়না কোনো ধর্ম !!!
তাদের একটাই পরিচয় তারা অপরাধী। কিছু মানুষ আছে যারা রাজনীতির স্বার্থ হাসিল করার জন্য অপরাধীর নামের সাথে রাজনৈতিক দলের নাম যুক্ত করেন , অথবা যুক্ত হন। সেটা যাই হোক না কেন , বাংলার মাটিতে সবার বিচার হবে , আগেও হয়েছে।

০২ রা জানুয়ারি, ২০১৯ সকাল ১১:০৪

খাঁজা বাবা বলেছেন: আপনার সাথে একমত, অপরাধির কোন দল নেই।
কিন্তু দল অপরাধীদের লালন করছে।
দেশ প্রেমিক বাঙ্গালী ভাইয়ের দেয়া লিঙ্কে দেখলাম প্রধান আসামী মামলার বাইরে। ওটা ডয়েচে ভেলের রিপোর্ট।

১০| ০২ রা জানুয়ারি, ২০১৯ সকাল ১০:৫৫

এ আর ১৫ বলেছেন: আমি বিএনপি জামাত পন্থি পত্রিকা বা অন্য পত্রিকা গুলোতে এই ধরনের কোন খবর পাই নি , খবর পেয়েছি কয়েটা ধর্ষনের খবর তবে সেগুলোর সাথে নৌকোতে ভোট দেওয়ার কোন সম্পর্ক নেই ।
দয়া করে লিংক রেফারেন্স দিন, তানা হোলে আপনার খবরের সত্যতা প্রশ্ন সম্মুখিন হবে ,ধন্যবাদ

০২ রা জানুয়ারি, ২০১৯ সকাল ১১:০৭

খাঁজা বাবা বলেছেন: আপনি সম্ভবত শুধু বিটিভি দেখেন
লিঙ্ক দেখুন

০২ রা জানুয়ারি, ২০১৯ সকাল ১১:১০

খাঁজা বাবা বলেছেন: লিঙ্ক টা এড করতে পারছি না।
উপরের কমেন্ট থেকে দেশ প্রেমিক বাংঙ্গালী ভাইয়ের দেয়া লিঙ্ক টা দেখে নেবেন

১১| ০২ রা জানুয়ারি, ২০১৯ সকাল ১১:৪৪

রায়হান চৌঃ বলেছেন:
খবরদার........... আওয়ামিলীগের পবিত্রতা নিয়া সংসয় তৈরির চেষ্টা করবেন না, এসব জামাতি গো কাম্‌.....
বিবৃতি: জনৈক নর্দমায় ফেলে দেয়া ষ্পাম

০২ রা জানুয়ারি, ২০১৯ দুপুর ১২:০৪

খাঁজা বাবা বলেছেন: আপনার মন্তব্যের পরে আর কিছু বলার প্রয়োজন নেই।
সত্যিই নর্দমায় ফেলে দেয়া স্পার্ম।

১২| ০২ রা জানুয়ারি, ২০১৯ দুপুর ১২:০৬

অবনি মণি বলেছেন: কোথায়??

০২ রা জানুয়ারি, ২০১৯ দুপুর ১২:১১

খাঁজা বাবা বলেছেন: নোয়াখালী

১৩| ০২ রা জানুয়ারি, ২০১৯ দুপুর ১২:৩৩

সাইন বোর্ড বলেছেন: ভাষাহীন !

০২ রা জানুয়ারি, ২০১৯ দুপুর ১২:৪১

খাঁজা বাবা বলেছেন: নিশ্চুপ থাকা মানে প্রশ্রয় দেয়া।

১৪| ০২ রা জানুয়ারি, ২০১৯ দুপুর ১২:৩৯

বাকপ্রবাস বলেছেন: আমি ত্যক্ত বিরক্ত বিএনপি জামাত এর উপর, তারা ন্যুনতম একটা তদন্ত করেনি, একটা স্পিচ দেয়নাই, এমন ফালতু দল নিয়ে আওয়ামিলীগ এর মোকাবেলা করা আর তাদের সাপোর্ট করা বোকার স্বর্গে বসবাস করা একই কথা

০২ রা জানুয়ারি, ২০১৯ দুপুর ১২:৪৩

খাঁজা বাবা বলেছেন: সত্যি কথা।
একে তো তারা নেতৃত্বহীন তার উপর নির্বাচনের সক টা তারা এখন কাটিয়ে উঠতে পারে নাই।

১৫| ০২ রা জানুয়ারি, ২০১৯ দুপুর ১২:৪৭

অবনি মণি বলেছেন: হাহা।

০২ রা জানুয়ারি, ২০১৯ দুপুর ১২:৫১

খাঁজা বাবা বলেছেন: হাসলেন নাকি?
এ হাসি দঃখের না সুখের?

১৬| ০২ রা জানুয়ারি, ২০১৯ দুপুর ১:১২

অবনি মণি বলেছেন: নোয়াখালী শুনে হাসলাম।

০২ রা জানুয়ারি, ২০১৯ দুপুর ১:৩০

খাঁজা বাবা বলেছেন: হাসার কি? নোয়াখালী এখনো বাংলাদেশ। আলাদা কিছু নয়।

১৭| ০২ রা জানুয়ারি, ২০১৯ দুপুর ১:১৩

এ আর ১৫ বলেছেন: দেশ প্রেমিক বাঙালী দেওয়া লিংকে সংবাদের হেডিং --
ধানের শীষে ভোট দেয়ায় ধর্ষণ, একজন গ্রেপ্তার

স্বামীর নাম : ডয়চে ভেলেকে


আমার দেশ পত্রিকার হেডিং -- গণধর্ষণ জবাইয়ের চেষ্টা!
স্বামীর নাম-- সিরাজ মিয়া
ওসি নিজাম উদ্দিন রাতে ‘মামলার এজাহারের ভিত্তিতে’ কালের কণ্ঠকে বলেন, ‘বাদী অভিযোগ করেছেন, পূর্বশত্রুতার জের ধরে তাঁর স্ত্রীর ওপর হামলা হয়েছে ।
গণধর্ষণ জবাইয়ের চেষ্টা!

এখানে উল্লেখ যোগ্য --- একজনকে গ্রেফতার করা হয়েছে এবং ধর্ষনকারীদের সাথে পূর্ব শত্রুতা ছিল ?
এখানে স্পস্ঠ দেখা যাচ্ছে আমার দেশের খবরের সাথে দেশ প্রেমিক বাঙ্গালীর দেওয়া লিংকের গুরুত্বপূর্ণ অনেক তথ্য ম্যাচ করছে না । দেখা যাচ্ছে পূর্ব শত্রুতার জের হিসাবে , নির্বাচনোত্তর পরিস্থিতির সুযোগ নেওয়া হয়েছে । এদিকে স্থানীয় সংসদ সদস্য ও নোয়াখালী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক একরামুল করিম চৌধুরী বলেছেন, অপরাধী যে-ই হোক, তাদের আইনের আওতায় আনতে নির্দেশ দেওয়া হয়েছে।
এখানে আমার দেশ পত্রিকা নৌকাতে ভোট না দেওয়ার জন্য গণধর্ষনের শিকার --- এই ধরনের হেডিং দিয়ে এই নিউজ করে নি ।

০২ রা জানুয়ারি, ২০১৯ দুপুর ১:২৯

খাঁজা বাবা বলেছেন: স্বামীর নাম ডেয়েচে ভেলে? হাস্যকর। আর একবার পড়ার অনুরোধ জানাচ্ছি।
এজাহার ঠিক থাকলে পালের গোদা মামলার বাইরে থাকত না
আপনার লিঙ্ক ও পড়লাম, অমিল পেলাম না।

বিবেক জাগ্রত হোক।

১৮| ০২ রা জানুয়ারি, ২০১৯ দুপুর ১:৪৩

রাজীব নুর বলেছেন: পত্র পত্রিকায় এ বিষয় নিয়ে কিছু দেখলাম না কেন? এত টিভি চ্যানেল সেখানেও কিছু নেই!!!

০২ রা জানুয়ারি, ২০১৯ দুপুর ১:৪৯

খাঁজা বাবা বলেছেন: উত্তরটা আপনি জানেন।
বর্তমান সময়ে আপনার আমার সাথে ও এমন কিছু হলেও কোন টিভি নিউজ কাভার করবে না, কোন সুশীল মুখ খুলবে না। দেখবে না ভোটটা নৌকায় দিয়েছিলাম কিনা।

১৯| ০২ রা জানুয়ারি, ২০১৯ দুপুর ১:৫২

এ আর ১৫ বলেছেন: তবে ওই নারীর স্বামী ডয়চে ভেলেকে বলেন, ‘‘ঘটনা যেভাবে ঘটেছে, আমি পুলিশকে সেভাবেই বলেছি৷ এখন শুনছি, তাকে আসামি করা হয়নি৷ আমাকে একটি সাদা কাগজে স্বাক্ষর করতে বাধ্য করা হয়৷ এখন আমি কী করব জানি না৷''তবে ওই নারীর স্বামী ডয়চে ভেলেকে বলেন, ‘‘ঘটনা যেভাবে ঘটেছে, আমি পুলিশকে সেভাবেই বলেছি৷ এখন শুনছি, তাকে আসামি করা হয়নি৷ আমাকে একটি সাদা কাগজে স্বাক্ষর করতে বাধ্য করা হয়৷ এখন আমি কী করব জানি না৷''

আপনার লিঙ্ক ও পড়লাম, অমিল পেলাম না।
দেখুন এই কথা গুলো দেশ প্রেমিকের দেওয়া লিংকে আছে কিনা -- ওসি নিজাম উদ্দিন রাতে ‘মামলার এজাহারের ভিত্তিতে’ কালের কণ্ঠকে বলেন, ‘বাদী অভিযোগ করেছেন, পূর্বশত্রুতার জের ধরে তাঁর স্ত্রীর ওপর হামলা হয়েছে ।
স্থানীয় সংসদ সদস্য একরামুল করিম চৌধুরী কালের কণ্ঠকে বলেন, ‘অপরাধী যে-ই হোক, তাদের আইনের আওতায় আনতে থানার ওসিকে নির্দেশ দিয়েছি। এ ঘটনায় আমাদের জিরো টলারেন্স নীতি। শুধু আমার আসনেই নয়, এই জেলায় কখনো এ রকম ঘটনা ঘটলে কাউকে ছাড় দেওয়া হবে না

০২ রা জানুয়ারি, ২০১৯ দুপুর ২:০৫

খাঁজা বাবা বলেছেন: আপনার দেয়া লিঙ্ক থেকে কপি করা, আপনার চোখে পরে নি।

আবার বলব- বিবেক জাগ্রত হোক।

গণমাধ্যমে পাঠানো এক বার্তায় মানবাধিকার কমিশন বলেছে, ১ জানুয়ারি গণমাধ্যমে প্রকাশিত ‘ধানের শীষে ভোট দেওয়ায় নোয়াখালীর সুবর্ণ চরে ৩১ ডিসেম্বর চার সন্তানের এক জননীকে দুষ্কৃতকারীরা গণধর্ষণ করেছে। গুরুতর আহত অবস্থায় নোয়াখালী জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন ওই নারীর অভিযোগ, নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ায় তাঁকে ধর্ষণ করা হয়েছে।

২০| ০২ রা জানুয়ারি, ২০১৯ দুপুর ২:১৯

এ আর ১৫ বলেছেন: আমার বিবেক সদা জাগ্রত ---

আমার দেওয়া লিংকে দুই রকমের তত্ত দেওয়া হয়েছে
১) পূর্ব ঘটনার জের
২) ধানের শীষে ভোট দেওয়ার জন্য

তার মানি দর্বৃত্তকারীরা প্রতিশোধ নেওয়ার ছুতা খুজছিল এবং নির্বাচন উত্তর ঘটনার প্রেক্ষাপটে কর্ম হাসিল করেছে। তার মানে ধর্ষন করার কারন শুধু মাত্র ধানের শীষে ভোট দেওয়া নহে । ধন্যবাদ

০২ রা জানুয়ারি, ২০১৯ দুপুর ২:২৫

খাঁজা বাবা বলেছেন: ভাই সোজা কথা কেন সোজা ভাবে বোঝেন না। ওটা এজাহারে লেখা। এজাহার যদি ঠিক ভাবে লেখা হোত তবে প্রধান আসসামী মামলার বাইরে থাকতেন না। এজাহারে ভোটের কথা লিখলে এটা সরকারী ডকুমেন্ট হয়ে যায়। পুলিশ কি এটা লিখতে দেবে? নির্বাচনে তো এরাই ডিউটি করেছে।

২১| ০২ রা জানুয়ারি, ২০১৯ দুপুর ২:৩৩

ইফতেখার ভূইয়া বলেছেন: আমি কি ঐ কুলাঙ্গারদের জন্য একটা শাস্তির প্রস্তাব করতে পারি? ঢাকায় এনে এদের হাত-পা বেঁধে ঝুলিয়ে কসাইদের দিয়ে প্রথমে জীবন্ত চামড়া তুলে নেয়া হোক। এরপর গোপনাঙ্গে সালফিউরিক এসিড আর সমগ্র চামড়াহীন শরীরে লেবুর রস আর শুকনো মরিচের গুলো মাখিয়ে, পায়ের নিচে অল্প আগুনে এদের রোস্ট করা হোক যাতে আগুনে না পুড়ে বরং অল্প তাপে এদের শরীরে মাংশ গলে গলে পড়ে। পাশাপাশি এটা পুরো দেশে লাইভ টেলিকাস্ট করা হোক। সাজেশানটা কেমন হলো? দেখা যাক এই শাস্তির পর আর কোন বাপের ব্যাটা এই ধরনের নিকৃষ্ট-ঘৃন্য কাজ করার মতো বুকের পাটা রাখে।

০২ রা জানুয়ারি, ২০১৯ বিকাল ৩:১২

খাঁজা বাবা বলেছেন: শুধু এদের শাস্তি দিলে এদের প্রতি অন্যায় করা হবে।
এদের প্রশ্রয় দাতা দের ও সমান শাস্তি দিতে হবে।

২২| ০২ রা জানুয়ারি, ২০১৯ দুপুর ২:৩৩

নীল আকাশ বলেছেন: চুচিলরা দেখুন এখন কোথায়........

০২ রা জানুয়ারি, ২০১৯ বিকাল ৩:১৩

খাঁজা বাবা বলেছেন: ওনাকে খাটের নিচ থেকে বের করে আইটি মন্ত্রী করলে কেমন হবে?

২৩| ০২ রা জানুয়ারি, ২০১৯ বিকাল ৪:২৮

বিচার মানি তালগাছ আমার বলেছেন: আমার মনে হয় না শুধু ভোট দেয়ার জন্য এরকম কান্ড কেউ করতে পারে এই সময়। তবুও এই ঘটনা যদি বিএনপি জেতার পর হত তাহলে সহজেই তকমা লাগিয়ে দেয়া যেত। দোষীদের শাস্তি হোক তা যে কারণেই তারা করে থাকুক না কেন...

০২ রা জানুয়ারি, ২০১৯ বিকাল ৪:৪৪

খাঁজা বাবা বলেছেন: আপনি সম্ভবত নিউজ রিপোর্ট গুলি পড়েন নাই।
ভিক্টিম কে নৌকায় ভোট দিতে বলার পরেও ভোট না দেয়ায় ভোট কেন্দ্রেই তাকে হুমকি দেয়া হয়।

তাছাড়া দুর্বলদের উপর অত্যাচার করতে কোন কারন লাগে না পশুদের।

২৪| ০২ রা জানুয়ারি, ২০১৯ বিকাল ৫:৪০

বিজন রয় বলেছেন: দুঃখজনক!

০২ রা জানুয়ারি, ২০১৯ বিকাল ৫:৪৭

খাঁজা বাবা বলেছেন: শুধু দুঃখ জনক নয়, ভয়ঙ্কর।
পুলিশ ও বিচার বিভাগের উপর থেকে মানুষের আস্থা উঠে যাচ্ছে।

২৫| ০২ রা জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৬:১৮

সনেট কবি বলেছেন: এরা ঘৃণারও অযোগ্য।

০৩ রা জানুয়ারি, ২০১৯ সকাল ৯:০২

খাঁজা বাবা বলেছেন: ঠিক বলেছেন

২৬| ০২ রা জানুয়ারি, ২০১৯ রাত ৮:০৭

মাহমুদুর রহমান সুজন বলেছেন: এসবের বিচার হবে না। চেতনা এখানে নিরব। ক্ষমতা মানুষকে অন্ধ করে দেয়।

০৩ রা জানুয়ারি, ২০১৯ সকাল ৯:০৬

খাঁজা বাবা বলেছেন: চেতনা বলে কিছু নেই, সব ধাপ্পাবাজি, জাতি এদের চিনে ফেলেছে।
অন্য যে কেউ এই জঘন্য কাজ করলেই বি এন পি, জামাত বলে চালিয়ে দেয়া হত।
এখন বলা হচ্ছে এদের কোন দল নেই।
আমাদের সবার বলা উচিৎ এরা চেতনা ধারী আওয়ামীলিগ, যাতে ভবিষ্যতে এরা কুকর্ম করার আগে চিন্তা করে।

২৭| ০২ রা জানুয়ারি, ২০১৯ রাত ৮:১৬

উম্মু আবদুল্লাহ বলেছেন: "কলাবাগান১ বলেছেন: বিএনপি এর উচিত ছিল এই মিছিল টা করা সবার আগে..তাহলে নব্য অতি উৎসাহী আওয়ামীদের শিক্ষা হত.....

১০-১২ জনের মিছিল দিয়ে হবে না"

বিএনপি মিছিল করবে কি করে? তাদের নেতা কর্মীরা তো সব জেলখানায় না হয় পুলিশ দিয়ে গৃহবন্দী। এছাড়া মিছিলে বেরোলে পরে তাদেরকেই অপরাধী সাব্যস্ত করে ব্যবস্থা নেয়া হবে।

"রাফা বলেছেন: প্রতিটি নির্বাচনি সহিংসতার তদন্ত ও বিচার হবে এই বাংলার মাটিতেই।সব কিছুর তদন্ত চলছে ।সাথে এ্যাকশনও হচ্ছে।আমরা চাই আরও দ্রুততার সাথে ব্যাবস্থা নিতে হবে।
এগুলো এরিয়ে যাওয়ার কোন সুযোগ নেই।" '

খুব অবাক হলাম আপনার কথায়। দেখুন, আওয়ামী লীগের সোনার ছেলেরা এমনিতেই সেনচুরি উদযাপনের রেকর্ড করে তার জন্য উৎসব করেছে বিভিন্ন সময়। টিএসসিতে বাধন নামে এক নারীর সাথেও তারা ঐরকম করেছে। কোন একটা ঘটনায় বিচার হয় নি। বাধনের উপরে আক্রমনকারীরা বুক ফুকিয়ে বেরিয়ে এসেছিল। এখন এই একজনের বিচার করতে বলছেন?

০৩ রা জানুয়ারি, ২০১৯ সকাল ৯:০৮

খাঁজা বাবা বলেছেন: নামে বেনামে ২৫ লক্ষ মানুষের নামে ৯০০০০ হাজার মামলা। যা কাউকেই সে মামলায় জাড়ানো যায়।
বি এন পির ১৪ সালের আন্দোলনে যারা নাক সিটকিয়ে ছিলেন, এখন তাদের নিশ্চয়ই বোধের উদয় হয়েছে।

২৮| ০২ রা জানুয়ারি, ২০১৯ রাত ৮:২১

উম্মু আবদুল্লাহ বলেছেন: দেখুন, এই ঘটনা নিয়ে কথাবার্তা চেচামেচি একটু কম হওয়াই ভাল। তিনি একজন মা, তার চার সন্তান রয়েছে। আপনারা চেচামেচি করবেন দুই দিন। এরপর উনাকে উনার নিজের স্বজন নিয়ে সেই গ্রামেই থাকতে হবে সেই আওয়ামী প্রশাসনের ছায়ায়। আপনারা নিশ্চয়ই চান না তিনি তার সন্তানদেরও হারান। সুতরাং যা হয়েছে তাতে চুপচাপ না থাকলে আরো বড় বিপদ হয়ত সামনে আসতে পারে। তিনি ভোট দিতে গিয়েছেন তাও আবার ধানের শীষে। এরকম দুঃসাহস দেখানোর পরিনতি যে এটা হতে পারে সেটা উনার আগেই ভাবা প্রয়োজন ছিল।

০৩ রা জানুয়ারি, ২০১৯ সকাল ৯:২০

খাঁজা বাবা বলেছেন: সেই মায়ের প্রতি আমাদের পূর্ন সহমর্মিতা থাকা উচিৎত।
কিন্তু চুপ থাকা মানেই পরের ঘটনাকে উৎসাহ দেয়া।
পহেলা বৈশাখে বা কোটা বিরোধী আন্দোলনের সময় টি এস সি এর ঘটনা গুলির বিচার হয় না।
যা আরো ঘটনাকে উতসাহিত করে। লীগ করলে সব মাফ।

২৯| ০২ রা জানুয়ারি, ২০১৯ রাত ১১:৩২

উম্মু আবদুল্লাহ বলেছেন:
এ আর ১৫ বলেছেন: আমার বিবেক সদা জাগ্রত ---

আমার দেওয়া লিংকে দুই রকমের তত্ত দেওয়া হয়েছে
১) পূর্ব ঘটনার জের
২) ধানের শীষে ভোট দেওয়ার জন্য
=====================================================

বিবেক জাগ্রত হলে এই নিয়ে এত ত্যানা পেচাতেন না। কালের কন্ঠ এবং আরো কয়েকটি মাধ্যমে তিনি স্পষ্ট করে বলেছেন ধানের শীষে সমর্থনের কারনে তিনি হুমকি পান। সেই হুমকি অগ্রাহ্য করে ভোট দিতে যাবার কারনে তারা তাদের হুমকির বাস্তবায়ন ঘটায়।

https://www.kalerkantho.com/print-edition/news/2018/12/27/719284?fbclid=IwAR1u44qno8c8BgVpbwX-P0FyueGMDMnos5zLx3CWExhJvwMZ21yHqYneSBo

সব অপরাধের মধ্যে ধর্ষন একটু ভিন্ন রকমের অপরাধ এই কারনে যে এতে পাশবিকতার একদম চূড়ান্ত রূপ প্রকাশ পায়। ক্ষতির মাত্রার চেয়ে নিষ্ঠুরতার মাত্রা বেশী। ভিকটিমের অসহায়ত্ব অপরাধীকে এক রকম পাশবিক আনন্দ দান করে। শুধু মাত্র পূর্ব শত্রুতার কারনে ধর্ষন হয় নি, বরং এখানে আওয়ামী ক্যাডারদের ক্ষমতার উল্লাসও জড়িত। ভাবখানা এমন যে, এ দেশ আমাদের, এখানে তোমার মত যারা ধানের শীষ করবে তাদের পরিনতি এমনটিই হবে। এই ক্যাডারদের মানসিকতা স্বৈরাচারী সরকারের মানসিকতার চেয়ে ভিন্নতর কিছু নয়। নির্বাচনের সময়ে যেভাবে তারা বিরোধী দলকে দাবড়িয়ে বেড়িয়েছে সেখানেও এই মনোভাবের প্রতিফলন রয়েছে।

পুলিশের অবস্থান কি তাও এখানে স্পষ্ট। তিনি যে ধানের শীষের সমর্থনের কারনে নিগৃহীত হয়েছেন এজাহারে তার উল্লেখ মাত্র নেই। আওয়ামী পুলিশের কাছ থেকে এর চেয়ে বেশী কিই বা আশা করা যায়! মামলা যে অন্ততপক্ষে এজাহারভূক্ত করেছে সেটাই বেশী।

০৩ রা জানুয়ারি, ২০১৯ সকাল ৯:২৪

খাঁজা বাবা বলেছেন: এ আর ১৫ ভাই খবর অর্ধেক পড়েন, যেখানে ওনার দলের খারাপ কিছু লেখা সেখানে বিবেক ঘুমিয়ে যায়। যেখানে ভাল কিছু থাকে সেখানে বিবেক জেগে ওঠে। আমাদের সু শীল দের মত।

মাসুদা ভাট্টিকে কে চরিত্রহীন বলায় যারা জেলায় জেলায় মামলা করলেন, টিভি গরম করলেন তাদের বিবেক এখন ঘুমিয়ে গেছে।

৩০| ০৩ রা জানুয়ারি, ২০১৯ রাত ১২:৪৮

কাওসার চৌধুরী বলেছেন:



তিনারা এখন ভোটের আগে রাষ্ট্রীয় কোষাগার থেকে প্রাপ্ত চেকখানা ব্যাংক হইতে ভাঙাইয়া বউ/প্রেমিকা নিয়ে নেটওয়ার্কের বাইরে কোন দামী রিসোর্টে অবস্থান করছেন। ভীষণ বিজি এখন, এসব নিউজ পড়ার টাইম নেই!!

০৩ রা জানুয়ারি, ২০১৯ সকাল ৯:২৫

খাঁজা বাবা বলেছেন: ভীষন বিজি

৩১| ০৩ রা জানুয়ারি, ২০১৯ রাত ২:৪০

সূচরিতা সেন বলেছেন: এখন এক মাত্র ঈশ্বরই সত্য মিথ্যা সব জানেন।

০৩ রা জানুয়ারি, ২০১৯ সকাল ৯:২৬

খাঁজা বাবা বলেছেন: নিশ্চয়ই

৩২| ০৩ রা জানুয়ারি, ২০১৯ সকাল ১০:৩০

এ আর ১৫ বলেছেন: উম্মু আবদুল্লাহ------- আপনি যে কালের কন্ঠের রেফারেন্স দিলেন -- সেখানে কোথাও বলা হয় নি ধানের শীষে ভোট দেওয়ার কারনে ধর্ষন করা হয়েছে --- ঐ মহিলা বিএনপির নেত্রী ছিল এবং দুবার ইউপি মেম্বার হয়েছিল ইত্যাদি ।

কিন্তু আপনাদের পেয়ারের পত্রিকা আমার দেশে দুইটি বিষয় উল্লেখ করেছে --
১) পূর্ব ঘটনার জের
২) ধানের শীষে ভোট দেওয়ার জন্য
এর উপর ভিত্তি করে আমি মন্তব্য করেছি -- তার মানি দর্বৃত্তকারীরা প্রতিশোধ নেওয়ার ছুতা খুজছিল এবং নির্বাচনোত্তর ঘটনার প্রেক্ষাপটে কর্ম হাসিল করেছে। তার মানে ধর্ষন করার কারন শুধু মাত্র ধানের শীষে ভোট দেওয়া নহে ।
এই মন্তব্য করা হয়েছে বিএনপি জামাতি মুখপাত্র পত্রিকা আমার দেশের রিপোর্ট থেকে ।

০৩ রা জানুয়ারি, ২০১৯ সকাল ১১:৩৫

খাঁজা বাবা বলেছেন: আপনি বাংলা বোঝেন কিনা সন্দেহ হচ্ছে
দুঃখিত।

৩৩| ০৩ রা জানুয়ারি, ২০১৯ সকাল ১০:৪৭

এ আর ১৫ বলেছেন: এ আর ১৫ ভাই খবর অর্ধেক পড়েন, যেখানে ওনার দলের খারাপ কিছু লেখা সেখানে বিবেক ঘুমিয়ে যায়। যেখানে ভাল কিছু থাকে সেখানে বিবেক জেগে ওঠে। আমাদের সু শীল দের মত।

আমার দল কোনটা ? আমি আবশ্যই এই ধর্ষনের অপরাধিদের কঠোর বিচার চাই , সে যে দলের হোক না কেন । জামাতি বিএনপি মুখপাত্র, আমার দেশ বলেছে -- পুর্বের ঘটনার জের এবং ধানের শীষে ভোট দেওয়ার কারনে তাকে ধর্ষন করা হয়েছে ।

মাসুদা ভাট্টিকে কে চরিত্রহীন বলায় যারা জেলায় জেলায় মামলা করলেন, টিভি গরম করলেন তাদের বিবেক এখন ঘুমিয়ে গেছে।
বুঝলাম -- মাসুদা ভাট্টির পক্ষের লোকেরা করেছে কিন্তু এখন আপনাদের পক্ষের লোকেরা কেন মুখে কুলুপ এটে রেখেছে । আপনাদের হাজার হাজার উকিল ব্যারিষ্টারদের না মামলা করার কথা, তারা করে না কেন ? কেন আশা করেন আওয়ামী ব্যারিষ্টাররা বিএনপি নেত্রীর জন্য মামলা করবে ? বিএনপি জামাতের কোন নেতা উকিল ব্যারিষ্টার সুশীল কি মাসুদা ভাট্টির পক্ষ নিয়ে মামলা করেছিল ? আপনা গো কি বিবেকে পচা লাগছে যে , ইউপি পর্যায়ের বিএনপি নেত্রী ধর্ষিতা হোল আপনারা পক্ষের সুশীলরা উকিলরা কোন কিছু করে না , সেটা করবে আওয়ামী পন্থী সুশীল এবং উকিল :) :) :)

০৩ রা জানুয়ারি, ২০১৯ সকাল ১১:৩২

খাঁজা বাবা বলেছেন: ভাই আবারো পুরান বিষয় নিয়া টানা টানি করছেন। ওটা আমার দেশ বলে নাই, এজাহারে লেখা হয়েছে বলে উল্লেখ করেছে।
আপনি বিচার চান জেনে ভাল লাগছে।
মাসুদা ভাট্টির বিপক্ষের লোকজনের কথা মিডিয়া ও শোনে না, কোর্ট ও শোনে না। শুনলে সিনহার মত অবস্থা হবে বা চ্যানেল বন্ধ হয়ে যাবে। নির্বাচনের আগের দিন ৮ জনকে গেফতার করা হয়েছে সরকারের বিপক্ষে যায় এমন কথা অনলাইন পত্রিকায় প্রকাশ করেছে তাই।
পরশু দিন বাংলা ট্রিবিউন ও মানব জমিন পত্রিকার সাংবাদিক কে গ্রেফতার করা হয়েছে নির্বাচনে ভোতারের চেয়ে ভোট বেশি পরেছে বলে খবর প্রকাশে।

আপনি হয় খবর অর্ধেক পড়েন অথবা না বোঝার ভান করেন।

এই বিষয় নিয়া পেচাইয়েন না আর।
নতুন কিছু বলার থাকলে লেখেন।

৩৪| ০৩ রা জানুয়ারি, ২০১৯ সকাল ১১:০৪

মোঃ মাইদুল সরকার বলেছেন:
অপরাধীর বিচার হোক।

০৩ রা জানুয়ারি, ২০১৯ সকাল ১১:৩২

খাঁজা বাবা বলেছেন: অবশ্যই হতে হবে।

৩৫| ০৩ রা জানুয়ারি, ২০১৯ দুপুর ১২:১৯

এ আর ১৫ বলেছেন: আপনি বাংলা বোঝেন কিনা সন্দেহ হচ্ছে
দুঃখিত।


আমি খুব দু:খিত যে আপনি ও বাংলা বোঝেন না । কালের কন্ঠে বলা হয়েছে বিএনপি ইউপি নেত্রীকে ধর্ষন করা হয়েছে । তাকে বিএনপি নেত্রী বলে ধর্ষন করা হয়েছে , সে কাকে ভোট দিয়েছে বা না দিয়েছে সে বিষয়ে কিছু উল্লেখ নেই ,
সেই নেত্রী ধানের শীষকে ভোট দিতেই পারে কারন , সে দুবার ইউপি মেম্বার নির্বাচিত হয়েছিল বিএনপির পক্ষ থেকে এবং লাস্ট ইউপি ইলেকশনে মাত্র ২৩ ভোটে হেরে যায় ।
তাহোলে আমারদেশে যেটা বলা হয়েছে পূর্ব ঘটনা জের সেটা কি মিলে যাচ্ছে কি ? আপনারা এখন যেটা প্রচার করার চেষ্টা করছেন শুধু মাত্র ধানের শীষে ভোট দেওয়ার কারনে তিনি ধর্ষিতা হয়েছে সেটা কখনো এক মাত্র কারন নহে । সেই মহিলা রাজনীতি করতো তাই তার উপর আওয়ামী পান্ডারা ক্ষেপা ছিল এবং চান্স পাওয়া মাত্র তারা ধর্ষন করেছে । তাই আপনা গো প্যাচাল কেবল মাত্র ধানের শীষে ভোট দেওয়ার কারনে ধর্ষিতা হয়েছে সেটা ৫০% কারন ও বটে এবং ৫০% পূর্ব ঘটনার জের ।

মাসুদা ভাট্টির বিপক্ষের লোকজনের কথা মিডিয়া ও শোনে না, কোর্ট ও শোনে না।

কিন্তু আপনি সুশীলরা কেন জেলা জেলায় মামলা করছে সেই প্রশ্ন করেছিলেন এবং আমি তার উত্তর দিয়েছি , এখন কথা ঘোরাচ্ছেন কেন ? আপনাদের পন্থী সুশীল উকিলরা কেন মামলা করে না ? আওয়ামী পন্থী সুশীলদের কাছে কেন মামলা আশা করেন ? কেন জাফর ইকবালের কাছে আশা করেন ? কেন আসিফ নজরুলের কাছে আশা করেন না ।

নির্বাচনের আগের দিন ৮ জনকে গেফতার করা হয়েছে সরকারের বিপক্ষে যায় এমন কথা অনলাইন পত্রিকায় প্রকাশ করেছে তাই।
পরশু দিন বাংলা ট্রিবিউন ও মানব জমিন পত্রিকার সাংবাদিক কে গ্রেফতার করা হয়েছে নির্বাচনে ভোতারের চেয়ে ভোট বেশি পরেছে বলে খবর প্রকাশে।


এই লাইন গুলোর সাথে আপনার আর্টকেলের কি সম্পর্ক ? আপনি নিজেই তো তাল পাকানোর তালে আছেন :) :) :) সরকারি ক্যাডাররা বিএনপি নেত্রীকে ধর্ষন করে কিন্তু আপনি নিজেদের সুশীল উকিল বাদ দিয়ে আওয়ামী পন্থী সুশীল উকিলরা কেন চুপ সেই নিয়ে মাতন করেন ! কেন জাফর ইকবাল চুপ সেই নিয়ে কার্টুন আকেন কিন্তু আসিফ নজরুল, মান্নারা কেন চুপ সেই নিয়ে কোন আওয়াজ নাই :) :) :)

০৩ রা জানুয়ারি, ২০১৯ দুপুর ১২:৩১

খাঁজা বাবা বলেছেন: পত্রিকার কথা বললেন তাই লিখলাম

আর পেচাইয়েন না ভাই, মাফ চাই

৩৬| ০৩ রা জানুয়ারি, ২০১৯ দুপুর ২:০৪

এ আর ১৫ বলেছেন: জনকন্ঠ -- ০৩/০১/২০১৯
অনলাইন রিপোর্টার ॥ নোয়াখালীর সুবর্ণচরে চার সন্তানের জননীকে (৩২) গণধর্ষণের ঘটনায় আওয়ামী লীগের স্থানীয় নেতা ও ইউপি সদস্য রুহুল আমিনসহ দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ। রুহুল আমিন ধর্ষণের ঘটনায় মূল নির্দেশদাতা ছিলেন বলে জানা গেছে।

আজ বৃহস্পতিবার ভোর ৫টার দিকে সদর উপজেলার চরওয়াফদা ইউনিয়ের ৪নং ওয়ার্ডের সেনবাগ ইটভাটা থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতার হওয়া অপরজন হলেন সুবর্ণচর এলাকার আবুল কাশেমের ছেলে বেছু (২৮)।

নোয়াখালী জেলা পুলিশ সুপার মো. ইলিয়াছ শরীফ গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন, এ নিয়ে মোট পাঁচজনকে গ্রেফতার করা হলো।

উল্লেখ্য, গত রবিবার রাতে চরজুবলী ইউনিয়নের মধ্যম বাগ্যা গ্রামের সোহেল, হানিফ, স্বপন, চৌধুরী, বেচু, বাসু, আবুল, মোশারেফ ও ছালাউদ্দিন এক নারীর বসত ঘর ভাঙচুর করে। এক পর্যায়ে তারা ওই নারীর স্বামী ও মেয়েকে বেঁধে রেখে তাকে ঘরের বাইরে নিয়ে গণধর্ষণ করে ও পিটিয়ে আহত করে। পরদিন ওই নারী ও তার স্বামীকে ২৫০ শয্যার নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় ভুক্তভোগীর স্বামী ৯ জনকে আসামি করে চরজব্বার থানায় মামলা দায়ের করেন।

৩৭| ২৬ শে জানুয়ারি, ২০১৯ দুপুর ২:৪১

সামিউল ইসলাম বাবু বলেছেন: দেশ প্রেমিক বাঙালী বলেছেন: কোন সুবিধাভোগী উচ্ছীষ্টখোরদের এখন পাওয়া যাবেনা। |-)

২৬ শে জানুয়ারি, ২০১৯ বিকাল ৩:৫২

খাঁজা বাবা বলেছেন: উচ্ছীষ্টখোরদের উচ্ছিষ্টের আসেপাশেই পাওয়া যায়।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.