নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি কেউ না আমি কেউ না

খাঁজা বাবা

বল বীর – বল উন্নত মম শির! শির নেহারি’আমারি নতশির ওই শিখর হিমাদ্রির!

খাঁজা বাবা › বিস্তারিত পোস্টঃ

গাধা পানি ঘোলা করে খায়

১৫ ই এপ্রিল, ২০২০ দুপুর ১২:৫৭



প্রথম ভাবলাম আমরা করোনার চেয়ে শক্তিশালী, তার পরে দেখলাম করোনা আরো বেশি শক্তিশালী।
আমরা ভাবলাম আমাদের করোনা মোকাবেলায় প্রস্তুতি অনেক ভাল, এত ভাল যে আমেরিকাও আমাদের কাছে সাহায্য চায়। পরে দেখলাম আমাদের কোন প্রস্তুতিই নেই। এমনকি কি কি প্রস্তুতি নেয়া দরকার ক্ষেত্র বিশেষে আমরা সেটাই জানি না।
আমরা ভাবলাম করোনা সাধারন সর্দি, কাশি। এখন দেখি এটা সাধারন নয়।
আমাদের মনে হল ডাক্তারদের পিপিই এখনই দরকার নেই। পরে দেখি ডাক্তাররাই আক্রান্ত হচ্ছে।
আমরা প্রথম দিকে যতটা সম্ভব ফানেলিং করে করোনা টেষ্ট করেছি, এখন দেখছি প্রথম থেকেই আরো অনেক বেশি টেষ্ট করা উচিত ছিল।

আমরা এতদিন পরে ডাক্তারদের জন্য পিপিই সংগ্রহ করছি, কিন্তু এর মধ্যে অনেক ডাক্তার আক্তান্ত হয়ে পরেছে।
বিভিন্ন হাস্পাতালে মাস্ক পাঠানো হচ্ছে কিন্তু তা খুবই নিম্ন মানের। এটাও হয়ত এক সময়ে ঠিক হবে, তবে এর মধ্যে আরো কিছু ক্ষতি হবে।

যারা এই সকল মাস্কের ক্রয় আদেশ দেন, অনুমোদন দেন ও রিসিভ করেন, এদের কি আইনের আওতায় আনা যায় না? এদের বিরুদ্ধে কি ব্যবস্থা নেয়া হয়েছে তা জানা যায় নি। তবে নারায়নগঞ্জের যে ডাক্তার নিম্ন মানের মাস্কের ব্যপারে অভিযোগ করেছেন, তাকে ঠিকই ট্রান্সফার দেয়া হয়েছে বলে খবরে প্রকাশ হয়েছে।

আমরা চোরদের মাধ্যমে ত্রা দেয়া শুরু করলাম, এখন ভাবছি আর্মি দিয়ে দেয়া উচিত ছিল।
তারপরেও আমরা যা ত্রান দিতে পারছি তা পর্যাপ্ত নয়। আমাদের কাছে কোন হিসেব নাই ঠিক কত মানুষের খাদ্য সহায়তা দরকার, কি পরিমান দরকার। কত দিন দরকার। কিভাবে এই সাহায্য দেয়া হবে।

এই বর্তমান সময়ে সাপোর্টের পাশাপাশি কৃষকদের কিভাবে সাহায্য করা যাবে তার তেমন কোন পরিকল্পনা নাই, কৃষকদের বর্ত্মান খাদ্য সাহায্যের চেয়ে বেশি প্রয়োজন উতপাদিত পন্য বিক্রির ব্যবস্থা করা। যাতে সে টিকে থাকতে পারে এবং আগামী বছরের চাষের জন্য প্রস্তুতি নিতে পারে।

আমরা হয়ত সবই শেষ পর্যন্ত করব কিন্তু গাধার মত জল ঘোলা করে। এর মধ্যে অনেকটা ক্ষতি হয়ে যাবে।

মন্তব্য ১৪ টি রেটিং +১/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ১৫ ই এপ্রিল, ২০২০ দুপুর ১:১৩

সোনালি কাবিন বলেছেন: :( /:)

১৫ ই এপ্রিল, ২০২০ সন্ধ্যা ৭:৫৩

খাঁজা বাবা বলেছেন: :(

২| ১৫ ই এপ্রিল, ২০২০ দুপুর ১:৩৩

নেওয়াজ আলি বলেছেন: Right

১৫ ই এপ্রিল, ২০২০ সন্ধ্যা ৭:৫৪

খাঁজা বাবা বলেছেন: আমার তাই মনে হচ্ছে
:/

৩| ১৫ ই এপ্রিল, ২০২০ দুপুর ১:৪৯

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: করোনা আমাদের একটা লোমও ছিড়তে পারবেনা কারণ ওবায়দুল কাদেররা বাধা দেবে :(

১৫ ই এপ্রিল, ২০২০ সন্ধ্যা ৭:৫৫

খাঁজা বাবা বলেছেন: তিনি কোথায় আছেন ইদানিং? অনেক দিন তার দামী কথাগুলি শুনি না

৪| ১৫ ই এপ্রিল, ২০২০ দুপুর ২:৩২

রাজীব নুর বলেছেন: পোষ্ট টা আরেকবার পরেছি, এমনটা মনে হচ্ছে।

১৫ ই এপ্রিল, ২০২০ সন্ধ্যা ৭:৫৬

খাঁজা বাবা বলেছেন: হয়ত এমন কিছুই অন্য কেউ, কোথাও লিখেছিলেন

৫| ১৫ ই এপ্রিল, ২০২০ বিকাল ৪:৫১

ইফতি সৌরভ বলেছেন: একদম ঠিক। আমাদের এখন কি করা উচিত তার জন্য অনেককককক মাথা আছেন, তারা হয়ত ভাবছেনননন। আপাতত উনাদের ডিস্টার্ব না করে আসেন আমরা গুণীদের বক্তৃতা আবার শুনি আর কিছুদিন পর যখন কৃষক তার নতুন শস্য ফলানোর জন্য বীজ কেনার টাকা পাবে না তখন কৃষকলীগ, কৃষকদল, তাঁতি দল,ইত্যাদি ইত্যাদি নেতাদের নেতৃত্বে আমরা টাকায় ১মণ চাল কিনতে পারব ইনশাল্লাহ

১৫ ই এপ্রিল, ২০২০ সন্ধ্যা ৭:৫৭

খাঁজা বাবা বলেছেন: কেনার জন্য আমরা থাকব তো ততদিন?

৬| ১৫ ই এপ্রিল, ২০২০ বিকাল ৫:৪১

সাড়ে চুয়াত্তর বলেছেন: ঠিক বলেছেন। পোস্টের টাইটেলটা আমার ভালো লেগেছে।

১৫ ই এপ্রিল, ২০২০ রাত ৮:০১

খাঁজা বাবা বলেছেন: জাতী গভীর সংকটে
একটি ভুল ও প্রলম্বিত সিদ্ধান্ত অনেক বড় ক্ষতি করতে পারে।
আমরা প্লেন বন্ধ করলাম, প্রাতিষ্টানিক কোয়ারান্টাইন চালু করলাম, ডাক্তারদের জন্য পি পি ই কিনলাম, হোটেল ভাড়া করলাম, টেষ্ট বাড়ালাম।

কয়েকটা দিন আগে এসব কি করা যেত না?

৭| ১৬ ই এপ্রিল, ২০২০ রাত ১২:০২

মা.হাসান বলেছেন: ৩ নম্বর মন্তব্যে লাইক। মাননীয় মন্ত্রীদের জ্ঞানগর্ভ বক্তিতা থেকে জাতি কয়েকদিন ধরে বঞ্চিত।

বেশি ঘোলা হলে খাবার মতো পানি থাকবে না।

১৬ ই এপ্রিল, ২০২০ সকাল ১০:৫৭

খাঁজা বাবা বলেছেন: হা, মানুষ বাসায় বিনোদনের অভাব বোধ করছেন :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.