নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি কেউ না আমি কেউ না

খাঁজা বাবা

বল বীর – বল উন্নত মম শির! শির নেহারি’আমারি নতশির ওই শিখর হিমাদ্রির!

খাঁজা বাবা › বিস্তারিত পোস্টঃ

এবার নাকি বই গুম!!!!!

০৫ ই জুন, ২০২১ বিকাল ৪:১৪



পিনাকী ভট্টাচার্য, ভদ্রলোক কে, তার মোটিভ, এজেন্ডা বা মতাদর্শ কি সে সম্পর্কে আমার তেমন কোনো ধারনা নাই। তবে ফেসবুকে তার দুই একটি লেখা পড়ে মনে হয়েছে সে তথাকথিত প্রগতিশীল ও আওয়ামীলীগ অপছন্দ করেন। সম্প্রতি তিনি অভিযোগ করেছেন রকমারী সহ বিভিন্ন বই বিক্রির প্লাটফর্ম থেকে নাকি কোন মহলের চাপে তার বই অপসারন করা হচ্ছে। এটা নাকি তথাকথিত ক্ষমতাবান প্রগতিশীলরাই করছেন।
যদি তাই হয়, তো এমনটা হওয়া উচিত ছিল না। তার লেখার জবাব লেখা দিয়েই দেয়া উছিত ছিল অথবা যদি খারাপ কিছু তার লেখায় থেকে থাকে তো উপযুক্ত ব্যখ্যা দিয়ে বই ব্যান করে দেয়া যেত।
কলমের বিরুদ্ধে পেশি/প্রশাসনিক ক্ষমতা প্রদর্শন বেমানান।

মন্তব্য ২৬ টি রেটিং +০/-০

মন্তব্য (২৬) মন্তব্য লিখুন

১| ০৫ ই জুন, ২০২১ বিকাল ৪:৩৩

রাজীব নুর বলেছেন: পিনাকি আসলে কে? রাজনীতিবিদ? বুদ্ধিজীবি? সাংবাদিক?

০৫ ই জুন, ২০২১ সন্ধ্যা ৬:১২

খাঁজা বাবা বলেছেন: উনি সম্ভবত একজন ডাক্তার ছিলেন, তবে এখন এই পেশায় নেই। বুদ্ধিজীবি আসলে কি, আমি ঠিক জানিনা।
তবে উনি সমসাময়িক বিষয় নিয়ে লেখালিখি করেন।

২| ০৫ ই জুন, ২০২১ বিকাল ৪:৫০

ডার্ক ম্যান বলেছেন: এক সময় তিনিও এই ব্লগের ব্লগার ছিলেন ।

০৫ ই জুন, ২০২১ সন্ধ্যা ৬:১২

খাঁজা বাবা বলেছেন: জানলাম, ধন্যবাদ। :)

৩| ০৫ ই জুন, ২০২১ বিকাল ৫:০৭

ঢাবিয়ান বলেছেন: যাক এবার আরও বেশি জনপ্রিয় হবে এই বই। মানুষ আরো বেশি চেষ্টা করবে এই বই কেনার।

০৫ ই জুন, ২০২১ সন্ধ্যা ৬:১৪

খাঁজা বাবা বলেছেন: সেটাই নিয়ম, নিষিদ্ধ বিষয়ে মানুষের আগ্রহ বেশি থাকে।

৪| ০৫ ই জুন, ২০২১ বিকাল ৫:১৪

শাহ আজিজ বলেছেন: আমি পেয়ে গেছি ঝড় ঝাপটার মধ্যেও । পিনাকী যুক্তির ছায়ায় প্রায় সবকিছু নিয়ে বিচরন করেন । যদিও আমরা একমত হইনা কোথাও কোথাও । একজন ডাক্তার বিচিত্র অভিজ্ঞতার মধ্যে তার চাল চুলো নিয়ে এগিয়ে যাচ্ছেন । বইটা রকমারি থেকে আউট হয়ে গেছে যেমনটা হয়েছিল সিরাজুল আলম খানের বই নিয়ে ।

০৫ ই জুন, ২০২১ সন্ধ্যা ৬:১৪

খাঁজা বাবা বলেছেন: কিছুটা জানলাম, আপনার মন্তব্যের জন্য ধন্যবাদ।

৫| ০৫ ই জুন, ২০২১ সন্ধ্যা ৭:৫৬

সাড়ে চুয়াত্তর বলেছেন: ক্ষমতাবান প্রগতিশীলদের এই কর্মকাণ্ডে ভদ্রলোকের শাপে বর হওয়ার সম্ভবনাই বেশী। রাষ্ট্রীয়ভাবে নিষিদ্ধ করলে বিনে পয়সায় আরও প্রসার হবে। তাই ওনার কোন চিন্তার কারণ দেখি না। তবে সরকার বিরোধী কিছু লিখলে ওনার সতর্ক থাকতে হবে।

০৭ ই জুন, ২০২১ দুপুর ১২:০০

খাঁজা বাবা বলেছেন: ঠিক বলেছেন

৬| ০৫ ই জুন, ২০২১ রাত ৮:৩৫

কামাল১৮ বলেছেন: উনি বিদেশে বসে বসে সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র করে এর ওর সাথে লাইভ করেন এই দলে বেশ কয়েক জন আছেন।

০৭ ই জুন, ২০২১ দুপুর ১২:০২

খাঁজা বাবা বলেছেন: সরকারের বিরুদ্ধে কথা বলা কি ষড়যন্ত্র?
এ দেশ আইনের শাসন নেই, তাই বিদেশে এসব করাই নিরাপদ?

৭| ০৬ ই জুন, ২০২১ রাত ১:২১

রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন: উনি সম্ভবত একজন ডাক্তার ছিলেন, তবে এখন এই পেশায় নেই। বুদ্ধিজীবি আসলে কি, আমি ঠিক জানিনা।
তবে উনি সমসাময়িক বিষয় নিয়ে লেখালিখি করেন।

উনি কি বাংলাদেশে থাকেন?

০৭ ই জুন, ২০২১ দুপুর ১২:০৩

খাঁজা বাবা বলেছেন: সম্ভবত ফ্রান্সে থাকেন ।

৮| ০৬ ই জুন, ২০২১ সকাল ১০:০৭

হাসান কালবৈশাখী বলেছেন:
বই গুম হয় কিভাবে?
একটা দোকানে দোকানদার বই রাখে না। সমস্যাটা কি? বাকি শত শত দোকান তো আছে।
বর্তমানে এই দোকানে ওয়াজের ধনী হুজুরদের বই রাখছে, উচ্চহারে হাদিয়া দেয়ার বিনিময়ে।
পিনাকি বিনা হাদিয়াতে বই রাখতে চেয়েছিল, যেটা মানেনি দোকানদার।

উনি একটি বেসরকারি ঔসধ কম্পানীতে চাকুরি করতেন।
রাজাকারদের ফাঁসির দাবিতে প্রবল সমর্থক ও শাহাবাগ গণজাগরনের একজন সংগঠক ছিলেন।
হেফাজত বিরোধী ব্যাপক স্ট্যাটাস দিতেন।
কিন্তু ২০১৬ তে জামাতি টাকা খেয়ে ইটিভির প্রাক্তন কনক সরোয়ার, ইটিভির আরেকটা চ্যাংড়া সাংবাদিক, ও আরো কয়একজনের মত তিনিও বিক্রি হয়ে যান জামাতি হেফাজতিদের কাছে।

একপর্যায়ে ফ্রান্সে চলে যান, যাওয়ার আগে গুমের অভিনয় করে দেশে আলোড়ন শৃষ্টি করেন।
ফ্রান্সগামী বিমানে উঠে স্ট্যাটাস দিলেন, "এইমাত্র পুলিশ আমাকে অফিস থেকে ধরে কালো মাইক্রবাসে উঠিয়ে গুম করলো"
এরপর ৬ মাস নিশ্চুপ, এরপর হঠাত একদিন তাকে প্যারিসের রাস্তায় দেখা গেল।

০৭ ই জুন, ২০২১ দুপুর ১২:০৭

খাঁজা বাবা বলেছেন: ওনার অভিযোগ কোনো পক্ষ জোড় করেছে তার বই না রাখতে। ফেসবেকে আরো কয়েক জনের লেখায় বোঝা যাচ্ছে রকমারী থেকেও এমনটা জানানো হয়েছে।
তবে এটা ওনার মার্কেটিং কৌশল ও হতে পারে।

৯| ০৬ ই জুন, ২০২১ সকাল ১০:২৮

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: সরকার তাকে যত দমিয়ে রাখার চেষ্টা করবে তিনি ততই আরও বেশি জনপ্রিয় হবেন।

০৭ ই জুন, ২০২১ দুপুর ১২:০৮

খাঁজা বাবা বলেছেন: আমি ওনার সম্পর্কে তেমন কিছু জানি না।
ওনার আসল এজেন্ডা কি?

১০| ০৬ ই জুন, ২০২১ দুপুর ১২:৩১

প্রকৌশলী মোঃ সাদ্দাম হোসেন বলেছেন:




লোকটা যথেষ্ঠ তথ্য, প্রমান, এবং যুক্তি দিয়েই লেখে। ফেসবুকে তার লেখা তেমন পড়া হয়নি, তবে তার একটা বই পড়েছিলাম "ইতিহাসে ধুলোকালি"। সেখানে তিনি অনেক ঐঐতিহাসিক ভুলকে তুলে ধরেছে। মুক্তচিন্তা ব্লগের মিথ্য প্রচার এবং ভন্ডামো প্রামান সহ হাতেনাতে ধরিয়ে দিয়ছে। তবে লোকটাকে বিএনপি পন্থি মনে হয়েছে।

০৭ ই জুন, ২০২১ দুপুর ১২:০৯

খাঁজা বাবা বলেছেন: ওনার লেখা পড়ে যতটা না বি এন পি পন্থী মনে হয় তার চেয়ে বেশি আওয়ামিলীগ ও বাম বিরোধী মনে হয়।

১১| ০৬ ই জুন, ২০২১ দুপুর ২:০৭

আমি সাজিদ বলেছেন: আমার খুব চোখে লেগে আছে তার অবস্থান পরিবর্তনটা। চার - পাঁচ বছরের মধ্যে নিজেকে কিভাবে পরিবর্তন করে ফেললেন সেটাও জানার আগ্রহ। কিছু লেখা ভালো কিছু আমি কি হলাম টাইপ গার্বেজ। গ্রহনযোগ্য মানুষ মনে হয়নি আমার। দেশ ছাড়ার আগে কাকুকে কেউ নিশ্চয়ই জালিবেত নিয়ে পশ্চাতে প্রহার করেনি৷

০৭ ই জুন, ২০২১ দুপুর ১২:১২

খাঁজা বাবা বলেছেন: এখন যা লিখছেন তাতে এ সরকার ওনাকে পেলে জালিবেত ছাড়া ছাড়বে না।

১২| ০৬ ই জুন, ২০২১ বিকাল ৪:১৪

চাঁদগাজী বলেছেন:




উনার বই'এর থেকে ১০/১২ লাইন এখানে দেন, আমরা বুঝার চেষ্টা করি, হীরক চুরি হলো, নাকি রাস্তার কুকুর পায়খানা খেয়ে রাস্তা পরিস্কার করেছে।

০৭ ই জুন, ২০২১ দুপুর ১২:১৪

খাঁজা বাবা বলেছেন: আমি ওনার কোনো বই পড়িনি, ফেসবুকে ওনার ওয়াল থেকে কিছু লেখা পড়েছি। দেখতে চাইলে আপনিও দেখে নিতে পারেন।

১৩| ০৫ ই ডিসেম্বর, ২০২১ বিকাল ৪:০৪

ঠাকুরমাহমুদ বলেছেন:



লেখা থামিয়ে দেবার চেষ্টা এই দেশে নতুন কিছু না। তবে প্রবাসে স্থায়ী হওয়ার জন্য অনেকে লেখালেখি করেন। তিনি প্রবাসেও ভালো থাকার কথা নয়।

০৬ ই ডিসেম্বর, ২০২১ বিকাল ৪:২০

খাঁজা বাবা বলেছেন: হয়তো

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.