নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি কেউ না আমি কেউ না

খাঁজা বাবা

বল বীর – বল উন্নত মম শির! শির নেহারি’আমারি নতশির ওই শিখর হিমাদ্রির!

খাঁজা বাবা › বিস্তারিত পোস্টঃ

মিতব্যয়িতা সংকট বাড়াবে নাকি কমাবে?

১৮ ই মে, ২০২২ রাত ১১:১৭



প্রধানমন্ত্রী বলেছেন সংকট মোকাবেলায় সকলকে মিতব্যয়ি হতে। উনি ওনার বুদ্ধিতে যা পারেন পরামর্শ দিয়েছেন। এ ব্যপারে কিছু বলার নেই। বাস্তবে এই সংকটে মিতব্যয়িতা আমাদের সংকট সমাধান করবে নাকি বাড়াবে?

ছোট খাট দুইটা উদাহরন থেকে দেখি কি হয়ঃ

ধরুনঃ আপনি প্রতিদিন অফিস থেকে রিক্সায় বাসায় ফেরেন ৫০ টাকা দিয়ে। আপনি এবং আপনার মত আরো অনেকে ভাবলেন এখন মিতব্যয়ি হবেন, তো আপনারা এখন হেটেই বাসায় আসা শুরু করলেন। এর ফল কি হবে? আপনার এলাকার রিক্সাওয়ালাদের আয় কমে যাবে। ভোগের জন্য তাদের খরচ কমে যাবে। দোকানদারের বিক্রি কমে যাবে। সব মিলিয়ে আপনার এলাকার পুরো অর্থনীতিতে একটা চেইন রিয়াকশান শুরু হবে। অর্থনীতিতে স্থবিরতা চলে আসবে।

আবার ধরুন আপনি মাসে ৪টা সাবাণ ব্যবহার করেন। আপনি ভাবলেন এখন থেকে আপনি সাবানের খরচ কমাবেন। মাসে ২টি সাবান ব্যবহার করবেন। এর প্রভাব কোথায় কোথায় পড়বে? দোকানের বিক্রি কমে যাবে, সেলসম্যানের সেলস কমিশন কমবে, তার ব্যয় ও ভোগ কমবে, কারখানার উৎপাদন কমবে বিক্রি কম বলে। ব্যপারটা আরো বড় স্কেলে চিন্তা করুণ।

এভাবে সমগ্র দেশে যদি এক কোটি মানুষ ওনার পরামর্শ শুনে মিতব্যয়ি হয় এবং কয়েকটা খাতে খরচ কমায় সমগ্র অর্থনীতিতে একটা বিরুপ প্রভাব পড়বে। টাকার যত বেশি হাতবদল অর্থনীতি তত গতিশীল। তত স্বাস্থবান। উনি সহজ বিষয়টা সহজ ভাবে বোঝেন নি। অবশ্য বোঝার কথাও না। :D

মন্তব্য ২৮ টি রেটিং +০/-০

মন্তব্য (২৮) মন্তব্য লিখুন

১| ১৮ ই মে, ২০২২ রাত ১১:২৩

সোনাগাজী বলেছেন:



আপনার উদাহরণগুলো বর্তামান অর্থনৈতিক সমস্যা ( করোনাত্তর সমস্যা ও ইনফ্লাসনের ) পরিপ্রেক্ষিতের মিতব্যয়িতার উদাহরণ হয়নি।

১৮ ই মে, ২০২২ রাত ১১:২৮

খাঁজা বাবা বলেছেন: ওনার বলা উচিত ছিল অপ্রয়োজনীয় আমদানী পন্যের ক্ষেতে মিতব্যয়ি হতে।
উনি ঢালাও মিতব্যয়ি হতে বলেছেন। আপনি হয়ত সংবাদটি পড়েছেন। :)

২| ১৮ ই মে, ২০২২ রাত ১১:৩২

ভার্চুয়াল তাসনিম বলেছেন: আমি বলি,
মাছ কিনবেন অর্ধেক।
তৈল বাদ।
মাংস বাদ।
সব্জি ২ বেলা।
দু'বেলা চা-নাস্তা বাদ।
মাসে ৪ বেলা রিচ ফুড।

১৮ ই মে, ২০২২ রাত ১১:৪৩

খাঁজা বাবা বলেছেন: দেশে খাদ্যের অভাব নেই, ডলারের অভাব।
টাকার ও অভাব নেই তবে টাকার ক্রয় ক্ষমতা কমে গেছে।
আমরা সবাই এত মিতব্যয়ি হলে দেশের ১২ টা বাজবে।

৩| ১৮ ই মে, ২০২২ রাত ১১:৩৭

সোনাগাজী বলেছেন:



কিন্তু আপনি ঠিকই বুঝেছেন কি করতে হবে! উনার সমস্যা, উনি অর্থনীতির ভাষা জানেন না, আপনার সমস্যা, বুঝেও না বুঝার ভান করা।

১৮ ই মে, ২০২২ রাত ১১:৪০

খাঁজা বাবা বলেছেন: উনি না বললেও অনেক মানুষ অনেক কিছু নিজ দায়িত্বে বুঝে নেবে। B-)

৪| ১৮ ই মে, ২০২২ রাত ১১:৪৮

সোনাগাজী বলেছেন:



দেশের প্রধানমন্ত্রী হিসেবে উনি এই অবস্হা থেকে বের হওয়ার কথা নিশ্চয় ভাবছেন; সুতরাং, উনি অবশ্যই বলতে চাইবেন।

১৮ ই মে, ২০২২ রাত ১১:৫২

খাঁজা বাবা বলেছেন: সবকিছু ওনার ভাবতে হবে কেন? দায়িত্বপ্রাপ্ত বাকি মানুষগুলি কি অযোগ্য? নাকি হানিমুনে গেছেন?
আমেরিকায় কি প্রেসিডেন্ট সব ভাবেন?

সিঙ্গাপুর কিংবা ক্যানাডায়?

কাকে কোন নদীতে চোবাতে হবে তাও উনি ভাবেন। ওনার ভাবার অনেক সময়।

৫| ১৮ ই মে, ২০২২ রাত ১১:৫৬

অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: সিগারেট খাওয়া বন্ধ করলে বিড়ি/সিগারেট শিল্পের লোকজন ক্ষতিগ্রস্ত হবে। ডাক্তারদের আয়ও কমে যাবে।

১৯ শে মে, ২০২২ রাত ১২:০০

খাঁজা বাবা বলেছেন: তা বটে, তবে সিগারেট বিষয়টির অন্য একটি মাত্রা আছে।
সুস্থ সবল মানুষের উৎপাদন ক্ষমতা বেশি।
যেটুকু ক্ষতি হবে সিগারেট না খেলে তা অন্য ভাবে মেক আপ হয়ে যাবে। :)
ক্ষতিটা সাময়িক।

৬| ১৯ শে মে, ২০২২ রাত ১২:০৮

নিমো বলেছেন: যারা সত্যিকারের সংকটে আছে, তাদের মনে হয় না ইন্টারনেট নামক বিলাস খরচ করে ব্লগ নামক ভড়ং করার টাকা এবং সময় আছে। তারা বরং সেটাকা জরুরি খরচ আর সময়টা জরুরি খরচ তোলার আয়ের পেছনে ব্যয় করবে।

১৯ শে মে, ২০২২ সকাল ১১:৫১

খাঁজা বাবা বলেছেন: আপনার কমেন্টের উত্তরে কিছু লিখব না,
আপনি বুঝবেন না। :)

৭| ১৯ শে মে, ২০২২ রাত ১:৪৭

রাজীব নুর বলেছেন: আমি শেখ হাসিনার কথা বুঝতে পেরেছি। উনি বলেছেন, ফালতু খরচ বন্ধ করতে।

১৯ শে মে, ২০২২ সকাল ১১:৪৮

খাঁজা বাবা বলেছেন: খরচ অর্থনীতিকে গতিশীল রাখে
ফালতু খরচ কখনোই ভাল না :)

৮| ১৯ শে মে, ২০২২ রাত ১:৪৭

জহিরুল ইসলাম সেতু বলেছেন: মিতব্যয় আর কৃপণতা ভিন্ন জিনিস।
অপচয় না করে পরিমিত ব্যয় করাই তো মিতব্যয়। তাহলে এই বলায় দোষটা কিসে?
আপনি যদি বিরোধিতা করার জন্যই বিরোধিতা করেন, সেটা ভিন্ন কথা।
করোনা পরবর্তি আমাদের অর্থনৈতিক দুঃসময়ে চলমান সংকট মোকাবেলায় প্রধানমন্ত্রী এমন একটি পরামর্শ অবশ্যই সাধুবাদ পাওয়ার যোগ্য। মন্দকে মন্দ বলুন, ভালকে কেন খোঁড়া যুক্তি দিয়ে মন্দের দোষ চাপাবেন?

১৯ শে মে, ২০২২ সকাল ১১:৫০

খাঁজা বাবা বলেছেন: আপনি যদি যদি মিতব্যয় মানে বেডকভার কেনার জন্য জার্মান সফর বাতিল করা বোঝেন তো ভিন্ন কথা। :)

৯| ১৯ শে মে, ২০২২ সকাল ১১:৫৬

আমি ব্লগার হইছি! বলেছেন: কোন দরকার নেই। যে যা পারেন কেনা কাটা করে টাকা পয়সা শেষ করে ফেলেন। গরু খাসি ইলিশ এই বছরে আখেরি খাওয়া খেয়ে নেন। দরকার হলে বাড়ি গাড়ি বেচে জন্মের মতো একটা ইউরোপ ট্যুর দিয়ে আসেন। মরে গেলে কিছুই সংগে যাবে না। শুধুমাত্র যা খাবেন আর যা দেখবেন তাই সংগে যাবে।

১৯ শে মে, ২০২২ দুপুর ১২:৫৭

খাঁজা বাবা বলেছেন: আপাতত ডলার খরচ না করলেই হবে :)

১০| ১৯ শে মে, ২০২২ সন্ধ্যা ৭:৩৫

জহিরুল ইসলাম সেতু বলেছেন: লেখক বলেছেন: আপনি যদি যদি মিতব্যয় মানে বেডকভার কেনার জন্য জার্মান সফর বাতিল করা বোঝেন তো ভিন্ন কথা।
আপনি তো ভাই সাংঘাতিক! মন্তব্যের প্রাসঙ্গিক জবাব না আজাইরা প্যাচাল পারেন! বেড কভার কেনার খবর পত্রপত্রিকায় আমিও দেখেছি। পারলে ওটা নিয়ে পোস্ট দিন।
আমি আপনার পোস্ট পড়েই মন্তব্য করেছি। সামর্থ্য থাকলে আমার মন্তব্যের প্রাসঙ্গিক জবাব লিখেন।

১৯ শে মে, ২০২২ রাত ৮:৫২

খাঁজা বাবা বলেছেন: আপনার মন্তব্যের জবাব আগে কমেন্টগুলোতেও দিয়েছি। :)
হঠাত মিতব্যয়ি হওয়া, ভোগ বা খরচ কমিয়ে দেয়া অর্থনীতিকে সংকোচনের দিকে মিয়ে যায়।
আমরা বর্ত্মানে ভোগবাদী অর্থনীতিতে আছি। অর্থনীতিকে সচল রাখার জন্য ভোগ বা খরচ বাড়ানো বা না কমানোই ভাল।

১১| ১৯ শে মে, ২০২২ রাত ৮:০১

জহিরুল ইসলাম সেতু বলেছেন: জনগণকে সাশ্রয়ী ও মিতব্যায়ী হবার কথা বলে সরকারের বিভিন্ন মহলে অপচয় ও লুটপাট অব্যহত। প্রধানমন্ত্রীর উপদেশ আর রাষ্ট্র পরিচালনায় স্ববিরোধিতার বিষয়গুলো উল্লেখ করে সমালোচনা করতে পারতেন আপনার পোস্টে। আপনার সাথে সহমত পোষণ করতাম। কিন্তু আপনি যেসব উদাহরণ টানলেন, ওসব আদৌ ধর্তব্যের মধ্যে পড়ে? একেকজন মন্ত্রী দেশের কোটি কোটি টাকা অপচয় করে বিশাল বহর নিয়ে বিদেশ রাষ্ট্রীয় সফরে যান। সরকারের উচ্চপদস্ত কর্মকর্তারা বিভিন্ন অজুহাতে বিদেশে গিয়ে টাকা অপচয় করেন। তারমধ্যে কথিত বেডকভার কেনার জন্য জার্মান সফরও একটি, এরূপ বহু উদাহরণ রয়েছে। বিভিন্ন প্রকল্পের নামেও হরিলুট হয়। টাকা জনগণের, ভোগান্তিও জনগণের। ভোগবিলাস করে বেড়ায় মন্ত্রী ও কর্মকর্তারা। জোড়ালো যুক্তি ও তথ্য উল্লেখ করে লিখেন এসব নিয়ে।
শুভ হোক আপনার ব্লগিং।

১৯ শে মে, ২০২২ রাত ৯:০১

খাঁজা বাবা বলেছেন: আপনার সাথে একমত, ও বিষয়ে হয়ত লিখব পরে।

১২| ১৯ শে মে, ২০২২ রাত ৯:৪৬

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
তেলের বিকল্প পানি আর
বেগুনের বিকল্প পেপে খেলেও
সংকট যে তিমিরে সেই তিমিরেই
থাকবে বলে আমার ধারণা।

২১ শে মে, ২০২২ দুপুর ১:২৫

খাঁজা বাবা বলেছেন: :D

১৩| ১৯ শে মে, ২০২২ রাত ১০:১১

নিমো বলেছেন: লেখক বলেছেন: আপনার কমেন্টের উত্তরে কিছু লিখব না,
আপনি বুঝবেন না। :)

আপনি যেহেতু শেখ হাসিনা, আর আমি খাঁজা বাবা, তাই সেটাই স্বাভাবিক।

২১ শে মে, ২০২২ দুপুর ১:২৬

খাঁজা বাবা বলেছেন: জ্বি ধন্যবাদ।

১৪| ২০ শে মে, ২০২২ বিকাল ৫:০১

সাড়ে চুয়াত্তর বলেছেন: এই পরিস্থিতিতে ধনীদের উচিত খরচ বাড়ানো এবং গরীবদের উচিত খরচ কমানো। এতে জনগণের মোট আয় ঠিক থাকবে। সবাই খরচ কমালে সেটা হিতে বিপরীত হতে পারে। নিত্য প্রয়োজনীয় জিনিসের ক্ষেত্রে সরকারকে ভর্তুকি দেয়া শুরু করতে হবে যেন মুদ্রাস্ফীতির কারণে সাধারণ মানুষের কষ্ট না হয়। উন্নয়ন বাজেট কিছুটা কমিয়ে সাধারণ মানুষের পিছনে ব্যয় করতে হবে সাময়িকভাবে। যত সমস্যা গরীবদের। ধনীরা বেশী ক্ষতিগ্রস্ত হবে না। অনেকে বরং লাভবান হচ্ছেন।

২১ শে মে, ২০২২ দুপুর ১:২৯

খাঁজা বাবা বলেছেন: গরীবেরা এমনিতেও খরচ কম করে। প্রয়োজনই অনেক সময় তাদের কাছে বিলাস।
আমাদের মূল সমস্যা ডলার। অপ্রয়োজনীয় আমদানী কমানো উচিত।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.